বন্দরে শীতলক্ষ্যা নদীতে পরে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু
Published: 26th, May 2025 GMT
বন্দরে খেয়া বন্দর পারাপারের সময় ট্রলারে উঠতে গিয়ে পা ফসকে শীতলক্ষ্যা নদীতে পরে গিয়ে রিজোয়ান (২৩) নামে নটরডেম কলেজের এক শিক্ষির্থী মৃত্যু হয়েছে।
নিহত রিজোয়ান বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের কদম রসুল কলেজ সংলগ্ন দক্ষিণ মাঠপাড়া এলাকার সামসুল আলম পোকন মিয়ার ছেলে। গত রোববার (২৫ মে) বিকেল ৫টায় বন্দর খেয়াঘাটে এ ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ১ ঘন্টা চেষ্টা চালিয়ে শীতলক্ষ্যা নদী থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করে। এ ঘটনায় সদর নৌ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহতের পরিবারের তথ্যসূত্রে জানা গেছে, কলেজ ছাত্র রিজোয়ান প্রয়োজনিয় কাজের জন্য বন্দর ১নং খেয়াঘাট দিয়ে দিয়ে নদী পার হওয়ার সময় অসাবধানতা বসত পা ফসকে শীতলক্ষা নদীতে পরে যায়।
কলেজ ছাত্র রিজোয়ান সাঁতার না জানার কারনে গভীর পানিতে তলিয়ে যায়। কলেজ ছাত্র রিজোয়ানের মৃত্যুতে উল্লেখিত এলাকায় শোকের ছায়া নেমে আসে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: শ তলক ষ য কল জ কল জ ছ ত র র শ তলক ষ
এছাড়াও পড়ুন:
আবারো জামায়াতের আমির হলেন শফিকুর রহমান
আবারো বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। ২০২৬-২০২৮ কার্যকালের জন্য তৃতীয়বারের মতো তিনি এই পদে নির্বাচিত হলেন।
রবিবার (২ নভেম্বর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগ।
আরো পড়ুন:
হাসপাতালের নতুন ভবন চালুতে ১০ লাখ টাকা অনুদান দিল জামায়াত
নির্বাচনে ‘অবিচল’ সরকার, যে যার শর্তে ‘অটল’ রাজনৈতিক দল
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম শনিবার (১ নভেম্বর) রাতে সংগঠনের ‘আমির’ ঘোষণা করেন।
এর আগে, ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের রুকনদের (সদস্য) কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। ভোটগ্রহণের কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করেন। সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আমির’ নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ