জাতীয় স্বার্থ রক্ষায় আনসারের ভূমিকা আরও সুদৃঢ় হচ্ছে: মহাপরিচালক
Published: 28th, May 2025 GMT
আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। পাহাড়ি জনপদে আইনশৃঙ্খলা রক্ষা, স্থানীয় জনগণের আস্থা অর্জন এবং জাতীয় স্বার্থ রক্ষায় বাহিনীর ভূমিকা দিন দিন আরও সুদৃঢ় হচ্ছে।
মঙ্গলবার বাহিনীর সামগ্রিক সক্ষমতা পর্যালোচনা, অবকাঠামো ও প্রশাসনিক চাহিদা নিরূপণ এবং পার্বত্য অঞ্চলে কর্মরত সদস্যদের মনোবল বৃদ্ধির জন্য পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ইউনিট ও ক্যাম্প পরিদর্শন করেছেন মহাপরিচালক।
সফরের অংশ হিসেবে তিনি খাগড়াছড়ির চেঙ্গী আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন এবং চলমান ভিডিপি মৌলিক প্রশিক্ষণের ৪র্থ ধাপের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। সেখানে আনসার ও ভিডিপির মহাপরিচালক বাহিনীর চলমান সংস্কার, আধুনিকায়ন ও সদস্যদের সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি সম্পর্কে বক্তব্য দেন। এর আগে বান্দরবানের জামতলী আনসার ব্যাটালিয়নে হিল আনসার ও হিল ভিডিপি সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন বাহিনী প্রধান।
এ সময় তিনি পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত আনসার সদস্যদের সমতলে রেখে আসা পরিবারের সদস্যদের সম্প্রতি প্রবর্তিত স্বাস্থ্যসেবা-বিষয়ক সুবিধাদি সম্পর্কে খোঁজখবর নেন। মহাপরিচালক বাহিনীর সদস্যদের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে ‘সুখী’ অ্যাপের মাধ্যমে ডিজিটাল স্বাস্থ্যসেবা কার্যক্রমের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন।
প্রথম পর্যায়ে বাহিনীর সব স্তরের স্থায়ী কর্মকর্তা, কর্মচারী ও ব্যাটালিয়ন সদস্যদের জন্য এই সেবা চালু করা হয়েছে। পরবর্তী ধাপে সাধারণ আনসার সদস্য ও ইউনিয়ন পর্যায়ের ভিডিপি সদস্যদের জন্য চালু করা হবে। যেন বাহিনীর কোনো সদস্য ও তাদের পরিবার স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আনস র র সদস য আনস র ও
এছাড়াও পড়ুন:
চরাঞ্চলের মানুষের স্বার্থ রক্ষা করে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু নির্বাচনের দাবি
কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষের ভোটাধিকারের নিশ্চয়তা ও নির্বাচনের প্রচার–প্রচারণায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা। নির্বাচনে পেশিশক্তির ব্যবহার বন্ধ করে ভোটারদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে দ্রুত গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের দাবিও জানিয়েছেন তাঁরা।
আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) কুড়িগ্রামে ‘অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু জাতীয় নির্বাচন নিশ্চিতকরণে নাগরিক সমাজের প্রত্যাশা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ দাবিগুলো উঠে আসে। বক্তারা আগামী জাতীয় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে সংসদীয় আসনে নারী আসন বৃদ্ধি, যুব প্রতিনিধিত্ব বাড়ানো, সংখ্যালঘু ও প্রান্তিক মানুষের স্বার্থ রক্ষার সুপারিশ করেন।
কুড়িগ্রাম জেলা সদরের উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে বেলা ১১টা থেকে জেলা পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় একশনএইডের নেতৃত্বে সুশীল প্রকল্পের অধীনে বেসরকারি উন্নয়ন সংগঠন ‘উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)’ এ বৈঠকের আয়োজন করে। এ আয়োজনের প্রচার সহযোগী হিসেবে রয়েছে প্রথম আলো।
বিএনপির ৩১ দফায় নারীর ক্ষমতায়ন ও নারীর মর্যাদার কথা বলা আছে উল্লেখ করে কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান বৈঠকে বলেন, ‘আগামী নির্বাচনে আমাদের দল নারীদের জন্য সংরক্ষিত আসনের পাশাপাশি দলীয় মনোনয়নে নারীদের জন্য সুযোগ রাখবে। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে চরাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠী, সংখ্যালঘু ও যুবসমাজের প্রতিনিধি আরও বাড়ানো হবে।’
‘অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু জাতীয় নির্বাচন নিশ্চিতকরণে নাগরিক সমাজের প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। আজ মঙ্গলবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে