ফরিদপুর ও রাজবাড়ী জেলার শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো দুর্নীতিবিরোধী রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বুধবার দিনব্যাপী এই অনুষ্ঠানের বিভিন্ন পর্বে সর্বক্ষেত্রে দুর্নীতিকে না বলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে বিকেলে প্রতিযোগিতার বিভিন্ন পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। সেখানে দুদক সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উপ-পরিচালক রতন কুমার দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সুলতান মাহমুদ হীরক।

দুদক ফরিদপুর ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানমালায় দুর্নীতি বিরোধী বিভিন্ন বিষয়কে প্রতিপাদ্য করে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী ও ফরিদপুর দলের মধ্যে অনুষ্ঠিত বিতর্কে বিজয়ী হন ফরিদপুর জেলা দল। সেরা বক্তা নির্বাচিত হন ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সারিয়া সপ্তর্ষি। নয় রাউন্ড বিতর্কে পর্যায়ক্রমে মডারেটরের দায়িত্ব পালন করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাসানউজ্জামান, ফরিদপুর ডিবেট ফোরামের তাহসিনা রহমান দিনা ও মেহজাবিন হাসান দিবা।

দুর্নীতিবিরোধী রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ফরিদপুরের সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের তাসমিয়া বিনতে জামান। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হন ফরিদপুরের ঈশান ইনস্টিটিউশনের শিক্ষার্থী নুসরাত জাহান।

বিকেলে আলোচনা ও সমাপনী পর্বে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা তার বক্তব্যে বলেন, দুর্নীতি হচ্ছে মাদকের মত, এক বার এতে অভ্যস্ত হলে সারা জীবনই এটার প্রতি আসক্তি থেকে যায়।

তিনি প্রশ্ন রেখে বলেন, ছোট কর্মচারীরা না হয় বেতন কম পান তাই ঘুষ খান, কিন্তু বড় বড় রাঘব বোয়ালরা যে দুর্নীতি করছে, অর্থ-পাচার করছে, তার কারণ কী? তাদের তো কোনো অভাব নেই। এ জন্য পরিবার থেকে শিক্ষা দিতে হবে যাতে সততা ও নিষ্ঠার সঙ্গে আমাদের সন্তানরা বেড়ে উঠতে পারে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব তর ক অন ষ ঠ

এছাড়াও পড়ুন:

সিডনিতে তিন তারকার হলো দেখা

দূর প্রবাসের ব্যস্ত জীবনে হঠাৎ দেশের চেনা মুখের দেখা মিলে গেলে সেটি কেবল একটি সাধারণ সাক্ষাৎ থাকে না। বরং হয়ে ওঠে দেশের স্মৃতি টেনে আনা এক মুহূর্ত, হয়ে ওঠে একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। এমনই এক দৃশ্যের অবতারণা হলো গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনির এডমন্ডসন পার্ক মলে।

বাংলাদেশের তিন অঙ্গনের তিন পরিচিত মুখ—ক্রিকেটার ইমরুল কায়েস, গায়ক তাহসান খান ও অভিনেতা মাজনুন মিজান সেখানে হঠাৎ একত্র হলেন। ব্যস্ত নগরের ভিড়ে এই তিন তারকার দেখা হয়ে গেল এক ‘অপ্রত্যাশিত’ আড্ডায়।

তিন ভুবনের তারকারা
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সম্প্রতি পরিবার নিয়ে সিডনিতে স্থায়ী হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান এখন নতুন করে জীবনের আরেক অধ্যায় শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। অভিনেতা মাজনুন মিজানও অনেক দিন ধরেই পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন।

ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা দেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নাট্যাঙ্গনের পরিচিত মুখ হলেও সিডনিতে তিনি অনেকটা পর্দার আড়ালেই থাকেন, তবু প্রবাসী বাঙালিদের কাছে তিনি প্রিয়জন।
অন্যদিকে গায়ক ও অভিনেতা তাহসান খান ছিলেন সফররত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি। ব্রিসবেন ও অ্যাডিলেডে সফল শো শেষে সিডনির কনসার্টেও হাজারো দর্শকের মন জয় করেছেন। এরপর সামনে রয়েছে মেলবোর্ন ও পার্থে তাঁর পরিবেশনা। সিডনিতে সফল কনসার্টের রেশ এখনো কাটেনি, এরই মধ্যে ঘটে গেল এই মিলন।

সিডনিতে গাইছেন তাহসান

সম্পর্কিত নিবন্ধ