ট্রেনের টিকিট কালোবাজারি চলছেই, ৮ স্টেশনে দুদকের অভিযান
Published: 28th, May 2025 GMT
আসন্ন ঈদে ট্রেনযাত্রায় টিকিট বিক্রিতে কালোবাজারি ও হয়রানির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়সহ অন্যান্য সমন্বিত জেলা কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম একযোগে দেশের আটটি রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়েছে। অভিযানে অনিয়ম ও দুর্নীতির তথ্য পেয়েছে সংস্থাটি। টিকিট বিক্রির প্রক্রিয়াগত কাজে নানা গলদ পাওয়া গেছে। বুধবার কমিশনের এনফোর্স ইউনিটের তত্ত্বাবধানে অভিযানগুলো পরিচালনা করা হয়।
রেলওয়ের সঙ্গে চুক্তি অনুযায়ী, বেসরকারি প্রতিষ্ঠান অনলাইন প্ল্যাটফর্ম সহজ ডট কমসহ একাধিক প্রতিষ্ঠান টিকিট বিক্রি করছে। এবারের ঈদযাত্রা সামনে রেখে দুদক সহজ ডট কমের প্রধান কার্যালয়েও অভিযান পরিচালনা করেছে। দুদকের জনসংযোগ বিভাগের প্রধান মো.
কমলাপুরে রেল স্টেশনে অভিযান: রাজধানীর কমলাপুর রেল স্টেশনে যাত্রীসেবা প্রদানে হয়রানি এবং ট্রেনের টিকিট কালোবাজারিসহ নানা অনিয়ম ও দুর্নীতির প্রেক্ষিতে বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে অভিযান পরিচালনা করা হয়। স্টেশনে অবস্থানরত যাত্রী ও অন্যান্যদের জন্য প্রয়োজনীয় বিশ্রামাগারের অপ্রতুলতা, অপরিচ্ছন্নতা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনায় ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হয়। স্টেশনে অবস্থানরত ও যাত্রীদের জন্য খাবার পানি সরবরাহের কলগুলো বন্ধ পাওয়া যায়। ঢাকা রেলওয়ে স্টেশনে ইজারা পদ্ধতিতে পাবলিক টয়লেট স্থাপন করা হয়েছে যেখানে অতিরিক্ত মূল্য প্রদান করতে হয় বলে যাত্রীরা অভিযোগ করেন। বনলতা এক্সপ্রেসের যাত্রীসেবা ও অন্যান্য সুবিধা পর্যবেক্ষণে দেখা যায় যে, ট্রেনে প্রয়োজনীয় সংখ্যক অ্যাটেনন্ডেটের অনুপস্থিতি রয়েছে এবং বরাদ্দ করা টয়লেট টিস্যু ও সাবান দেওয়া হয়নি। রেলওয়ে ডিজেল ওয়ার্কশপে বাজারমূল্যের থেকে অতিরিক্ত মূল্যে বিভিন্ন যন্ত্রাংশ কেনার প্রাথমিক সত্যতা পাওয়া যায়।
রাজশাহীতে অনলাইনে বিক্রিত টিকিট কালোবাজারে পাওয়া যাচ্ছে: রাজশাহী রেলওয়ে স্টেশনে যাত্রীদের সেবা প্রদানে হয়রানি এবং টিকিট কালোবাজারিসহ নানা অনিয়ম-দুর্নীতির তথ্য মিলেছে। টিমের সদস্যরা পরিচয় গোপন করে গ্রাহক সেজে রাজশাহী রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার, দায়িত্বরত আরএনবি’র সদস্য, আশেপাশের দোকান এবং বিভিন্ন ব্যক্তির সঙ্গে টিকিট পাওয়া নিয়ে কথা বলে। প্রাথমিক পর্যালোচনায় ঈদযাত্রায় সম্পূর্ণ অনলাইনে বিক্রিত টিকিট কালোবাজারে পাওয়া যাচ্ছে বলে টিম তথ্য-প্রমাণ পায়।
সিলেট: সিলেট রেলওয়ে স্টেশনে যাত্রীসেবা, টিকিট ব্যবস্থাপনা ও অবকাঠামোগত কার্যক্রমে নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য মিলেছে। আন্তঃনগর ট্রেনের যাত্রীসেবার জন্য নির্ধারিত ১৮ প্রকার সামগ্রীর মধ্যে শুধুমাত্র এসি বগিতে সীমিত পরিসরে সাবান ও টিস্যু সরবরাহ করা হয়। এসব সামগ্রীর নামে মাসে প্রায় ৭০ লাখ টাকা ভুয়া বিল-ভাউচার তৈরি করে আত্মসাৎ করা হচ্ছে। অনবোর্ড যাত্রীসেবার জন্য আউটসোর্সিং প্রতিষ্ঠান ‘প্রগতি এন্টারপ্রাইজ’ এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত অ্যাটেনন্ডেন্টদের নির্ধারিত ১৬ হাজার টাকা বেতন না দিয়ে বরং তাদের কাছ থেকে মাসে কয়েক হাজার টাকা আদায় করা হচ্ছে। স্টেশনের পুরাতন প্লাটফর্ম ভেঙে পাওয়া সাড়ে তিন টন রড এক লাখ সতের হাজার টাকায় বিক্রি করে সরকারি তহবিলে জমা না দিয়ে আত্মসাৎ করা হয়েছে।
রংপুর: রংপুর রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনার সময় এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে রেলওয়ে স্টেশনের আশপাশে অবস্থান নিয়ে কার্যক্রম পর্যবেক্ষণ করে। অভিযানে স্টেশন এলাকায় অপরিষ্কার-অপরিচ্ছন্নতাসহ চারটি ওয়েটিং রুমের মধ্যে তিনটি ওয়েটিং রুম তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। ওয়েটিং রুম খুলে রাখার ব্যবস্থা, বাথরুমসহ পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নতির জন্য স্টেশন মাস্টারকে নির্দেশনা দেওয়া হয়েছে।
চট্টগ্রাম: চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযানের সময় এনফোর্সমেন্ট টিমের সদস্যরা ছদ্মবেশে টিকিট সংগ্রহের চেষ্টা করলে অতিরিক্ত মূল্য দিয়ে টিকিট বিক্রির সত্যতা পায়। প্রাথমিক পর্যালোচনায় দেখা যায়, স্টেশনে দায়িত্বরত আরএনবির সদস্যরা বুকিং সহকারীদের সঙ্গে যোগসাজস করে টিকিট কালোবাজারির কাজগুলো করে। এছাড়া টিম কর্তৃক ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের বগিগুলো সরেজমিন পরিদর্শন করা হয়। পরিদর্শনে অতিরিক্ত টাকা আদায় করে যাত্রীদের টিকিট ছাড়াই বগিতে অবস্থান করার সুযোগ দেওয়াসহ নানাবিধ অনিয়মের সত্যতা পাওয়া যায়।
ময়মনসিংহ: ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে যাত্রীদের সেবা প্রদানে হয়রানি এবং ট্রেনের টিকিট কালোবাজারিসহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহ থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ময়মনসিংহ রেল স্টেশনে ছদ্মবেশে পর্যবেক্ষণ করা হয়। রেলওয়ে বুকিং সহকারী দু’জনের কাছে বিধিবহির্ভূতভাবে টিকিট পাওয়া যায়, যাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া বেসরকারিভাবে পরিচালিত কমিউটার ট্রেনে টিকেটে অতিরিক্ত টাকা আদায় করা হয় বলে যাত্রীদের কাছ থেকে তথ্য পায় দুদক টিম। স্টেশনে আগত যাত্রীদের জন্য প্রথম শ্রেণির বিশ্রামাগার এবং স্টেশন অপরিচ্ছন্ন থাকার বিষয়টি টিমের নজরে আসে।
এছাড়া একই অভিযোগে দিনাজপুরের পার্বতীপুর ও জামালপুর সদর রেল স্টেশনে অভিযান পরিচালনা করে অনিয়নের সত্যতা পাওয়া যায়। অভিযানে সংগৃহীত নথিপত্রের আলোকে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য দুদক টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ঈদয ত র অভ য ন র সদস য অবস থ ন এনফ র স ব যবস থ র জন য সহ ন ন হয়র ন র লওয়
এছাড়াও পড়ুন:
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা, ভারী বর্ষণের আশঙ্কা
দেশের উপকূলীয় এলাকায় সক্রিয় রয়েছে স্থানীয় মৌসুমী বায়ু। এর প্রভাবে চার সমুদ্রবন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে, মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আজ ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
বৃহস্পতিবার ও শুক্রবার ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুরে অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামে অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। সারা দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এই দিন থেকে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আগামী পাঁচ দিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সতর্ক থাকার পরামর্শ দিয়েছে, বিশেষ করে নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের। একইসঙ্গে সম্ভাব্য জলাবদ্ধতা ও কৃষিক্ষেত্রে ক্ষতির বিষয়ে নজর রাখতে বলা হয়েছে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে খুলনায় ৭৫ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল নরসিংদীতে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকা/ইভা