রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে টানা তৃতীয় দিনের মতো চিকিৎসাসেবা বন্ধ রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সঙ্গে চিকিৎসক ও কর্মচারীদের সংঘর্ষের জেরে গত বুধবার থেকে এ অচলাবস্থা শুরু হয়। গতকাল শুক্রবার ছুটির দিনেও জরুরি বিভাগসহ ওয়ার্ডে ভর্তি রোগীদের স্বাভাবিক চিকিৎসা মেলেনি। কবে নাগাদ এ সংকটের অবসান হবে, তা কেউই বলতে পারছেন না।
গতকাল হাসপাতালজুড়ে ছিল নীরবতা। চিকিৎসক-নার্স ছাড়া পরিবেশে দিশেহারা রোগীদের ছিল হাহাকার। হাসপাতালটির একাধিক কর্মকর্তা বলেছেন, সংঘর্ষের পরপরই অনেক রোগী হাসপাতাল ছেড়ে যান। কেউ কেউ চিকিৎসার মাঝপথে আটকে পড়ায় রয়ে গেছেন। তাদেরই একজন জুলাই গণঅভ্যুত্থানে আহত কোরবান হোসাইন। ছয় মাস ধরে এই হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তাঁর ডান চোখ ইতোমধ্যে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। গত বুধবারের সংঘর্ষে বাঁ চোখ জখম হয়।

তিনি বলেন, ডান চোখের পর এখন বাঁ চোখও ঝুঁকিতে। তিন দিন ধরে হাসপাতাল থেকে কোনো ওষুধ, খাবার বা চিকিৎসা পাচ্ছি না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, আমাদের চিকিৎসা আর হবে না। আমাদের থাকার কারণেই নাকি ডাক্তার-কর্মচারীরা সিন্ডিকেট চালাতে পারছেন না। তাই তারা আমাদের সরাতে চান।

কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী গাউসুল আজম এক চোখ হারিয়েছেন জুলাই আন্দোলনে। বৃহস্পতিবার চিকিৎসা নিতে কুষ্টিয়া থেকে ঢাকায় এসে দেখেন হাসপাতাল কার্যত বন্ধ। বেসরকারি হাসপাতালে অনেক খরচ। চক্ষু হাসপাতাল ছাড়া কোথাও যাওয়া সম্ভব নয়। 
নারায়ণগঞ্জের কাউসার আহাম্মেদ কয়েকদিন আগে এখানে চোখের অপারেশন করিয়েছেন। মঙ্গলবার ফের চিকিৎসকের পরামর্শে ভর্তি হলেও বুধবার থেকে সেবা বন্ধ। তিন দিন ধরে চিকিৎসা পাচ্ছেন না। চোখের অবস্থা খারাপের দিকে যাচ্ছে বলেও জানান তিনি।

হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে, শুক্রবার পর্যন্ত ৫৫ জন জুলাই যোদ্ধা ছিলেন। এ ছাড়া হাসপাতালে অন্য কারও প্রবেশের পরিবেশও নেই।
চিকিৎসক, স্টাফ ও জুলাই যোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত তারা কয়েক ভাগে বিভক্ত। কেউ চায় আরেকটু সন্তুষ্টির জন্য তাদের ইউরোপ বা আমেরিকায় পাঠানো হোক। আবার কেউ বলে, যা হারানোর তা তো হারিয়েছি, সরকার আমাদের কিছু করে দিক। কর্ম-ব্যবসা বা ঘরবাড়ি, একেকজনের একেকটা প্রয়োজন– সেগুলো করে দিলেই হয়।

অচলাবস্থা কাটাতে শুক্রবার হাসপাতালের কয়েকজন সচিব, হাসপাতাল প্রতিনিধি, ছাত্র প্রতিনিধিসহ বৈঠক হলেও সিদ্ধান্তে আসতে পারেননি তারা। হাসপাতালটির চিকিৎসাধীন জুলাই যোদ্ধা রোহান আহমেদ বলেন, আমি হাসপাতালেই আছি। সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ আছে। আমাদের খাবার ও ওষুধ বাইরে থেকে নিয়ে আসা হচ্ছে। দুপুরে চিকিৎসা চালুর বিষয়ে বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত আসেনি। গত বুধবারও আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক হয়। বৈঠকে বেশ কয়েকজন উপদেষ্টাসহ এনসিপির নেতা নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ ও আবু বকর উপস্থিত ছিলেন। বৈঠকে আহত ৮-১০ জন জুলাই যোদ্ধাকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট থেকে অন্যত্র স্থানান্তর করার বিষয়ে তারা সম্মত হয়েছেন।
হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা.

জানে আলম বলেন, হাসপাতাল এখন বন্ধ। কোনো চিকিৎসক ও কর্মচারী প্রবেশ করতে পারছেন না। রোগীদের অবস্থান বা চিকিৎসা কবে শুরু হবে, সে সম্পর্কেও কিছু জানা নেই। 

হাসপাতালে অবস্থানরত পুলিশ সদস্যরা জানান, বুধবারের সংঘর্ষের পর থেকে আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। তবে পরিস্থিতি অনিশ্চিত থাকায় তারা দায়িত্ব পালন করছেন। সহকারী আনসার কমান্ডার অমৃত বালা জানান, কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, বলা যাচ্ছে না। 
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক মঈনুল আহসান সমকালকে বলেন, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা কার্যক্রম কবে চালু হবে, এ বিষয়ে এখন কিছুই বলা যাবে না। পরিস্থিতি এখনও স্বাভাবিক মনে হচ্ছে না।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান বলেন, হাসপাতালে যে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা স্বাভাবিক করার সিদ্ধান্ত হয়েছে। এটা কীভাবে চালু করা যায়, চেষ্টা হচ্ছে। আহতদের বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়া এবং পুনর্বাসনের দাবির বিষয়টি আমাদের কাছে স্পষ্ট। আমরা চেষ্টা করছি, যাদের বিদেশ যাওয়া প্রয়োজন, যাবে। এ জন্য একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে। পুনর্বাসন তাদের ‘কমন’ দাবি। কিন্তু একেকজনের একেকভাবে পুনর্বাসন করতে হবে, কাজটা সহজ নয়। আমরা চেষ্টা করছি।
গত ২৫ মে জুলাই গণঅভ্যুত্থানে আহত চার রোগী বিষপান করলে প্রথম উত্তেজনার সূত্রপাত। বুধবার হাসপাতালে ভর্তি আন্দোলনকারী, কর্মচারী এবং রোগীদের সঙ্গে থাকা স্বজনদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। 

উৎস: Samakal

কীওয়ার্ড: পর স থ ত চ ক ৎসক স ঘর ষ আম দ র

এছাড়াও পড়ুন:

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান ১ বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের নিচ তলায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়েরে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন করেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ ও জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন বিষয় চিত্রকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলায় সন্তোষ প্রকাশ করেন এবং নির্ধারিত পুরস্কারের সংখ্যা আরো বাড়িয়ে দিতে সংশ্লিষ্ট কমিটিকে আহ্বান জানান।

আরো পড়ুন:

শিক্ষার্থী সাজিদ স্মরণে ইবিতে ব্যতিক্রমী আয়োজন

জকসুর রোডম্যাপ ও সম্পূরক বৃত্তি দাবি শিক্ষার্থীদের

জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। চারটি বিভাগে প্লে গ্রুপ হতে দশম শ্রেণি পর্যন্ত অন্তত ২০০ শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

ক বিভাগে প্লে গ্রুপ থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত ‘সবার আগে বাংলাদেশ’ বিষয়ে; খ বিভাগে তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ‘শিশুর চেতনায় জুলাই বিপ্লব’ বিষয়ে; গ বিভাগে ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ‘ফিরে দেখা ৩৬ জুলাই’ বিষয়ে এবং ঘ বিভাগে নবম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ‘সমতল থেকে পাহাড়, স্বাধীনতা সবার’ বিষয়ে অঙ্কন করতে দেওয়া হয়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলাকালে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও জুলাই গণঅভ্যুত্থান উদ্যাপন কমিটির সদস্য সচিব মো. অলি উল্লাহ, চারুকলা বিভাগের সহাকরী অধ্যাপক দিদারুল হোসাইন লিমন, চারুকলা বিভাগের সহাকারী অধ্যাপক রাশেদুর রহমান প্রমুখ।

এই প্রতিযোগিতার বিজয়ীদের আগামী ৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান’ মঞ্চে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে।

ঢাকা/মুজিবুর/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • ‘বিচার প্রক্রিয়া ও সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে হবে’
  • তিতুমীর কলেজে জুলাই গণঅভ্যুত্থানের ডকুমেন্টারি প্রদর্শনী
  • হতাহতের ছবি-ভিডিও সরাতে ও ছড়িয়ে পড়া বন্ধে পদক্ষেপ চেয়ে রিট, আদেশ ৩ আগস্ট
  • ৯ ঘণ্টা ধরে শাহবাগ অবরোধ, জনভোগান্তি চরমে
  • জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ 
  • হাসিনাকে ১০ বার ফাঁসিতে ঝোলালেও তার অপরাধ কমবে না: নাহিদ 
  • জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
  • নরসিংদীতে আজ এনসিপির পদযাত্রা 
  • পাবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে প্রজেক্ট শো
  • নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পথে নেমেছি: নাহিদ ইসলাম