শিবপুরে অপহরণের শিকার সাইফুল ইসলাম নামে এক কলেজছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে শিবপুর থানার পুলিশ। এর আগে শুক্রবার রাতে শিবপুর উপজেলার খড়িয়া এলাকা থেকে শিক্ষার্থীকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করা হয়।
অপহরণের শিকার সাইফুল ইসলাম রায়পুরা উপজেলার মাহমুদাবাদ এলাকার বাইতুল মুকাদ্দাসের ছেলে।
গ্রেপ্তার তিনজন হলেন– পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের বাড়ারচর এলাকার ইফতিয়ার, চরনগরদি এলাকার সিজান এবং শিবপুর উপজেলার খড়িয়া গ্রামের নাঈম।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ফেসবুকে টিউশনির বিজ্ঞাপন দিয়ে অপহরণ করে আসছিল একটি চক্র। প্রথমে চক্রটি বিভিন্ন পেজের মাধ্যমে টিচার প্রয়োজন বিজ্ঞাপন দিত।
বিজ্ঞাপন দেখে কেউ আগ্রহ প্রকাশ করলে তাঁকে ডেকে নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার বিকেলে এলএলবি প্রথম বর্ষের ছাত্র সাইফুল ইসলামকে টিউশনির কথা বলে শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের বন্যার বাজার যেতে বলে চক্রটি। পরে সেখানে গেলে ইফতিয়ার, সিজার ও নাঈম মিলে তাঁকে শিবপুরের গোবিন্দি ও খড়িয়ার মধ্যবর্তী নির্জন খালপারে নিয়ে আটকে রেখে মারধর করে এবং তাঁর কাছ থেকে টাকা কেড়ে নেয়। এক পর্যায়ে সাইফুলের ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে তাঁর বাবা-ভাইয়ের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে সাইফুলের বাবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বিস্তারিত জানান। সাইফুলকে উদ্ধারে অভিযানে নামে পুলিশ। স্থানীয় লোকজনের সহায়তায় শিবপুর উপজেলার খড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করাসহ অপহরণকারী তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় আসামিদের কাছ থেকে একটি ছুরি ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
এ ঘটনায় সাইফুলের মা শিবপুর থানায় একটি মামলা করেছেন। থানার ওসি আফজাল হোসাইন বলেন, শুক্রবার রাতে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে অপহরণের শিকার সাইফুলকে উদ্ধারে নামেন তারা। পরে রাতেই তাঁকে উদ্ধার এবং অপহরণকারী তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: অপহরণ গ র প ত র কর
এছাড়াও পড়ুন:
সাতক্ষীরায় ৮ দিনেও খোঁজ মেলেনি অপহৃত কিশোরীর
সাতক্ষীরার আশাশুনি থেকে আট দিন আগে অপহরণ হওয়া এক কিশোরীর খোঁজ এখনো মেলেনি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও মেয়েটিকে খুঁজে বের করতে পারেনি পুলিশ। মেয়েকে জীবিত ফেরত পেতে ব্যাকুল হয়ে আছে পরিবার।
বৃহস্পতিবার (৩০ আগস্ট) বিকেলে অপহৃতের বাবা বিষয়টি গণমাধ্যমকে জানান।
আরো পড়ুন:
আইজিপির সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধি দলের সাক্ষাৎ
নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার
মেয়েটির বাবার করা অভিযোগ সূত্রে জানা গেছে, তার ১৫ বছর বয়সী মেয়েকে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দেন আশাশুনির খড়িয়াটী গ্রামের পীর আলী সরদারের ছেলে গোলাম কিবরিয়া। প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২২ অক্টোবর মাদারাসায় যাওয়ার পথে গোলাম কিবরিয়া তার সহযোগীদের সহায়তায় মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে মেয়ের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। অভিযুক্তরা তাকে অজ্ঞাত স্থানে আটকে রেখেছে। এ ঘটনায় আশাশুনি থানায় জিডি করেন মেয়েটির বাবা, যার নং ১৩১২, তাং- ২৭/১০/২৫।
এ বিষয়ে জানতে অভিযুক্ত গোলাম কিবরিয়ার মোবাইলে কল করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন বলেন, “মেয়েটির পরিবার সাধারণ ডায়েরি করেছে। মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে। আশা করছি, খুব দ্রুত সময়ের মধ্যে তাকে উদ্ধার করতে পারব।”
ঢাকা/শাহীন/মাসুদ