সাবেক সংসদ সদস্য ইকবাল ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
Published: 1st, June 2025 GMT
গাজীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন ও তাঁর স্ত্রী নিগার সুলতানার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
এ ছাড়া সোনালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির আটজনের ১৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো.
দুদকের পক্ষ থেকে আদালতকে লিখিতভাবে বলা হয়, ইকবাল হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে সংস্থাটি। ইকবাল ও তাঁর স্ত্রী বিদেশে পালিয়ে যেতে পারেন বলে দুদক জানতে পেরেছে। এ জন্য তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চায় দুদক।
শুনানি নিয়ে আদালত উল্লিখিত দুজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।
সোনালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির আটজনের বিষয়ে দুদকের পক্ষ থেকে আদালতকে লিখিতভাবে বলা হয়, অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে কোম্পানির ১৮৭ কোটি ৮৪ লাখ ১৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এই প্রেক্ষাপটে দুদকের আবেদনের শুনানি নিয়ে সোনালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির আটজনের নামে থাকা ১৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। এ ছাড়া তাঁদের নামে থাকা ১১টি বিও হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইকব ল
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫