রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা মোটরবাইকে বাসের ধাক্কায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক উবার চালক গুরুতর জখম হয়েছেন। 

নিহত গৃহবধূর নাম মেহেরুন্নেসা রুমি (২২)। তিনি যাত্রাবাড়ীর বাসিন্দা।  

বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সকাল সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত গৃহবধূর স্বামী মুসা কলিমুল্লা বলেন, ‘‘আমার স্ত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিল। আমার আরো একটি কন্যা সন্তান রয়েছে। আজ সকালে স্ত্রীকে বাইকে নিয়ে আদ-দ্বীন হাসপাতালে যাচ্ছিলাম। পথে যাত্রাবাড়ী ফ্লাইওভার টোল প্লাজায় দাঁড়িয়ে থাকলে পেছন থেকে মঞ্জিল পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে আমার স্ত্রী পরে গিয়ে গুরুতর আহত হন। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও প্রাণে বাঁচাতে পারিনি।’’

এ ঘটনায় রোকনুদ্দিন আহম্মেদ রানা (৪৫) নামে এক উবার চালকও আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসাধীন রয়েছেন। 

ঢামেক পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, ‘‘ময়নাতদন্তের জন্য ওই গৃহবধূর মরদেহ ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। যাত্রাবাড়ী থানার পুলিশ বাসটি আটক করেছে। চালক পালিয়ে গেছে।’’

ঢাকা/বুলবুল//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গ হবধ

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ