চট্টগ্রামের বাঁশখালীতে মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁর নাম প্রবীর চৌধুরী (৪৭)। তিনি উপজেলার চাম্বল ইউনিয়নের বাসিন্দা এবং পেশায় পল্লিচিকিৎসক। গতকাল সোমবার রাতে চাম্বল ইউনিয়নের বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সূত্রে জানা গেছে, গতকাল সোমবার ফেসবুকে ওই পোস্ট দেন প্রবীর চৌধুরী। এরপর বিষয়টি স্থানীয় বাসিন্দাদের চোখে পড়লে তাঁরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। রাতে চাম্বল ইউনিয়নের বাংলাবাজার এলাকায় বিক্ষোভ করেন তাঁরা। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদুল আলম, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করেন। পরে রাতে প্রবীর চৌধুরীকে আটক করে পুলিশ।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে বলেন, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে প্রবীর চৌধুরী নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন’।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রব র চ ধ র

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ