রাজধানীর মিরপুর ১১ নম্বরের মিল্লাত ক্যাম্প এলাকা থেকে আজ মঙ্গলবার সকালে রকিবুল হাসান ওরফে পেপার সামি (২৫) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

মাদক বেচাকেনা নিয়ে বিরোধের জের ধরে রকিবুলকে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে। মাদকের মামলায় জেল খেটে সম্প্রতি তিনি জামিনে বের হয়েছিলেন।

পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান প্রথম আলোকে বলেন, রকিবুল পরিবারের সঙ্গে মিরপুর ১২ নম্বর সেকশনের একটি বিহারি ক্যাম্পে থাকতেন। সম্প্রতি তিনি ঢাকা ছেড়ে একা সাভারে থাকছিলেন। গতকাল রাতে প্রতিপক্ষের লোকেরা গাড়ি পাঠিয়ে কৌশলে তাঁকে সাভার থেকে ঢাকায় আনেন। পরে সুযোগ বুঝে তাঁকে গলা কেটে লাশ মিরপুর ১১ নম্বরের মিল্লাত ক্যাম্পের পাশে ফেলে রাখে। খবর পেয়ে আজ সকাল সাড়ে সাতটার দিকে পল্লবী থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

পুলিশ কর্মকর্তা মাকছুদের রহমান বলেন, হত্যাকারীদের শনাক্ত করেছে পুলিশ। এখন তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহত রকিবুল মাদক কারবারি ছিলেন। তাঁর বিরুদ্ধে পল্লবী থানায় একাধিক মামলা রয়েছে। মাদকের মামলায় গ্রেপ্তার হয়ে তিনি জেল খেটে সম্প্রতি জামিনে বের হন। আর হত্যাকারীরাও মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদক ও সন্ত্রাসের অভিযোগে পল্লবী থানায় একাধিক মামলা রয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: রক ব ল

এছাড়াও পড়ুন:

গাছ বোঝাই টমটমের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গাছ বোঝাই টমটমের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রিজভী আহমেদ (২৪) নামে একজন ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলের অপর আরোহী তার চাচাতো ভাই সপ্তম শ্রেণির ছাত্র অনিক।

সোমবার (২৩ জুন) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার পুলেরঘাট-হোসেন্দি সড়কের নারান্দি বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিজভী আহমেদ উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আউলিয়াপাড়া গ্রামের মুকুল মিয়ার ছেলে। তিনি পাকুন্দিয়া বাজারে কাপড়ের ব্যবসা করতেন। গুরুতর আহত অনিক পাটুভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। তার বাবার নাম ইদ্রিস আলী।

পরিবার ও স্থানীয়রা জানায়, রিজভী সন্ধ্যার পর তার চাচাতোভাই অনিককে নিয়ে মোটরসাইকেলে পুলেরঘাট থেকে বাড়িতে যাচ্ছিলেন। নারান্দি বাজারের কাছে গাছ বোঝাই টমটমের ধাক্কায় মোটরসাইকেলটি ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক রিজভীকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত অনিককে উন্নত চিকিৎসার জন্য বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াৎ হোসেন বলেন, ‘‘টমটমটিকে আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’ 

ঢাকা/রুমন/টিপু 

সম্পর্কিত নিবন্ধ