দৃশ্যটা ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে। বল নিয়ে দ্রুতগতিতে সিঙ্গাপুরের বক্সে ঢুকে পড়েন ফয়সাল আহমেদ ফাহিম। বলে শট নেওয়ার আগমুহূর্তে তাঁকে বাজেভাবে ট্যাকল করেন সিঙ্গাপুরের ইরফান নাজফিব। পেনাল্টির জোরালো আবেদন করে টিম বাংলাদেশ। কিন্তু ফিলিপিন্সের রেফারি ক্লিফোর্ড দেপুয়েত সে আবেদনে কান তোলেননি। রেফারির এমন সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশের ডাগআউট থেকে শুরু করে দর্শকরা। ক্ষুব্ধ দর্শকরা একসময় মাঠে পানির বোতল নিক্ষেপ করতে থাকেন।
ম্যাচের পর রেফারিং নিয়ে অসন্তোষ জানান বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা, ‘ফাহিমের ওই ফাউলটা আমি দেখিনি। তবে আমার কাছে মনে হয় এটা পরিষ্কার পেনাল্টি ছিল। ওই সময়ে আমরা যেভাবে খেলছিলাম, পুরোদমে আক্রমণ করছিলাম, আমি যদি ভুল না বলে থাকি, ২-২ হতে পারত ওই সিদ্ধান্ত পক্ষে এলে। সেটা কেন দেয়নি, তা রেফারিই ভালো বলতে পারেন। আমি মনে করি, তারা (দর্শক) হতাশ ছিল রেফারির বিরুদ্ধে। দলের প্রতি তারা হতাশ ছিল না। আপনারা ম্যাচের পরফরম্যান্স দেখেন, তাহলে আমি মনে করি, ২-২ ড্র হতো ন্যায্য ফল। সবার প্রত্যাশা ছিল অনেক বেশি; কিন্তু সেটা হয়নি।’
সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ যে দুই গোল হজম করেছে, তাতে কিছুটা ভুল ছিল গোলরক্ষক মিতুল মারমার। ‘কঠিন ফল পেলাম, এটা হতেই পারে, তবে নিশ্চিতভাবেই এ ফল প্রত্যাশা করিনি আমরা। আমরা যেভাবে চেয়েছিলাম, ম্যাচও সেভাবেই শুরু হয়েছিল। খুবই প্রাণশক্তিতে ভরপুর হয়ে, উপরে প্রেসিং করে খেলছিলাম। এরপর আমরা কিছু ভুল করলাম। যে গোলটা আমরা হজম করলাম, সেটা এড়াতে পারতাম। দ্বিতীয়ার্ধেও গোল খেলাম। তবে আমি মনে করি, দ্বিতীয়ার্ধের খেলায় আমাদের গর্বিত হওয়া উচিত। আমরা সাহসী ছিলাম। সুযোগ তৈরি করেছিলাম।’
ম্যাচের শেষের দিকে দেখা গেছে ফুটবলারদের শরীর চলে না। এই বিষয়টিও সামনে এনেছেন বাংলাদেশ কোচ, ‘এনার্জি কমে যাওয়ার কারণ আমার মনে হয়, আমরা চাপের সঙ্গে মানিয়ে নিতে পারিনি। কিছু সময় সিঙ্গাপুর আমাদের ওপর যথেষ্ট আধিপত্য করেছে। আমরা তাদের মতো মানসম্পন্ন দলের বিপক্ষে সবসময় একইভাবে মানিয়ে নিয়ে খেলতে পারিনি। দ্বিতীয়ার্ধে আপনারাও দেখেছেন আমরা আরও বেশি জমাট ছিলাম, ঘুরে দাঁড়ানো গোলও পেলাম, কিন্তু সমতায় ফিরতে পারলাম না।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: হ য ভ য় র ক য বর র
এছাড়াও পড়ুন:
সংরক্ষিত নারী আসনসংখ্যা বৃদ্ধি ও সরাসরি নির্বাচনের দাবি মহিলা পরিষদের
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনসংখ্যা বৃদ্ধি ও সরাসরি নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। আজ বুধবার বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমে প্রচারিত সংবাদে দেখা যাচ্ছে, ১৪ জুলাই থেকে এখন পর্যন্ত সংসদে নারী আসনের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় সব রাজনৈতিক দল ঐকমত্যে আসতে পারেনি। বাংলাদেশ মহিলা পরিষদ এ বিষয়ে বিস্ময় প্রকাশ করছে। আরও বিস্ময়ের সঙ্গে লক্ষ করা যাচ্ছে, সংসদে নারী আসন বিষয়ে ঐকমত্য কমিশনের এই আলোচনায় রাজনৈতিক দলের নারী প্রতিনিধিত্ব, অন্তর্বর্তীকালীন সরকারের নারী কমিশনের প্রতিনিধিত্ব এবং দেশের নারী সংগঠনের প্রতিনিধিত্ব অনুপস্থিত।
বিবৃতিতে আরও বলা হয়, এর আগে ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যানের বক্তব্যে দেখা গিয়েছিল, অধিকাংশ রাজনৈতিক দল সংসদে ১০০টি সংরক্ষিত নারী আসনের পক্ষে একমত হয়েছে, যদিও নির্বাচনপদ্ধতি নিয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি।
বাংলাদেশ মহিলা পরিষদ মনে করে, জাতীয় সংসদে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত কমপক্ষে এক-তৃতীয়াংশ নারী সদস্যের উপস্থিতি নারী সমাজের স্বার্থ ও মানবাধিকার রক্ষায় ভূমিকা রাখবে এবং জনগণের কাছে তাঁদের দায়বদ্ধতা তৈরি করবে। অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের বিধান থাকায় বেশির ভাগ ক্ষেত্রে যথাযথ নারী প্রতিনিধিত্ব হয় না। সাধারণত নারী আসনে মনোনীত হয়ে যাঁরা সংসদে গেছেন, তাঁরা যথাযথ ভূমিকা পালন করতে পারেননি।
বিবৃতিতে ছয়টি দাবি তুলে ধরে বলা হয়, জাতীয় সংসদের সাধারণ আসনে নারী-পুরুষ উভয়ই নির্বাচন করতে পারবেন। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন থাকবে। সংরক্ষিত নারী আসনসংখ্যা ন্যূনতম এক-তৃতীয়াংশে উন্নীত করতে হবে। সংরক্ষিত নারী আসনে মনোনয়নের প্রথা বাতিল করতে হবে। একটি সুনির্দিষ্ট নির্বাচনী এলাকা থেকে সংরক্ষিত নারী আসনে জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এই ব্যবস্থা দুই থেকে তিন মেয়াদের জন্য থাকবে।