কলম্বিয়ার সঙ্গে ১০ জনের আর্জেন্টিনার নাটকীয় ড্র
Published: 11th, June 2025 GMT
একটি অপ্রত্যাশিত রঙ বদলের ম্যাচ। রিভার প্লেটের ঘরের মাঠে যখন আর্জেন্টিনার ভাগ্য ক্রমেই পিছলে যাচ্ছিল, তখন দৃশ্যপট বদলে দেন থিয়াগো আলমাদা। তার অনবদ্য গোলেই রক্ষা পায় স্কালোনির দল। কলম্বিয়ার সঙ্গে রুদ্ধশ্বাস লড়াইয়ে ম্যাচ শেষ হয় ১-১ সমতায়।
বাংলাদেশ সময় বুধবার ভোরে হওয়া এই লড়াই শুরুতেই রোমাঞ্চ ছড়ায়। চতুর্থ মিনিটেই লিওনেল মেসির পায়ের জাদুতে প্রথমবার কাঁপে কলম্বিয়ার রক্ষণভাগ। কিন্তু গোলের দেখা মেলেনি। এরপর হুয়ান লুকুমি, দিয়াস, মাচাদো; একের পর এক আক্রমণ যেন বারুদে আগুন লাগানোর মতোই ম্যাচকে উষ্ণ করে তোলে।
কলম্বিয়া প্রথমে স্কোরবোর্ডে নাম লেখায়। মাঝমাঠে বল পেয়ে রকেট গতিতে ডানায় ভেসে ওঠেন লুইস দিয়াস। আর্জেন্টিনার তিন ডিফেন্ডারকে কাটিয়ে তার নেওয়া নিখুঁত শটে হতবাক মার্তিনেজ, এগিয়ে যায় কলম্বিয়া।
আরো পড়ুন:
প্রাণান্তকর চেষ্টার পরও হারলো বাংলাদেশ
মেসির ছায়ায় নয়, এখন আর্জেন্টিনার ফুটবল দল পুরোপুরি স্বনির্ভর
তবে আর্জেন্টিনাও থেমে থাকেনি। একাধিকবার জোরালো আক্রমণে শত্রুশিবিরে হানা দেয় তারা। প্রথমার্ধেই আলভারেস ও গনসালেস বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও ফলাফল পাল্টাতে পারেননি। যোগ করা সময়ে মেসির ফ্রি-কিকে গোলের সম্ভাবনা জাগলেও তা রূপ নেয় হতাশায়।
দ্বিতীয়ার্ধে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও দুর্ভাগ্য ঘিরে ধরে আর্জেন্টিনাকে। ৭১ মিনিটে একটি বিতর্কিত ফাউলের ঘটনায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এনজো ফার্নান্দেজ। তখনই বোঝা যাচ্ছিল, ১০ জনের দল নিয়ে সমতা ফেরানো কঠিন চ্যালেঞ্জ।
কিন্তু ফুটবল এমনই এক খেলা, যেখানে মুহূর্ত বদলাতে পারে পুরো চিত্র। ৮০ মিনিটে আর্জেন্টিনার আক্রমণে বাম দিক থেকে বল নিয়ে ঢুকে পড়েন তরুণ থিয়াগো আলমাদা। রক্ষণচেরা ড্রিবল শেষে নেয়া তার নিখুঁত শট কলম্বিয়ার জাল কাঁপায়। মুহূর্তেই উত্তাল হয়ে ওঠে গ্যালারি।
শেষদিকে রিওসের হেড পোস্টের ওপর দিয়ে গেলে জয়ের স্বপ্ন ভেস্তে যায় কলম্বিয়ার। বাকি সময়ে দু’দলই আক্রমণ চালালেও আর গোলের দেখা মেলেনি।
এই ড্রয়ের ফলে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার পয়েন্ট দাঁড়ালো ৩৫, শীর্ষস্থান ধরে রাখল তারা। আর কলম্বিয়া ২২ পয়েন্ট নিয়ে অবস্থান করছে ছয় নম্বরে।
ঢাকা/আমিনুল/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল আর জ ন ট ন র কলম ব য় র
এছাড়াও পড়ুন:
জকসুতে এআই ব্যবহারে থাকবে শিথিলতা, তবে অপব্যবহার করা যাবে না: নির্বাচন কমিশন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহারে শিথিলতা থাকবে। তবে এর অপব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য জুলফিকার মাহমুদ।
রোববার উপাচার্যের সভাকক্ষে রাজনৈতিক ও সক্রিয় সংগঠনের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত জকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫-এর আচরণবিধিবিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ছাত্রশক্তির আহ্বায়ক ফয়সাল মুরাদের এক দাবির জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে ফয়সাল মুরাদ বলেন, ‘নির্বাচনী আচরণবিধির ৭–এর ঘ ধারায় বলা হয়েছে, নির্বাচনী প্রচারণায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করা যাবে না। আমরা যারা ছোট সংগঠন, আমাদের তহবিল সীমিত। আমরা নির্বাচনী প্রচারের জন্য এআই ব্যবহার করে দু-এক মিনিটের ভিডিও বানিয়ে প্রচার কার্যক্রম চালাতে চাই। আমাদের দাবি, এ বিষয়ে নির্বাচন কমিশন যেন শিথিল নীতি গ্রহণ করে।’
মুরাদ আরও বলেন, বিগত চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে কিছু ত্রুটি লক্ষ করা গেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনকে স্বচ্ছ, সুষ্ঠু ও বিতর্কমুক্ত রাখার জন্য যতগুলো ভোটকক্ষ থাকবে, সব কটি সিসিটিভি ফুটেজের আওতায় রাখতে হবে। সবার জন্য সেই সিসিটিভি ফুটেজ উন্মুক্ত রাখতে হবে। ভোট গ্রহণকে স্বচ্ছ রাখার জন্য ভোটকক্ষের ভেতরে জাতীয় গণমাধ্যমকে সরাসরি সম্প্রচার করার অনুমতি দেওয়ার কথা বলেন তিনি।
দাবির পরিপ্রেক্ষিতে জকসুর নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ বলেন, ‘এআই ব্যবহার করে বিভিন্নজনের চরিত্র হনন করা হয়, অপপ্রচার চালানো হয়। সেদিক থেকে চিন্তা করে এআই ব্যবহার নিষিদ্ধ রেখেছিলাম। তোমাদের দাবির পরিপ্রেক্ষিতে এআই ব্যবহারে শিথিলতা থাকবে প্রচার–প্রসারে, তবে অপব্যবহার করা যাবে না। আর সরাসরি সম্প্রচারের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে আলোচনা করে।’
প্রধান নির্বাচন কমিশনার মোস্তফা হাসানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য রেজাউল করিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫–এর নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল সংগঠন ও রাজনৈতিক সংগঠনের নেতারা।