যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার গুরুত্বপূর্ণ শহর লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি করা হয়েছে। শহরটির মেয়র কারেন ব্যাস কারফিউ জারির এই ঘোষণা দিয়েছেন।
মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর অভিযানের প্রতিবাদে লস অ্যাঞ্জেলেসে চলমান বিক্ষোভের মধ্যে শহরের কেন্দ্রীয় একটি অংশে কারফিউ ঘোষণা করেন মেয়র কারেন ব্যাস।
বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
বিস্তারিত আসছে.
উৎস: Samakal
কীওয়ার্ড: য ক তর ষ ট র
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে সজল হত্যা, ২ দিনের রিমান্ডে আইভী
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় সিদ্ধিরগঞ্জে সজল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একইসাথে ফতুল্লার একটি হত্যা চেষ্টা মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর নির্দেশ দিয়েছেন বিচারক।
বুধবার (১৮ জুন) সকালে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঈনুদ্দিন কাদিরের আদালত দুটি মামলার শুনানি শেষে এ আদেশ দেন। গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে ভার্চুয়াল মাধ্যমে আদালতের শুনানিতে অংশ নেন ডা. সেলিনা হায়াৎ আইভী।
আদালত সূত্রে জানা যায়, সজল হত্যা মামলায় তদন্তের স্বার্থে আইভীর সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এসময় আইভীর আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পরে ফতুল্লা থানার সাঈদ হত্যাচেষ্টা মামলায় পুলিশ আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করলে আদালত তা অনুমোদন করেন।
এ বিষয়ে আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম খান বলেন, দুটি মামলার শুনানি শেষে বিচারক যথাক্রমে রিমান্ড ও শ্যোন অ্যারেস্টের আদেশ দিয়েছেন।
অপরদিকে আইভীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, দুটি মামলার এজাহারে আইভীর কোনো সরাসরি সম্পৃক্ততার বর্ণনা নেই। শুধু হয়রানি ও রাজনৈতিক প্রতিপক্ষের শত্রুতার কারণেই তাকে এই মামলায় জড়ানো হয়েছে। রিমান্ড মঞ্জুর ও জামিন নামঞ্জুর হওয়ায় আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি।
উল্লেখ্য, গত ৯ মে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগের নিজ বাসা থেকে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে আদালতের নির্দেশে তাকে কাশিমপুর মহিলা কারাগারে পাঠানো হয়।
তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে মোট ছয়টি মামলা রয়েছে।