বল টেম্পারিংয়ের অভিযোগ থেকে মুক্তি মিলল অশ্বিনের
Published: 17th, June 2025 GMT
তামিলনাড়ু প্রিমিয়ার লিগে (টিএনপিএল) বল টেম্পারিংয়ের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন ভারতের অভিজ্ঞ অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তাঁর নেতৃত্বাধীন দল দিন্দিগুল ড্রাগনসের বিরুদ্ধে মাদুরাই প্যান্থার্স যে অভিযোগ তুলেছিল, তা ফ্র্যাঞ্চাইজি দলটি প্রমাণ করতে পারেনি।
১৪ জুন সালেমে দুই দলের ম্যাচ শেষে মাদুরাই কোচ শিজিত চন্দ্রন অভিযোগ করেন, রাসায়নিক ব্যবহার করা তোয়ালে দিয়ে অশ্বিনের দল বলের অবস্থা ইচ্ছাকৃতভাবে খারাপ করেছিল। তাঁর দাবি, ‘পাওয়ার প্লের পর ব্যাটসম্যানদের শট মারার শব্দ ছিল এমন, যেন তারা পাথর মারছে। বল স্বাভাবিক ছিল না।’
তবে এ অভিযোগ খতিয়ে দেখে টিএনপিএল সিইও প্রসন্ন কানন স্পষ্ট জানিয়েছেন, এমন কোনো প্রমাণ মেলেনি। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘ম্যাচে ব্যবহার হওয়া তোয়ালেগুলো টিএনসিএ কর্তৃক দেওয়া হয়েছিল, দুই দলের জন্যই ছিল। আম্পায়ার ও ম্যাচ রেফারি বলের অবস্থা পুরো ম্যাচজুড়ে পর্যবেক্ষণে রেখেছিলেন। খেলার সময় কোনো অভিযোগ ওঠেনি। কোনো প্রমাণও দিতে পারেননি। অভিযোগগুলো অনুমানভিত্তিক।’
অশ্বিনের দল দারুণ ছন্দে আছে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫