আটঘাট বেঁধে কনটেন্ট নির্মাণে নামেননি ছোঁয়া। ২০২১ সালে বন্ধুদের স্টার্টআপ বা উদ্ভাবনী ব্যবসায়িক উদ্যোগে সাহায্য করতে মডেল হন। তিনি বলেন, ‘উপার্জনের সুযোগ আছে জেনে পরে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ফুড ব্র্যান্ডগুলোর সঙ্গে যুক্ত হই। প্রথম দিকে রিল ভিডিও করতাম। সব সময় কাজের মধ্যে থাকতে চেয়েছি। তাই স্টুডেন্ট অবস্থায় কাজ করাটা ভালো লাগত সব সময়। আমার জন্য এটা ছিল নতুন অভিজ্ঞতা। নতুন অনেক কিছু শিখেছি।’
কনটেন্ট নির্মাণপরিকল্পনাসহ দৃশ্যধারণ, সম্পাদনা—সবকিছুই নিজেকে সামলাতে হতো। এই অভিজ্ঞতা তাঁকে সৃষ্টিশীল হতে পথ দেখিয়েছে বলে জানান ছোঁয়া।
প্রথম নাটকে অভিনয়ের সুযোগটাও আসে কাকতালীয়ভাবে। সিনেমা হলে গিয়ে নাট্যপরিচালকের নজরে পড়ে যান। ছোঁয়া বলেন, ‘সিনেমা হলে ফানি কনটেন্ট ক্রিয়েট করতে গিয়েছিলাম। সেখান একটি নাটকের শুটিং চলছিল। পরিচালক একটি দৃশ্যে অভিনয়ের প্রস্তাব দেন। অভিনয় নিয়ে কোনো পরিকল্পনাই তখন আমার ছিল না।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: কনট ন ট
এছাড়াও পড়ুন:
কেশবপুরে থানায় ঢুকে হুমকি, জামায়াতের পেশাজীবী সংগঠনের নেতা গ্রেপ্তার
যশোরের কেশবপুরে থানায় অনাধিকার প্রবেশ, সরকারি কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগে জামায়াতের সহযোগী সংগঠন পেশাজীবী পরিষদের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সকালে যশোর শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আইনজীবী অজিয়ার রহমান কেশবপুর উপজেলা পেশজীবী পরিষদের সভাপতি। তিনি ছাত্রশিবিরের যশোর জেলা পূর্ব শাখার সাবেক সভাপতি। কেশবপুর পৌর জামায়াতের আমির জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গত রোববার কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) মকলেসুর রহমান বাদী হয়ে থানায় অজিয়ার রহমানের বিরুদ্ধে একটি মামলা করেন। ওই মামলায় আজ সকালে তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
এসআই মকলেসুর রহমান বলেন, অজিয়ার রহমানের চাচাতো ভাই শহিদুল ইসলামের বিরুদ্ধে একজন বাদী হয়ে একটি মামলা করেছিলেন। ওই মামলায় তাঁকে (শহিদুল) কেন আসামি করা হয়েছে, তা নিয়ে ক্ষুব্ধ ছিলেন অজিয়ার। থানায় অনধিকার প্রবেশ, হুমকি ও সরকারি কাজে বাধা দেওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে থানায় ঢুকে পুলিশকে হুমকি দেওয়ার একটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, অজিয়ার রহমান ওই পুলিশ কর্মকর্তাকে আওয়ামী লীগের দোসর বলে ধমকাচ্ছেন। এ সময় তিনি বলেন, ‘আওয়ামী লীগের লোক হিসেবে ওই চেয়ারে বসে আপনি কর্মকাণ্ড চালাচ্ছেন।’ তখন ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমি কেন রাজনীতি করব?’
এ বিষয়ে কেশবপুর পৌর জামাতের আমির জাকির হোসেন বলেন, থানায় ঢুকে হুমকি দেওয়ার ঘটনাটি তাঁর (অজিয়ার রহমান) ভুলই হয়েছে।