করোনায় যশোরে আরেকজনের মৃত্যু, সারাদেশে ২৮ জন শনাক্ত
Published: 19th, June 2025 GMT
করোনাভাইরাসে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত যশোরে একজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে। আর স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে আরও ২৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েত জানান, আইসিইউতে চিকিৎসাধীন ইউসুফ হোসেন (৪২) বুধবার রাত ১২টার দিকে মারা যান। মৃত্যুর দুই ঘণ্টা আগে তার করোনা শনাক্ত হয়। কিডনিজনিত ও হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ভর্তি হয়েছিলেন। তার বাড়ি মনিরামপুর উপজেলার মাহমুদকাঠি গ্রামে। এর আগে বুধবার ভোরে একই হাসপাতালে আরেক রোগীর মৃত্যু হয়েছিল।
এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। তবে এই হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা.
অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তর বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৩৮৩ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তে হার ৭.৩১ শতাংশ। নতুন শনাক্ত রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ১১ জন, চট্টগ্রাম বিভাগে ৬ জন, কুমিল্লায় ৫ জন, রাজশাহী বিভাগে ২ জন, কক্সবাজার, খুলনা, মেহেরপুর ও সাতক্ষীরায় একজন করে রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে করোনা শনাক্ত হয়েছে ৩৮৭ জনের। এ সময়ে মারা গেছেন ৭ জন। এর মধ্যে পাঁচজন নারী ও দু’জন পুরুষ। ঢাকায় চিকিৎসাধীন মারা গেছেন পাঁচজন। এ ছাড়া চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় একজন করে মারা গেছেন।
এ ছাড়া র্যা পিড অ্যান্টিজেন কিট সংকটের কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষা বন্ধ হয়ে গেছে। আজ দুপুর ১টার দিকে কিট শেষ হয়ে গেলে পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়। এরপর বিভিন্ন উপসর্গ নিয়ে আসা রোগীদের আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
এ বিষয়ে খুলনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম গাজী বলেন, ১৬৮টি কিট আছে। ২-৩ দিনের মধ্যে এই কিট ফুরিয়ে যাবে। দ্রুত কিট না পেলে পরীক্ষা বন্ধ হয়ে যাবে।
(প্রতিবেদনে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন স্থানীয় প্রতিনিধিরা)
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আপনার এত সাহস হয় কী করে, সাংবাদিককে নায়িকা
ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী লক্ষ্মী মাঞ্চু। তার পরবর্তী সিনেমা ‘ঢাকসা’। এ সিনেমার মুক্তি উপলক্ষে নানা ধরনের প্রস্তুতি নিচ্ছেন ৪৭ বছরের এই অভিনেত্রী। কয়েক দিন আগে গ্রেট অন্ধ্রকে সাক্ষাৎকার দেন লক্ষ্মী। এ আলাপচারিতার পোশাক নিয়ে প্রশ্ন করায় লক্ষ্মী বলেন— “আপনার এত সাহস হয় কী করে!”
মুম্বাইয়ে যাওয়ার ফলে কি আপনার পোশাকের স্টাইলে কোনো প্রভাব পড়েছে? এ প্রশ্নের জবাবে লক্ষ্মী বলেন, “আমি আমেরিকাতে থেকেছি। সেখান থেকে হায়দরাবাদে, এখন মুম্বাইয়ে আছি। আমি কঠোর পরিশ্রম করেছি নিজেকে এইভাবে উপস্থাপন করার জন্য। এই পরিশ্রম আমাকে আত্মবিশ্বাসী করেছে, যা আমাকে আমার মতো পোশাক পরতে উৎসাহ দেয়।”
এরপর সাংবাদিক সরাসরি লক্ষ্মীর পোশাক নিয়ে প্রশ্ন করেন, জবাবে এই অভিনেত্রী বলেন, “আপনি কি একজন পুরুষকে একই প্রশ্ন করতেন? আপনার এত সাহস হয় কী করে! আপনি কি মহেশ বাবুকে বলতেন—‘আপনার তো এখন ৫০ বছর বয়স, তাহলে আপনি কেন জামা খুলে ছবি তুলছেন?’ তাহলে একজন নারীকে কেন এই প্রশ্ন? মানুষ আপনার এই প্রশ্ন থেকে কী শিখবে? একজন সাংবাদিক হিসেবে আপনার দায়িত্বশীল হওয়া উচিত।”
পরে সাংবাদিক স্বীকার করেন যে, এই ধরনের প্রশ্ন একজন অভিনেতাকে করতেন না। প্রশ্নটি করার কারণ ব্যাখ্যা করে সাংবাদিক জানান, তার পোশাক নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের চর্চা চলছে, যার কারণে এই প্রশ্ন সামনে নিয়ে আসা।
লক্ষ্মী মাঞ্চুর অন্য পরিচয় তিনি তেলেগু সিনেমার বরেণ্য অভিনেতা মোহন বাবুর কন্যা। ৫০ বছরের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন মোহন বাবু। ব্যক্তিগত জীবনে বিদ্যা দেবীর সঙ্গে ঘর বাঁধেন তিনি। এ সংসারে রয়েছে কন্যা লক্ষ্মী ও পুত্র বিষ্ণু মাঞ্চু। তারা দুজনেই অভিনয়শিল্পী।
তথ্যসূত্র: দ্য ফ্রি প্রেস জার্নাল
ঢাকা/শান্ত