চট্টগ্রামের চান্দগাঁও থানায় একটি চাঁদাবাজির মামলার আসামি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তবে মামলার বাদী থানায় এসে জানিয়ে দেন, তিনি ওই ব্যক্তিকে চেনেন না। এরপর তাঁকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে। পুলিশ সূত্রে জানা য়ায়  গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে চান্দগাঁও থানা কমিটির সেক্রেটারি মোহাম্মদ হাবিবুর রহমান মুঠোফোন হারিয়ে যাওয়ার বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে থানায় এলে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর নামে চাঁদাবাজির একটি মামলা এজাহারে ছিল।

এ খবর ছড়িয়ে পড়লে রাতেই ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা থানায় জড়ো হন। আজ সকাল থেকে সংগঠনের সহযোগী সংগঠন যুব আন্দোলন ও শ্রমিক আন্দোলনের নেতা-কর্মীরাও থানার সামনে অবস্থান নেন। একপর্যায়ে মামলার বাদী মো.

শিপন থানায় এসে বলেন, তিনি হাবিবুর রহমানকে চেনেন না। এরপর বেলা আড়াইটার দিকে হাবিবুরকে তাঁর জিম্মায় ছেড়ে দেয় পুলিশ।

চান্দগাঁও থানার ওই মামলায় বাদী গত বুধবার ১৭ জনের নাম উল্লেখ করে এজাহার দায়ের করেন। তাতে হাবিবুর রহমানের নাম ছিল ৫ নম্বরে।

চট্টগ্রাম মহানগর পুলিশের পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার মো. আরিফ হোসেন বলেন, ‘যে ভিডিওর ভিত্তিতে মামলা করা হয়েছে, সেখানে হাবিবুর রহমানের চেহারা দেখা যায়নি। বাদীও থানায় এসে বলেছে, সে হাবিবকে চেনে না। এ কারণে তাঁকে বাদীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।’

আজ দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, চান্দগাঁও থানার মূল ভবনের বাইরে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা। তাঁরা হাবিবুর রহমানকে আদালতে পাঠানোর বিরোধিতা করেন। তাঁদের দাবি, উপযুক্ত প্রমাণ ছাড়াই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় কেউ থানায় প্রবেশ করতে চাইলে পুলিশ সদস্যরা বাধা দেন। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও পরে আসতে বলা হয়। তখন কয়েকজন নেতা থানার ভেতরে ওসির কক্ষে অবস্থান করছিলেন।

বাইরে অবস্থানরত নেতা-কর্মীদের কয়েকজন বলেন, গত এপ্রিলে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে ইসলামী আন্দোলনের নেতারা সমাবেশ করেন। এরপর চাঁদাবাজির ঘটনা বন্ধ হয়। এতে ক্ষিপ্ত হয়ে ‘চাঁদাবাজির সঙ্গে জড়িত একটি পক্ষ’ হাবিবুর রহমানকে জড়িয়ে মামলা করে। তাঁদের দাবি, মামলার বাদী পক্ষই চাঁদাবাজির সঙ্গে জড়িত।

বেলা ১টার দিকে মামলার বাদী ও দুই সাক্ষী থানায় আসেন। সাংবাদিকেরা কথা বলার চেষ্টা করলেও তাঁরা কোনো মন্তব্য করেননি।

চান্দগাঁও থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা কাজী মনিরুল করিম বলেন, ‘মামলায় হাবিবুর রহমানের নাম ছিল। তবে বাদী থানায় এসে জানিয়েছেন, তিনি তাঁকে চেনেন না। তাই বাদীর জিম্মায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।’

মামলার বিষয়ে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের মধ্যে হাবিবুর রহমান ছাড়া বাকি পাঁচজনকে আজ আদালতে পাঠানো হয়েছে। তাঁরা হলেন মো. নয়ন (৩৫), মো. লোকমান (২৮), মো. ফয়সাল হোসেন (৩২), মো. শাহীন (২১) ও সনজিত নাথ (৪৯)। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বিকেল ৫টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে হাবিবুর রহমানকে ছেড়ে দেওয়ার বিষয়ে ওসির সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

এ ঘটনায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রামের সম্পাদক ও আইনজীবী আখতার কবীর চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, ‘যদি কেউ নিরপরাধ হয়, তা প্রমাণ হওয়ার জায়গা আদালত। থানা ঘেরাও করে কাউকে ছাড়িয়ে নেওয়া মোটেই গ্রহণযোগ্য নয়। এটি একটি ভুল দৃষ্টান্ত হয়ে থাকবে। এতে অন্য মামলার আসামিরাও সুযোগ নিতে পারে।’

আখতার কবীর বলেন, ‘আইন অনুযায়ী গ্রেপ্তারের পর কাউকে থানা থেকে ছাড়া হলে এর পেছনে যৌক্তিক কারণ থাকতে হয়, যেমন গুরুতর অসুস্থতা বা আদালতের নির্দেশ। একজনকে ছেড়ে দিলে বাকি পাঁচজনকে কেন আদালতে পাঠানো হলো, সেটি প্রশ্নবিদ্ধ। একই সঙ্গে ভুল এজাহার দেওয়ার জন্য বাদীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হ ব ব র রহম ন গ র প ত র কর থ ন য় এস অবস থ ন ইসল ম

এছাড়াও পড়ুন:

ট্রেন থেকে পড়ে ৮ দিন ধরে হাসপাতালে ছেলে, ফেসবুকে ছবি দেখে ছুটে এলেন মা

প্রতিদিনের মতো কাজ শেষে গতকাল সোমবার বাসায় ফিরছিলেন নাজমা বেগম। ঢাকার টঙ্গী এলাকায় থাকেন তিনি। পরিচিত এক ব্যক্তি তাঁকে হঠাৎ ফোন করে জানান, তাঁর নিখোঁজ ছেলের সন্ধান পাওয়া গেছে। দ্রুত ওই ব্যক্তির সঙ্গে দেখা করেন নাজমা। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিও দেখান নাজমাকে। সে ভিডিওতে দেখতে পান, তাঁর ১০ দিন ধরে নিখোঁজ ছেলে আবদুল্লাহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।

ছেলের খোঁজ পেয়ে আজ মঙ্গলবার সকালে ঢাকা থেকে চট্টগ্রামে ছুটে আসেন তিনি। রেলস্টেশন থেকে সরাসরি চলে আসেন চমেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে। এখানেই ৮ দিন ধরে ভর্তি আবদুল্লাহ।

হাসপাতাল সূত্রে জানা যায়, ৮ সেপ্টেম্বর আহত অবস্থায় আবদুল্লাহকে হাসপাতালে আনা হয়। সে সময় তার নাম-ঠিকানা কিছুই জানা যায়নি। অজ্ঞাতপরিচয় হিসেবেই হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডে নেওয়া হয় তাকে। পরদিন তার অস্ত্রোপচার হয়। গত শনিবার আবদুল্লাহর জ্ঞান ফেরে। এরপর নিজের ও বাবা-মায়ের নাম আর বাসার ঠিকানা জানায় সে।

চিকিৎসকেরা সেই সূত্রে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানাভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করেন। ফেসবুকে আবদুল্লাহর ছবি দিয়ে খোঁজ চাওয়া হয় বাবা-মায়ের। সেই ছবি পরিচিতদের মাধ্যমে দেখেন নাজমা বেগম। এরপর ছুটে আসেন চট্টগ্রামে। হাসপাতালে এসেই নার্সদের সহায়তায় যান নিউরোসার্জারি বিভাগে। সেখানে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ)চিকিৎসাধীন আবদুল্লাহকে দেখেন।

আজ বিকেলে হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডের সামনে কথা হয় আবদুল্লাহর মা নাজমা বেগমের সঙ্গে। সকালেই চট্টগ্রাম পৌঁছেছেন তিনি। জানালেন, তিন ছেলেমেয়ের মধ্যে ১০ বছর বয়সী আবদুল্লাহ সবার বড়। ছোট মেয়ের বয়স পাঁচ ও আরেক ছেলের বয়স দুই। আবদুল্লাহ সুস্থ আছে জেনে স্বস্তি পেলেও দুশ্চিন্তায় আছেন তিনি। কারণ, এটিই প্রথমবার নয়, এর আগেও কয়েকবার ঘর থেকে কিছু না বলে বেরিয়ে যায় সে।

নাজমা বেগম বলেন, প্রায়ই আবদুল্লাহ ঘর থেকে বেরিয়ে যায়। এদিক–সেদিক চলে যায়। পরে আবার ফিরে আসে। এর আগেও ঢাকার আশপাশে এদিক-সেদিক চলে গিয়েছিল সে। ৬ সেপ্টেম্বর সে ভাত খাওয়া থেকে উঠে হঠাৎ চলে যায়। সে ফিরে আসবে এই আশায় থানায় যাননি। কিন্তু ১০ দিন হয়ে যাওয়ায় এদিক–সেদিক খোঁজাখুঁজি শুরু করেন। ঢাকায় বিভিন্ন স্টেশনে ছেলের খোঁজে গেছেন বলে জানান নাজমা।

চমেক হাসপাতালে চিকিৎসকেরা আবদুল্লাহর বরাত দিয়ে জানান, বাসা থেকে বেরিয়ে সে কক্সবাজার যাচ্ছিল। পথে চট্টগ্রামে ট্রেন থামলে সে ট্রেন থেকে পড়ে যায়। চিকিৎসার পর এখন সুস্থ হয়ে উঠছে সে।

চিকিৎসকেরা জানান, আবদুল্লাহকে যখন আনা হয় তার মাথায় গুরুতর আঘাত ছিল। তার মাথার এক পাশের হাড় ভেঙে গিয়েছিল। ট্রেন থেকে পড়ার কারণে মাথায় আঘাত লাগে। হাড়ের কিছু অংশ মস্তিষ্কের ভেতরে গেঁথে যায়। অস্ত্রোপচারও সফল হয়েছে। তবে জ্ঞান না ফেরায় তার পরিচয় জানা যায়নি। জ্ঞান ফেরার পর তার তথ্য নিয়ে ফেসবুকে পোস্ট করা হয়।

শুরু থেকে আবদুল্লাহর অস্ত্রোপচার ও চিকিৎসা করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোসার্জারি বিভাগে সহকারী অধ্যাপক মু. ইসমাইল হোসেন। তিনি বলেন, ‘তার হাড় ভেঙে মস্তিষ্কের ভেতরে চলে গিয়েছিল। অস্ত্রোপচারের পর স্বাভাবিকভাবে সেটি জোড়া দেওয়া হয়েছে। এখন সে পুরোপুরি সুস্থ। তাকে আমরা আজ-কালের মধ্যে ডিসচার্জ করে দেব। শিশুকে পরিবারের কাছে বুঝিয়ে দিতে পেরে আমরাও আনন্দিত।’

সম্পর্কিত নিবন্ধ

  • নবীর ব্যাটে শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জিং টার্গেট দিল আফগানিস্তান
  • সত্যি কি ‘মণিহার’ বন্ধ হচ্ছে
  • চট্টগ্রাম চেম্বারে ‘পরিবারতন্ত্র’ পুনর্বহালের অভিযোগ
  • পাকিস্তানি খেলোয়াড়ের থ্রো লাগল আম্পায়ারের মাথায়, এরপর যা হলো
  • ফের রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার 
  • আমার স্বামীর উপরে কু-নজর পড়েছে: অঙ্কিতা
  • সম্পদ বৃদ্ধি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প
  • ‘আমি থানার ওসি, আপনার মোবাইল হ্যাকড হয়েছে’
  • কালিয়াকৈরে এক মাসে ২০ ডাকাত গ্রেপ্তার 
  • ট্রেন থেকে পড়ে ৮ দিন ধরে হাসপাতালে ছেলে, ফেসবুকে ছবি দেখে ছুটে এলেন মা