ইরানে আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় কিশোর নিহত

ইরানের কোমে একটি আবাসিক ভবনে আজ শনিবার ভোরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। 

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, হামলায় ১৬ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে এবং আরো দুজন আহত হয়েছে। আহতদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হামলার লক্ষ্য তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। খবর আল জাজিরার।

আরো পড়ুন:

এক্সপ্লেইনার: ইরানে হামলার ‘ইসরায়েলি বাহানা’ আন্তর্জাতিক আইনে ‘অবৈধ’

যুক্তরাষ্ট্র-জার্মানি ১৪ বিমান ভরে সামরিক সরঞ্জাম দিয়েছে ইসরায়েলকে

ইরানের স্থানীয় গণমাধ্যম সূত্র এবং ইসরায়েলি কর্মকর্তাদের মতে, গত এক ঘণ্টায় ইসরায়েল ইরান জুড়ে আরো বেশ কয়েকটি হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে:

ইসরায়েল মধ্য ইরানে ক্ষেপণাস্ত্র সংরক্ষণ ও উৎক্ষেপণ অবকাঠামোর ওপর হামলার দাবি করেছে।

ইসফাহান ও তেহরান প্রদেশে আকাশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

নাজাফাবাদ শহরের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে, অন্যদিকে তেহরানের কাছে মালার্ড শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র ইসর য় ল ইসর য় ল

এছাড়াও পড়ুন:

ডমিনেজ স্টিলের নরসিংদীর কারখানা বন্ধ

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি ডমিনেজ স্টিল অ্যান্ড বিল্ডিং সিস্টেমস লিমিটেডের নরসিংদীর কারখানা বন্ধ পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

গত মঙ্গলবার (৪ নভেম্বর) ডিএসইর একটি পরদির্শক দল সরেজমিনে পরিদর্শনে কারখানা বন্ধ পায়। তবে সাভারের কারখানাটি চালু আছে।

বুধবার (৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সাধারণত নিয়মিতভাবে কোম্পানি সম্পর্কিত তথ্য প্রকাশ করছে না বা স্টক এক্সচেঞ্জের সঙ্গে যোগাযোগ নেই- এমন কারণে কোম্পানি পরিদর্শন করে থাকে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। এরই ধরাবাহিকতায় গত ৪ নভেম্বর ডমিনেজ স্টিল অ্যান্ড বিল্ডিং সিস্টেমস লিমিটেডের নরসিংদীর কারখানা পরিদর্শনে যায় ডিএসইর একটি প্রতিনিধিদল। তবে পরিদর্শনে গিয়ে ডিএসইর প্রতিনিধি দল কারখানাটি বন্ধ পায়।

২০২০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ডমিনেজ স্টিলের পরিশোধিত মূলধনের পরিমাণ ১০২ কোটি ৬০ লাখ টাকা। এরমধ্যে ৬৯.৮০ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ছাড়া) বিনিয়োগকারীদের হাতে। কোম্পানিটির মঙ্গলবার (৪ নভেম্বর) শেয়ার দর দাঁড়িয়েছে ২২.৯০ টাকায়।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ