চলতি মাসের মাঝামাঝিতে খবরটি জানিয়েছিল ব্রিটেনের বিভিন্ন সংবাদমাধ্যম। তখন থেকে সবাই মোটামুটি নিশ্চিত ছিলেন ২২ বছর বয়সী ফ্লোরিয়ান ভির্টৎস লিভারপুলে যোগ দিচ্ছেন। জার্মান অ্যাটাকিং মিডফিল্ডারকে সই করানোর খবরটি গতকাল জানিয়েছে লিভারপুল। গতকাল ক্লাবটির অনুশীলন গ্রাউন্ডে তাঁর স্বাস্থ্যপরীক্ষাও সম্পন্ন হয়েছে।

লেভারকুসেনকে থেকে ভির্টৎসকে আনতে নিজেদের ক্লাব রেকর্ড ভেঙেছে লিভারপুল। আগেই জানা গিয়েছে, মোট ১১ কোটি ৬০ লাখ পাউন্ড খরচ করে তাঁকে কিনছে তারা। এর মধ্যে শুরুতে ১০ কোটি পাউন্ড দেবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। বাকি ১ কোটি ৬০ লাখ পাউন্ড দেওয়া হবে ‘অ্যাড-অনস’ হিসেবে। অর্থাৎ কিছু শর্ত পূরণের ভিত্তিতে।

আরও পড়ুনএবার চেলসিকে ধরাশায়ী করে ইতিহাস গড়ল আরেক ব্রাজিলিয়ান ক্লাব ৩২ মিনিট আগে

লিভারপুলের ইতিহাসে এত দিন সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। ২০১৮ সালে সাউদাম্পটন থেকে তাঁকে ৭ কোটি ৫০ লাখ পাউন্ডে কিনেছিল অ্যানফিল্ডের ক্লাবটি। এই রেকর্ডটি তারা ভাঙল ভির্টৎসকে এনে। তাঁকে কিনতে শুরুতে ১০ কোটি পাউন্ড দেওয়ার মধ্য দিয়েই নিজেদের ক্লাব রেকর্ড ভেঙেছে লিভারপুল। পরে ‘অ্যাড-অনস’–এর শর্তগুলো পূরণ করতে পারলে ব্রিটিশ দলবদলের নতুন রেকর্ড গড়বেন ভির্টৎস। রেকর্ডটি আপাতত আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের দখলে। ২০২৩ সালে বেনফিকা থেকে তাঁকে ১০ কোটি ৭০ লাখ পাউন্ডে কেনে চেলসি।

লেভারকুসেনের হয়ে ১৯৭ ম্যাচে ৫৭ গোল করার পাশাপাশি ৬৫ গোল বানানো ভির্টৎস এবারের গ্রীষ্মকালীন দলবদলে লিভারপুলের দ্বিতীয় বড় সাইনিং। লেভারকুসেন থেকেই গত মাসে ভির্টৎসের বন্ধু ও জাতীয় দল সতীর্থ ডাচ রাইটব্যাক জেরেমি ফ্রিমপংকে কিনেছে লিভারপুল। দ্য অ্যাথলেটিক জানিয়েছে, ভির্টৎসের আগে আক্রমণভাগে সর্বশেষ ২০০৭ সালে ফার্নান্দো তোরেসকে কেনা নিয়ে এমন উত্তেজনায় ছিলেন সমর্থকেরা। পরে লুইস সুয়ারেজ, মোহাম্মদ সালাহরা এলেও তাঁরা লিভারপুলে এসে আলো ছড়িয়েছেন, কেউ ভির্টৎসের মতো আগেই এতটা আলোচনায় আসেননি।

আরও পড়ুনবয়স ৩০ হওয়ার আগেই শীর্ষ লিগে কোচ, তাঁর মতো আর কারা২ ঘণ্টা আগে

লিভারপুলের ওয়েবসাইটে ভির্টৎসের সইয়ের খবরটি নিশ্চিত করা হলেও কত দিনের চুক্তি, তা জানানো হয়নি। বিবিসি ও ইএসপিএন জানিয়েছে, প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে তাঁর চুক্তি পাঁচ বছরের। তাঁর জার্সি নম্বর পরে জানানো হবে।
সইয়ের পর ভির্টৎস বলেছেন, ‘প্রতিবছর আমি সবকিছু জিততে চাই। সবার আগে আমাদের নিজেদের কাজটা করতে হবে। গত মৌসুমে তারা প্রিমিয়ার লিগ জিতেছে, তাই এটা আবারও জেতা আমার লক্ষ্য এবং চ্যাম্পিয়নস লিগে যতটা সম্ভব এগিয়ে যেতে চাই। আমি সত্যিই উচ্চাভিলাষী।’

২০২০ সালের মে মাসে লেভারকুসেনের হয়ে ১৭ বছর বয়সে শীর্ষ লিগে অভিষেক ভির্টৎসের। এর ১৯ দিন পর বুন্দেসলিগার ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড গড়েন, যেটা অবশ্য পরে ভেঙেছে। বুন্দেসলিগায় অভিষেকের পর থেকে এ পর্যন্ত ৪৪টি গোল বানিয়েছেন। তাঁর অভিষেকের সময় থেকে হিসাব করলে জার্মানির শীর্ষ লিগে গোল বানানোর ভির্টৎস তৃতীয়। পার্থক্য হলো, শীর্ষ পাঁচে অন্যদের বয়স ২৯ কিংবা তার বেশি। বিবিসি জানিয়েছে, গত মৌসুমে বুন্দেসলিগায় সবচেয়ে কার্যকর ড্রিবলারও ছিলেন ভির্টৎস। ২০২৩-২৪ মৌসুমে বুন্দেসলিগার মৌসুমসেরাও হন তিনি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ল ভ রক স ন ল খ প উন ড র কর ড

এছাড়াও পড়ুন:

‘পদ্মা বাঁচাও’ গণসামবেশে ১৫ নভেম্বর, যোগ দেবেন ফখরুল

চাঁপাইনবাবগঞ্জে ‘পদ্মা বাঁচাও’ আন্দোলন শুরু করেছে বিএনপি। দলটি এরইমধ্যে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সমাবেশ করেছে। এরই ধারবাহিকতায় আগামী ১৫ নভেম্বর পদ্মা বাঁচাও অন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এ দিন নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে সমাবেশের আয়োজন করা হবে। এতে যোগ দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত পদ্মা বাঁচাও সমাবেশের প্রস্তুতি সভায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুনুর রশীদ এ তথ্য জানান। 

আরো পড়ুন:

এটাই হয়তো আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল

২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, ৩টি আসনে লড়বেন খালেদা জিয়া

হারুনুর রশীদ বলেন, ‘‘ফারাক্কা ব্যারেজের বিরূপ প্রভাবে চাঁপাইনবাবগঞ্জসহ এই অঞ্চলের নদী তীরবর্তী এলাকায় ভয়াবহ ভাঙন এবং বন্যা মৌসুমে ফসলহানি এখন নিত্যদিনের ঘটনা। এই পদ্মার ভাঙনরোধে ৩০-৪০ বছরে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর বিভিন্ন এলাকায় হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়েছে কিন্তু স্থায়ী সমাধান মেলেনি। এই পরিস্থিতিতে নদী এবং অঞ্চলকে বাঁচাতে আমরা ‘পদ্মা বাঁচাও কর্মসূচি’ আন্দোলন হাতে নিয়েছি। বর্তমানে এই কর্মসূচির সমর্থনে জনমত তৈরির কাজ করছি এবং আগামীতে গঙ্গা ব্যারেজ বাস্তবায়ন দেখতে চাই।’’  

হারুনুর রশীদ জানান, আগামী ১৫ নভেম্বর গুরুত্বপূর্ণ সমাবেশ রয়েছে। নদী রক্ষার দাবিতে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের সব জায়গায় লংমার্চ করা হবে। 

পদ্মা বাঁচাও গণসমাবেশের প্রস্তুতি সভায় জামায়াত ইসলামীকে উদ্দেশে করে কঠোর মন্তব্য করেন হারুনুর রশীদ। তিনি বলেন, ‘‘যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তারা এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে।’’  

তিনি অভিযোগ করেন, ‘‘জামায়াত এখন তাফসির মাহফিলকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করছে এবং তাদের ইমাম ও নেতারা জনসম্মুখে বেফাঁস কথাবার্তা বলছেন।’’ তিনি সমাজের মানুষকে এ সব থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মো. আতাউল হক কমল, রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলী, বিএনপি নেতা আব্দুল বারেক, জাহাঙ্গীর কবির, সাইদুর রহমান, তাসেম আলী প্রমুখ। 

ঢাকা/শিয়াম/বকুল 

সম্পর্কিত নিবন্ধ