ইজ আল-দিন আল-কাসাম ব্রিগেড, মারওয়ান বারঘুতি ও কাঁটাতারে প্রজাপতি কী
Published: 23rd, October 2025 GMT
১. সম্প্রতি কোন বাঙালি মহীয়সী নারীর জন্মশতবার্ষিকী পালন করা হয়?
ক. ইলা মিত্র
খ. প্রীতিলতা ওয়াদ্দেদার
গ. বেগম রোকেয়া
ঘ. সুফিয়া কামাল
উত্তর: ক. ইলা মিত্র
২. রাজনৈতিক উপন্যাস ‘কাঁটাতারে প্রজাপতি’ কোন প্রেক্ষাপটে রচিত?
ক. বঙ্গভঙ্গ
খ. সাতচল্লিশের দেশভাগ
গ. তেভাগা আন্দোলন
ঘ. ভাষা আন্দোলন
উত্তর: গ. তেভাগা আন্দোলন
৩. সম্প্রতি ‘নো কিংস’ শীর্ষক গণবিক্ষোভ পালিত হয় কোন দেশে?
ক.
খ. নেপাল
গ. যুক্তরাজ্য
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তর: ঘ. যুক্তরাষ্ট্র
আরও পড়ুনস্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন পুনর্নিয়োগ, পদ ১২৭১৬ অক্টোবর ২০২৫৪. ২০২৫ সালের গ্লোবাল পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান—
ক. ৯৫তম
খ. ৯৮তম
গ. ১০০তম
ঘ. ১০৪তম
উত্তর: গ. ১০০তম
৫. ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষরিত হয়—
ক. ১৫ অক্টোবর ২০২৫
খ. ১৭ অক্টোবর ২০২৫
গ. ১৮ অক্টোবর ২০২৫
ঘ. ১৯ অক্টোবর ২০২৫
উত্তর: খ. ১৭ অক্টোবর ২০২৫
৬. জুলাই জাতীয় সনদে মোট কয়টি সংস্কার প্রস্তাব উপস্থাপিত হয়েছে?
ক. ৫৬টি
খ. ৬৪টি
গ. ৮৪টি
ঘ. ৮৮টি
উত্তর: গ. ৮৪ টি (‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ বাস্তবায়নে ৪টি প্রস্তাবিত পদ্ধতি এবং ৭ দফা অঙ্গীকারনামা রয়েছে)
আরও পড়ুনআনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে চাকরি, পদ ৬৭১৩ অক্টোবর ২০২৫৭. ‘অক্টোবর বিপ্লব’ নামে পরিচিত কোনটি?
ক. রুশ বিপ্লব
খ. ফরাসি বিপ্লব
গ. আমেরিকান বিপ্লব
ঘ. হাঙ্গেরিয়ান বিপ্লব
উত্তর: ক. রুশ বিপ্লব
৮. হামাসের সামরিক শাখা কী নামে পরিচিত?
ক. আল ফাতাহ ব্রিগেড
খ. আল কুদস ফোর্স
গ. মুজাহিদীন
ঘ. ইজ আল-দিন আল-কাসাম ব্রিগেড
উত্তর: ঘ. ইজ আল-দিন আল-কাসাম ব্রিগেড
৯. আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ প্রথমবারের মতো সুপার ওভারের মুখোমুখি হয় কোন দলের বিপক্ষে?
ক. কেনিয়া
খ. ইংল্যান্ড
গ. ওয়েস্ট ইন্ডিজ
ঘ. সাউথ আফ্রিকা
উত্তর: গ. ওয়েস্ট ইন্ডিজ
১০. নোট অব ডিসেন্ট (Note of Dissent) বলতে কী বোঝানো হয়?
ক. চূড়ান্ত সিদ্ধান্ত
খ. আনুষ্ঠানিক ভিন্নমত
গ. আনুষ্ঠানিক ঐকমত্য
ঘ. সভার কার্যবিবরণী
উত্তর: খ. আনুষ্ঠানিক ভিন্নমত
আরও পড়ুনবিমানবাহিনীতে বেসামরিক পদে বিশাল নিয়োগ, পদ ৩০৮২০ অক্টোবর ২০২৫১১. ২০১৫ সালে স্বাক্ষরিত তেহরান পারমাণবিক চুক্তির মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হয়—
ক. ১৫ অক্টোবর ২০২৫
খ. ১৮ অক্টোবর ২০২৫
গ. ১৫ আগস্ট ২০২৫
ঘ. ১৮ সেপ্টেম্বর ২০২৫
উত্তর: খ. ১৮ অক্টোবর ২০২৫
১২. ‘ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা’ হিসেবে পরিচিত রাজনৈতিক নেতা—
ক. মুহাম্মদ দেইফ
খ. খালেদ মিশাল
গ. খলিল আল হাইয়া
ঘ. মারওয়ান বারঘুতি
উত্তর: ঘ. মারওয়ান বারঘুতি
১৩. এ বছর বাংলাদেশ সরকারের ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’–এর আওতায় দেশব্যাপী ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে—
ক. ৪-২৫ অক্টোবর
খ. ১০-৩১ অক্টোবর
গ. ১-১৫ নভেম্বর
ঘ. ১৫-৩০ নভেম্বর
উত্তর: ক. ৪-২৫ অক্টোবর
১৪. ‘ডুরান্ড লাইন’ কোন দুটি দেশের মাঝে অবস্থিত?
ক. ভারত, নেপাল
খ. লাওস, ভিয়েতনাম
গ. পাকিস্তান, আফগানিস্তান
ঘ. থাইল্যান্ড, কম্বোডিয়া
উত্তর: গ. পাকিস্তান, আফগানিস্তান
আরও পড়ুনমোংলা বন্দরে ৯ম থেকে ২০তম গ্রেডে চাকরি, ১১৩ পদে নিয়োগ১৫ অক্টোবর ২০২৫১৫. বিশ্বজুড়ে ‘Breast Cancer Awareness Month’ হিসেবে কোন মাসটিকে উৎসর্গ করা হয়?
ক. অক্টোবর
খ. নভেম্বর
গ. জানুয়ারি
ঘ. ফেব্রুয়ারি
উত্তর: ক. অক্টোবর
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: আবেদন শেষ ৭ ডিসেম্বর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন আগামীকাল রোববার (৭ ডিসেম্বর ২০২৫) শেষ হবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হবে রোববার রাত ১২টায়। লিখিত অথবা অফলাইনে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
কোন ইউনিটের পরীক্ষা কবে
আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আগামী ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক) ও ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার সময়সীমা হবে ১ (এক) ঘণ্টা। ভর্তি পরীক্ষা দুই শিফটে বেলা ১১টা থেকে দুপুর ১২টা ও বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল অঞ্চলে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
অনলাইনে আবেদনের নির্দেশিকা—
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ এর আবেদনের জন্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.ru.ac.bd)-এর মাধ্যমে অনলাইনে ২০ নভেম্বর ২০২৫ তারিখ দুপুর ১২টা ১ মিনিট থেকে শুরু হয়ে ৭ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত ১১ টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। কোনো লিখিত অথবা অফলাইন আবেদন গ্রহণযোগ্য নয়। নিচের পদ্ধতি অনুসরণ করে অনলাইনে আবেদন করা যাবে।
১. অনলাইন রেজিস্ট্রেশন (মোবাইল নম্বর যাচাই)
ওয়েবসাইটের হোম পেজে রেজিস্টার (Register) বাটনে ক্লিক করলে পরবর্তী পেজে প্রার্থীকে তার এইচএসসি/সমমান এবং এসএসসি/সমমান উভয় পরীক্ষার রোল, শিক্ষা বোর্ড ও পাসের বছর প্রদান করতে হবে। সেই সঙ্গে পেজে প্রদত্ত একটি ছবিতে দৃশ্যমান সংখ্যা ও অক্ষর (Captcha) যথাস্থানে ইনপুট দিয়ে সাবমিট (Submit) বাটনে ক্লিক করে পরবর্তী পেজে অগ্রসর হতে হবে।
সঠিক এইচএসসি/সমমান এবং এসএসসি/সমমান উভয় পরীক্ষার রোল, শিক্ষা বোর্ড ও পাসের বছর দৃশ্যমান হলে ‘Mobile No. Verification’ এর জন্য উক্ত তথ্যের নিচে প্রার্থীর মোবাইল নম্বর প্রদান করতে হবে। মোবাইল নম্বর প্রদানের পর ‘Send OTP’ বাটনে ক্লিক করলে প্রদত্ত মোবাইল ফোনে একটি OTP পাঠানো হবে। প্রাপ্ত OTP নম্বরটি নির্ধারিত বক্সে লিখে ‘Verify OTP’ বাটনে ক্লিক করলে মোবাইল নম্বরটি নিশ্চিত হবে। প্রদত্ত মোবাইল নম্বরে প্রার্থীর ইউজারনেম ও পাসওয়ার্ড প্রেরণ করা হবে। উক্ত ইউজারনেম ও পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে।
কোনো কারণে ভুল এইচএসসি/সমমান এবং এসএসসি/সমমান উভয় পরীক্ষার রোল, শিক্ষা বোর্ড ও পাসের বছর দৃশ্যমান হলে ‘Reset’ বাটনে ক্লিক করে পূর্বের পেজে ফিরে যেতে হবে।
আরও পড়ুনকৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে ব্রিটেনে কারিগরি শিক্ষার উত্থান৩ ঘণ্টা আগেগুরুত্বপূর্ণ নির্দেশনা—
মোবাইল নম্বরটি অবশ্যই প্রার্থীর নিজের অথবা অভিভাবকের হতে হবে। একই মোবাইল নম্বর একাধিক প্রার্থীর জন্য ব্যবহার করা যাবে না। প্রার্থীর ভর্তি সংক্রান্ত সকল প্রকার তথ্য প্রদানের জন্য প্রদত্ত নম্বরে যোগাযোগ করা হবে। মোবাইল নম্বর সতর্কতার সঙ্গে প্রদান করা প্রয়োজন। ভুল নম্বর প্রদান করলে প্রার্থীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে না এবং এ জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
কারিগরি বোর্ডের শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের স্থলে প্রযোজ্য ক্ষেত্রে Technical-Vocational/BM/DCOM সিলেক্ট করবেন।
GCE, BFA ও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীরা (Important: GEC-A Level, Diploma, BFA, and BOU students must enter their data here) লিংকে ক্লিক করে আবেদনকারীর তথ্যাবলি প্রদান করবেন। আবেদনকারীর প্রদত্ত তথ্য যাচাইয়ের পর প্রদত্ত মোবাইল নম্বরে প্রার্থীর ইউজারনেম ও পাসওয়ার্ড প্রেরণ করা হবে। উক্ত ইউজারনেম ও পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে।
২. আবেদন প্রক্রিয়া (প্রোফাইল পূরণ ও আবেদন)
প্রদত্ত ইউজারনেম ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করার পর, আবেদনকারীকে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:
আরও পড়ুনগুচ্ছ ভর্তিপ্রক্রিয়ায় থাকছে যে ১৯ বিশ্ববিদ্যালয়, এবারও নেই ৫টি০৪ ডিসেম্বর ২০২৫ক. ছবি আপলোড—
*এই ধাপে আবেদনকারীকে সদ্য তোলা একটি 300*400 পিক্সেল সাইজের স্পষ্ট (Studio quality) রঙিন JPG ফরম্যাটের ছবি আপলোড করতে হবে। ছবির ফাইল সাইজ কোনোমতেই ১০০ কিলোবাইটের বেশি হতে পারবে না।
*ছবির পেছনে সাদা রঙের ব্যাকগ্রাউন্ড থাকবে। ব্যাকগ্রাউন্ডে কোনো গাছপালা, প্রাকৃতিক দৃশ্য ইত্যাদি গ্রহণযোগ্য হবে না। স্কুল/কলেজের ড্রেস পরিহিত ছবি ব্যবহার করা যাবে না। উল্লেখ্য যে, আবেদনের সময় প্রদত্ত ছবিই বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ব্যবহার করা হবে। সফটওয়্যারের সাহায্যে কোনো রকম ইফেক্ট দেওয়া ছবি গ্রহণযোগ্য হবে না। আবেদনের ফি প্রদানের পর ছবি সংক্রান্ত কোনো সংশোধন আবেদন চলাকালীন সময়ে ‘Student Panel’ এর ‘Update Photo’ এর মাধ্যমে করা যাবে।
খ. পরীক্ষার প্রশ্নপত্রের ভাষা নির্বাচন—
এই ধাপে আবেদনকারী ইংরেজি ভাষায় অনূদিত প্রশ্নপত্রে পরীক্ষা দিতে চাইলে ‘English’ এবং বাংলা ভাষায় অনূদিত প্রশ্নপত্রে পরীক্ষা দিতে চাইলে ‘Bangla’ সিলেক্ট করে ‘Next’ বাটনে ক্লিক করতে হবে। আবেদনের ফি প্রদানের পর প্রশ্নপত্রের ভাষা সংক্রান্ত কোনো সংশোধন আবেদন চলাকালীন সময়ে ‘Student Panel’ এর ‘Update Question Language’ এর মাধ্যমে করা যাবে।
প্রথম আলো ফাইল ছবি