১. সম্প্রতি কোন বাঙালি মহীয়সী নারীর জন্মশতবার্ষিকী পালন করা হয়?

ক. ইলা মিত্র

খ. প্রীতিলতা ওয়াদ্দেদার

গ. বেগম রোকেয়া

ঘ. সুফিয়া কামাল

উত্তর: ক. ইলা মিত্র

২. রাজনৈতিক উপন্যাস ‘কাঁটাতারে প্রজাপতি’ কোন প্রেক্ষাপটে রচিত?

ক. বঙ্গভঙ্গ

খ. সাতচল্লিশের দেশভাগ

গ. তেভাগা আন্দোলন

ঘ. ভাষা আন্দোলন

উত্তর: গ. তেভাগা আন্দোলন

৩. সম্প্রতি ‘নো কিংস’ শীর্ষক গণবিক্ষোভ পালিত হয় কোন দেশে?

ক.

ফ্রান্স

খ. নেপাল

গ. যুক্তরাজ্য

ঘ. যুক্তরাষ্ট্র

উত্তর: ঘ. যুক্তরাষ্ট্র

আরও পড়ুনস্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন পুনর্নিয়োগ, পদ ১২৭১৬ অক্টোবর ২০২৫

৪. ২০২৫ সালের গ্লোবাল পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান—

ক. ৯৫তম

খ. ৯৮তম

গ. ১০০তম

ঘ. ১০৪তম

উত্তর: গ. ১০০তম

৫. ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষরিত হয়—

ক. ১৫ অক্টোবর ২০২৫

খ. ১৭ অক্টোবর ২০২৫

গ. ১৮ অক্টোবর ২০২৫

ঘ. ১৯ অক্টোবর ২০২৫

উত্তর: খ. ১৭ অক্টোবর ২০২৫

৬. জুলাই জাতীয় সনদে মোট কয়টি সংস্কার প্রস্তাব উপস্থাপিত হয়েছে?

ক. ৫৬টি

খ. ৬৪টি

গ. ৮৪টি

ঘ. ৮৮টি

উত্তর: গ. ৮৪ টি (‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ বাস্তবায়নে ৪টি প্রস্তাবিত পদ্ধতি এবং ৭ দফা অঙ্গীকারনামা রয়েছে)

আরও পড়ুনআনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে চাকরি, পদ ৬৭১৩ অক্টোবর ২০২৫

৭. ‘অক্টোবর বিপ্লব’ নামে পরিচিত কোনটি?

ক. রুশ বিপ্লব

খ. ফরাসি বিপ্লব

গ. আমেরিকান বিপ্লব

ঘ. হাঙ্গেরিয়ান বিপ্লব

উত্তর: ক. রুশ বিপ্লব

৮. হামাসের সামরিক শাখা কী নামে পরিচিত?

ক. আল ফাতাহ ব্রিগেড

খ. আল কুদস ফোর্স

গ. মুজাহিদীন

ঘ. ইজ আল-দিন আল-কাসাম ব্রিগেড

উত্তর: ঘ. ইজ আল-দিন আল-কাসাম ব্রিগেড

৯. আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ প্রথমবারের মতো সুপার ওভারের মুখোমুখি হয় কোন দলের বিপক্ষে?

ক. কেনিয়া

খ. ইংল্যান্ড

গ. ওয়েস্ট ইন্ডিজ

ঘ. সাউথ আফ্রিকা

উত্তর: গ. ওয়েস্ট ইন্ডিজ

১০. নোট অব ডিসেন্ট (Note of Dissent) বলতে কী বোঝানো হয়?

ক. চূড়ান্ত সিদ্ধান্ত

খ. আনুষ্ঠানিক ভিন্নমত

গ. আনুষ্ঠানিক ঐকমত্য

ঘ. সভার কার্যবিবরণী

উত্তর: খ. আনুষ্ঠানিক ভিন্নমত

আরও পড়ুনবিমানবাহিনীতে বেসামরিক পদে বিশাল নিয়োগ, পদ ৩০৮২০ অক্টোবর ২০২৫

১১. ২০১৫ সালে স্বাক্ষরিত তেহরান পারমাণবিক চুক্তির মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হয়—

ক. ১৫ অক্টোবর ২০২৫

খ. ১৮ অক্টোবর ২০২৫

গ. ১৫ আগস্ট ২০২৫

ঘ. ১৮ সেপ্টেম্বর ২০২৫

উত্তর: খ. ১৮ অক্টোবর ২০২৫

১২. ‘ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা’ হিসেবে পরিচিত রাজনৈতিক নেতা—

ক. মুহাম্মদ দেইফ

খ. খালেদ মিশাল

গ. খলিল আল হাইয়া

ঘ. মারওয়ান বারঘুতি

উত্তর: ঘ. মারওয়ান বারঘুতি

১৩. এ বছর বাংলাদেশ সরকারের ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’–এর আওতায় দেশব্যাপী ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে—

ক. ৪-২৫ অক্টোবর

খ. ১০-৩১ অক্টোবর

গ. ১-১৫ নভেম্বর

ঘ. ১৫-৩০ নভেম্বর

উত্তর: ক. ৪-২৫ অক্টোবর

১৪. ‘ডুরান্ড লাইন’ কোন দুটি দেশের মাঝে অবস্থিত?

ক. ভারত, নেপাল

খ. লাওস, ভিয়েতনাম

গ. পাকিস্তান, আফগানিস্তান

ঘ. থাইল্যান্ড, কম্বোডিয়া

উত্তর: গ. পাকিস্তান, আফগানিস্তান

আরও পড়ুনমোংলা বন্দরে ৯ম থেকে ২০তম গ্রেডে চাকরি, ১১৩ পদে নিয়োগ১৫ অক্টোবর ২০২৫

১৫. বিশ্বজুড়ে ‘Breast Cancer Awareness Month’ হিসেবে কোন মাসটিকে উৎসর্গ করা হয়?

ক. অক্টোবর

খ. নভেম্বর

গ. জানুয়ারি

ঘ. ফেব্রুয়ারি

উত্তর: ক. অক্টোবর

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নির্দিষ্ট সময়ের মধ্যেই বেতন কমিশনের সুপারিশ

সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামোর সুপারিশ প্রণয়নে বেতন কমিশনের কাজ এগিয়ে চলছে। ইতিমধ্যে অনলাইনে চারটি প্রশ্নমালায় পাওয়া সর্বসাধারণের মতামত ও সুপারিশ যাচাই-বাছাই ও পর্যালোচনা করা হচ্ছে। কমিশন আশা করছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যেই বেতন কমিশনের সুপারিশ সরকারের কাছে পেশ করা সম্ভব হবে।

বেতন কমিশন সূত্রে আজ মঙ্গলবার এক তথ্য বিবরণীতে এ কথা বলা হয়।

তথ্য বিবরণীতে আরও বলা হয়, বর্তমানে বিভিন্ন সমিতি কমিশনের সঙ্গে বৈঠক করে তাদের মতামত বা সুপারিশ দিয়েছে। এসব সুপারিশ ও মতামত কমিশন পরীক্ষা-নিরীক্ষা করছে।

ইতিপূর্বে ১ থেকে ১৫ অক্টোবর সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ সরকারি প্রতিষ্ঠান এবং অ্যাসোসিয়েশন বা সমিতি এই চার শ্রেণিতে প্রশ্নমালার মাধ্যমে কমিশন অনলাইনে সর্বসাধারণের মতামত সংগ্রহ করেছে।

এর আগে গত জুলাইয়ের শেষ দিকে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে ২৩ সদস্যবিশিষ্ট জাতীয় বেতন কমিশন ২০২৫ গঠন করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে বলা হয়, কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার তারিখ থেকে ৬ (ছয়) মাসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন উপস্থাপন করবে।

আরও পড়ুন২৩ সদস্যবিশিষ্ট জাতীয় বেতন কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি২৭ জুলাই ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৮ ও ১৯ ডিসেম্বর, পরীক্ষা–সম্পর্কিত বিস্তারিত ২৯ অক্টোবর
  • আজ টিভিতে যা দেখবেন (২৩ অক্টোবর ২০২৫)
  • ওসাকা এক্সপো–২০২৫: কৃত্রিম দ্বীপে এক টুকরা ফিলিস্তিন
  • নয় মাসে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে
  • লাফার্জহোলসিমের ১৮ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা
  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে খাগড়াছড়িতে নিয়োগ, পদ ১২০
  • আজ টিভিতে যা দেখবেন (২২ অক্টোবর ২০২৫)
  • পর্নোগ্রাফির অভিযোগে গ্রেপ্তার যুগল ৫ দিনের রিমান্ডে
  • নির্দিষ্ট সময়ের মধ্যেই বেতন কমিশনের সুপারিশ