বিএসআরএফের সভাপতি মাসউদুল হক, সম্পাদক উবায়দুল্লাহ বাদল
Published: 22nd, June 2025 GMT
বাংলাদেশ সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি পদে সংবাদ সংস্থা ইউএনবির বিশেষ প্রতিনিধি মাসউদুল হক আর সাধারণ সম্পাদক পদে কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি উবায়দুল্লাহ বাদল নির্বাচিত হয়েছেন।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবে বিএসআরএফের কার্যনির্বাহী কমিটির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে নির্বাচিত মাসউদুল হক পেয়েছেন ৭৭ ভোট। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী ফসিহ উদ্দীন মাহতাব পেয়েছেন ৭০ ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত উবায়দুল্লাহ বাদল পেয়েছেন ৫৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহ্দী আজাদ মাসুম পেয়েছেন ৪৯ ভোট। আরেক প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আকতার হোসেন পেয়েছেন ৪১ ভোট।
সহসভাপতি পদে মাইনুল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মাহমুদ আকাশ, অর্থ সম্পাদক পদে এম এইচ রবিন এবং কার্যনির্বাহী সদস্য পদে মো.
এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে ঝর্ণা রায়, দপ্তর সম্পাদক গৌতম চন্দ্র ঘোষ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আলম এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে পঞ্চায়েত হাবিব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিএসআরএফের এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব এসআরএফ
এছাড়াও পড়ুন:
হয়রানির অভিযোগে দক্ষিণ বনশ্রীতে প্লটমালিকদের মানববন্ধন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিরুদ্ধে বৈধ প্লট ও বাড়ির মালিকদের হয়রানির অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে দক্ষিণ বনশ্রী প্লট মালিক কল্যাণ সমিতি। বুধবার দুপুরে দক্ষিণ বনশ্রী মেইন রোডে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কিছু অসাধু কর্মকর্তা বৈধভাবে ক্রয়কৃত জমি ও বাড়ির মালিকদের হয়রানি করছেন এবং নির্মাণকাজে বাধা দিচ্ছেন। তাঁরা দাবি করেন, খাল দখলের যে অভিযোগ সিটি করপোরেশন করছে, তা সঠিক নয়। কারণ, প্রায় ২৫ বছর আগে ইস্টার্ন হাউজিং জেলা প্রশাসকের সঙ্গে দলিল বিনিময়ের মাধ্যমে খালটি গ্রহণ করে প্লট তৈরি করে মালিকদের কাছে বিক্রি করে।
বক্তারা বলেন, রাজউক অনুমোদিত মাস্টারপ্ল্যান অনুযায়ী তৈরি বাড়িগুলো অবৈধ হতে পারে না। এ ছাড়া অবৈধ অনুপ্রবেশকারীরা ইস্টার্ন হাউজিংয়ের ভেতরে ব্যক্তিগত মালিকানাধীন প্লটকে রাস্তা দাবি করছে। অথচ সিটি করপোরেশন ওই দাবি যাচাই না করেই রাজউক নির্ধারিত সীমানাপ্রাচীর ভাঙার চেষ্টা করছে।
প্রতিবাদ সমাবেশে দক্ষিণ বনশ্রী প্লট মালিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ, সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন ভূঁইয়া প্রমুখ বক্তব্য দেন।