বাংলাদেশ সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি পদে সংবাদ সংস্থা ইউএনবির বিশেষ প্রতিনিধি মাসউদুল হক আর সাধারণ সম্পাদক পদে কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি উবায়দুল্লাহ বাদল নির্বাচিত হয়েছেন।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবে বিএসআরএফের কার্যনির্বাহী কমিটির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে নির্বাচিত মাসউদুল হক পেয়েছেন ৭৭ ভোট। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী ফসিহ উদ্দীন মাহতাব পেয়েছেন ৭০ ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত উবায়দুল্লাহ বাদল পেয়েছেন ৫৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহ্দী আজাদ মাসুম পেয়েছেন ৪৯ ভোট। আরেক প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আকতার হোসেন পেয়েছেন ৪১ ভোট।

সহসভাপতি পদে মাইনুল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মাহমুদ আকাশ, অর্থ সম্পাদক পদে এম এইচ রবিন এবং কার্যনির্বাহী সদস্য পদে মো.

রবিউল ইসলাম, তোফাজ্জল হোসেন, আসাদ আল মাহমুদ, মতিন আবদুল্লাহ, আয়নাল হোসেন, মো. রাকিব হাসান, শফিকুল ইসলাম ও মো. রেজাউর রহিম নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে ঝর্ণা রায়, দপ্তর সম্পাদক গৌতম চন্দ্র ঘোষ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আলম এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে পঞ্চায়েত হাবিব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বিএসআরএফের এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এসআরএফ

এছাড়াও পড়ুন:

তীব্র অপুষ্টিতে ১২ হাজার শিশু

ফিলিস্তিনের গাজায় খাদ্যসংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী শিশুরা। ইসরায়েলের অবরোধের কারণে খাবার না পেয়ে শিশুমৃত্যুর সংখ্যাও বাড়ছে। জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাবে, গাজায় এখন পাঁচ বছরের কম বয়সী প্রায় ১২ হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। আর চলতি বছরের শুরু থেকে অনাহারে মৃত্যু হয়েছে ৯৯ ফিলিস্তিনির। তাঁদের মধ্যে ৩৫ জনই শিশু।

শিশুদের দীর্ঘস্থায়ী অপুষ্টি নিয়ে সতর্ক করে জাতিসংঘ বলেছে, গাজায় পাঁচ বছরের নিচের ২ লাখ ৯০ হাজার শিশুর মধ্যে মাত্র ৮ হাজার ৭০০ শিশুকে প্রয়োজনীয় খাবার ও পুষ্টি উপকরণ সরবরাহ করা সম্ভব হয়েছে।

গত বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভা শহরে ডব্লিউএইচওর সদর দপ্তরে মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, জুলাই মাসে গাজায় পাঁচ বছরের কম বয়সী প্রায় ১২ হাজার শিশুকে শনাক্ত করা হয়েছে, যারা তীব্র অপুষ্টিতে ভুগছে। এখন পর্যন্ত সংগ্রহ করা তথ্য অনুযায়ী, এটিই এক মাসে সর্বোচ্চসংখ্যক শিশুর অনাহারে থাকার ঘটনা।

তেদরোস আধানোম গেব্রেয়াসুস

সম্পর্কিত নিবন্ধ