যশোরের বেনাপোল পৌর কৃষক দলের সভাপতি জসিম উদ্দীনকে ধর্ষণ মামলায় কারাগারে পাঠানো হয়েছে। সোমবার আদালতে হাজির হলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জসিম উদ্দীন বেনাপোল পৌর শহরের সাদিপুর গ্রামের মোশারফ বিশ্বাসের ছেলে। 

এ দিকে জসিম কারাগারে যাওয়ায় তার পদ স্থগিত করেছে কৃষক দল। মঙ্গলবার সংগঠনের যশোর জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ মকবুল হোসেনের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এর আগে গত ২৫ এপ্রিল যশোর কোতোয়ালি মডেল থানায় ধর্ষণের মামলা দায়ের করেন যশোর পৌরসভার শংকরপুর ইসহক সড়কের বাসিন্দা এক নারী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জসিমের সঙ্গে ভুক্তভোগী নারীর পাঁচ মাস আগে ফেসবুকে পরিচয় হয়। একপর্যায়ে তা বন্ধুত্ব ও প্রেমে রূপ নেয়। কয়েকদিনের মধ্যেই জসিম তাকে বিয়ের প্রস্তাব দেন এবং তাতে রাজি হন ওই নারী। এরপর বেনাপোলে একটি হোটেল এবং ঝিনাইদহে জসিমের খালার বাড়িতে নিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন জসিম। সর্বশেষ গত ২০ এপ্রিলও শহরের হোটেল নিয়ে শারীরিক সম্পর্ক করেন তিনি। পরবর্তীতে জসিম বিয়ে করবেন না বলে টালবাহানা শুরু করেন। গত ২৩ এপ্রিল তিনি শহরের আইনজীবী সমিতি এলাকায় উপস্থিত হয়ে একই কথা জানান এবং ওই নারীকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়ে চলে যান। বাধ্য হয়ে ভুক্তভোগী নারী কোতোয়ালি থানায় মামলা করেন।

যশোর জেলা কৃষক দলের আহ্বায়ক অধ্যক্ষ মকবুল হোসেন বলেন, বেনাপোল পৌর কৃষক দলের সভাপতি জসিম উদ্দীনের পদ স্থগিত করা হয়েছে। অভিযোগের তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে তাকে বহিষ্কার করা হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: যশ র

এছাড়াও পড়ুন:

মিরসরাইয়ে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে ১০০টি ইয়াবাসহ মো. সালাউদ্দিন (৩৬) নামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সালাউদ্দিন উপজেলার সাহেরখালী ইউনিয়নের উত্তর সাহেরখালী এলাকার মো. মহিউদ্দিনের ছেলে। তিনি সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। গতকাল শুক্রবার মধ্যরাতে সাহেরখালী ইউনিয়নের সবজি বাজার থেকে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ।

সালাউদ্দিনের দলীয় পদের বিষয়টি নিশ্চিত করেছেন সায়েরখালী ইউনিয়ন যুবদলের সদস্যসচিব মোহাম্মদ হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘পুলিশের হাতে সালাউদ্দিন গ্রেপ্তার হওয়ার বিষয়টি জেনেছি। আমাদের সংগঠনে মাদকের সঙ্গে যুক্ত কারও ঠাঁই নেই। সালাউদ্দিনের বিষয়ে ঊর্ধ্বতন নেতারা সিদ্ধান্ত নেবেন।’

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ‘শুক্রবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ভোরের বাজার থেকে ১০০টি ইয়াবাসহ সালাউদ্দিন নামের এক যুবককে গ্রেপ্তার করেছি আমরা। আইনগত ব্যবস্থা গ্রহণ করে আজ শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

সম্পর্কিত নিবন্ধ