এখনো কোনো রাজনৈতিক জোটে যাওয়ার সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। তিনি বলেছেন, যারা ক্ষমতায় গেলে সমাজ ও রাষ্ট্রব্যবস্থা নিয়ে ভাববে; চাঁদাবাজ, দখলবাজ ও ভূমিদস্যু, মাফিয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের অবস্থান কী হবে—এসব বিষয়ে পরিষ্কার হওয়ার পরেই জোটে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত তারুণ্যের রাজনৈতিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক এ কথা বলেন। তিনি জানান, কোনো রাজনৈতিক দলই সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি দেয় না। কারণ, তারা ভোটকেন্দ্র দখল ও ক্ষমতায় টিকে থাকার জন্য সন্ত্রাসী ও চাঁদাবাজদের পৃষ্ঠপোষকতা করে।

দেশকে চাঁদাবাজ, সন্ত্রাসমুক্ত করার জন্য একটি রাজনৈতিক অঙ্গীকার থাকা দরকার বলে মন্তব্য করেন নুরুল হক। তিনি বলেন, ‘কোনো রাজনৈতিক দলই সেটি চায় না। কারণ, সবাই ভোটকেন্দ্র দখল করার জন্য, গুন্ডামি, মাস্তানি করার জন্য তাদের (চাঁদাবাজ ও সন্ত্রাসী) পৃষ্ঠপোষকতা করতে চায়। গণ অধিকার পরিষদ এই অপরাজনীতির পরিবর্তন করতে চায়, যদি আমরা সুযোগ পাই।’

জোটের প্রশ্নে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, ‘আমরা এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট করিনি। এমন রাজনৈতিক দলের সঙ্গে জোট করব, যারা ক্ষমতায় গেলে সমাজ ও রাষ্ট্রব্যবস্থা নিয়ে ভাববে; পরিবর্তনের প্রশ্নে তাদের অবস্থান কী, চাঁদাবাজ, দখলবাজ ও ভূমিদস্যু, মাফিয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান কী—এসব বিষয়ে পরিষ্কার হওয়ার পরেই আমরা সিদ্ধান্ত নেব আমরা ওই রাজনৈতিক দলের সঙ্গে জোট করব কি না।’

বাংলাদেশ কোন পথে যাবে, তা আগামী নির্বাচনেই নির্ধারিত হবে বলে মন্তব্য করে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক বলেন, এই গণ–অভ্যুত্থানের ছাত্র-জনতাকে সিদ্ধান্ত নিতে হবে, তাঁরা নির্বাচনে কাদের ভোট দেবেন।

‘মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত আগামীর সমৃদ্ধ নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে’ আয়োজিত এ সমাবেশে আরও বক্তব্য দেন যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, যুব অধিকার পরিষদের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি সাব্বির রাজসহ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন র ল হক সন ত র স র জন ত ক র জন য র র জন

এছাড়াও পড়ুন:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সজল-সাহেদের নেতৃত্বে শহরে যুবদলের র‌্যালি

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমদের নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে সু- সজ্জিত হয়ে শহরে বিশাল র‌্যালি করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।

‎এসময়ে বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালি থেকে মহানগর যুবদলের নেতাকর্মীরা শ্লোগান দেয় ‘আজকে এই দিনে জিয়া তোমায় মনে পড়ে, স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লও সালাম’ । যুবদলের নেতাকর্মীদের মুখে শ্লোগান শ্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের আশপাশ।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেল তিনটায় শহরের খানপুর হাসপাতাল রোড় থেকে শহরে বিশাল র‌্যালি করে মহানগর যুবদল। এ সময় র‌্যালিতে যোগ দেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ। পরে র‌্যালিটি মহানগর বিএনপির মূল র‌্যালির সাথে অংশগ্রহণ করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

‎নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, যুগ্ম আহ্বায়ক আহসান খলিল শ্যামল, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টু, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, শহিদুল ইসলাম, ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ, ফয়েজ উল্লাহ সজল,আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, মাগফুর ইসলাম পাপন, জুনায়েদ আলম ঝলক, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, এড. শাহিন খান, কাজী নাইসুল ইসলাম সাদ্দাম, আলী হোসেন সৌরভ, বাদশা মিয়া, মাসুদ রানা, মাকসুদুর রহমান শাকিল, রুবেল সরদার, রিয়াজুল আলম ইমন, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, আঃ কাদির, আশরাফুল হক তান্না, জাহিদুল হাসান শুভ, মাহফুজুর রহমান ফয়সাল প্রমুখ ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ৮০ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা (তালিকা)
  • ‎জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মাসুদুজ্জামানের পক্ষে বিশাল শোডাউন
  • ‎জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মাসুদুজ্জামান মাসুদের তাক লাগানো শোডাউন
  • না বুঝে ভোট দেওয়ার দিন শেষ : নূরুল হক নূর
  • ধানের শীষের প্রতীকে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে : রাজিব
  • বন্দরে মাসুদুজ্জামান মাসুদের নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রিয়াদ-আপনের নেতৃত্বে সদর থানা যুবদলের র‌্যালি
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নাজমুল হকের শোডাউন
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সজল-সাহেদের নেতৃত্বে শহরে যুবদলের র‌্যালি