বিশ্বকাপ বাছাইয়ে ফ্রান্স দলে ফিরলেন এন’গোলো কান্তে
Published: 7th, November 2025 GMT
বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এন’গোলো কান্তে আবারও জায়গা করে নিয়েছেন ফ্রান্স জাতীয় দলে। ইউক্রেন ও আজারবাইজানের বিপক্ষে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতে দেখা যাবে এই পরিশ্রমী তারকাকে।
গত বছর নভেম্বরে ইসরায়েলের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচেই সর্বশেষ, অর্থাৎ এক বছর আগে ৬৪তমবারের মতো ফ্রান্সের জার্সি গায়ে তুলেছিলেন কান্তে। এরপর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকলেও সৌদি প্রো লিগে আল ইত্তিহাদের হয়ে নিয়মিত খেলে যাচ্ছেন তিনি।
আরো পড়ুন:
ক্ষুদ্র দ্বীপদেশ কেপ ভার্দের ‘বিশ্বকাপ’ স্বপ্ন ছোঁয়ার ইতিহাস
২০২৬ বিশ্বকাপের টিকিট পেল সালাহর মিশর
দলের ২৪ সদস্যের স্কোয়াড ঘোষণার পর ফ্রান্স কোচ দিদিয়ের দেশম বলেন, “সে এখন দারুণ ফর্মে আছে। আমি কান্তেকে শুধু দলের অংশ হিসেবে নয়, বরং গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্যই দলে ডেকেছি।”
ইউরোপীয় অঞ্চল ‘ডি’ গ্রুপে শীর্ষে থাকা ফ্রান্স আগামী ১৩ নভেম্বর পার্ক দে প্রিন্সে ইউক্রেনের বিপক্ষে জয় পেলে সরাসরি নিশ্চিত করবে আগামী বছরের বিশ্বকাপের টিকিট। তিন দিন পর আজারবাইজানের বিপক্ষে বাকুতে খেলবে দেশমের দল।
তবে আক্রমণভাগে কিছুটা চ্যালেঞ্জের মুখে আছেন কোচ দেশম। চোটের কারণে বাইরে পিএসজি ফরোয়ার্ড দেজিরে দোয়ে ও উসমান দেম্বেলে। তবু দলে রয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা টটেনহ্যাম স্ট্রাইকার র্যান্ডাল কোলোমুয়ানি ও রিয়াল মাদ্রিদ সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে। যারা যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম।
গোলরক্ষক:
লুকাস শেভালিয়ে (পিএসজি), মাইক মাইগান (এসি মিলান) ও ব্রাইস সাম্বা (রেঁস)।
রক্ষণভাগ:
লুকাস দিন (অ্যাস্টন ভিলা), মালো গুস্তো (চেলসি), লুকাস হার্নান্দেজ (পিএসজি), থিও হার্নান্দেজ (আল হিলাল), ইব্রাহিমা কোনাতে (লিভারপুল), জুল কুন্দে (বার্সেলোনা), উইলিয়াম সালিবা (আর্সেনাল) ও দায়ো উপামেকানো (বায়ার্ন মিউনিখ)।
মধ্যমাঠ:
এদুয়ার্দো কামাভিঙ্গা (রিয়াল মাদ্রিদ), এন’গোলো কান্তে (আল ইত্তিহাদ), মানু কোনে (রোমা), মাইকেল অলিসে (বায়ার্ন মিউনিখ) ও ওয়ারেন জায়রে-এমেরি (পিএসজি)
আক্রমণভাগ:
ম্যাগনেস আকলিউশ (মোনাকো), ব্র্যাডলি বারকোলা (পিএসজি), রায়ান চেরকি (ম্যানচেস্টার সিটি), হুগো একিতিকে (লিভারপুল), র্যান্ডাল কোলোমুয়ানি (টটেনহ্যাম), জ্যঁ-ফিলিপ মাতেতা (ক্রিস্টাল প্যালেস), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ) ও ক্রিস্টোফার এনকুনকু (এসি মিলান)।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব শ বক প ব ছ ই ফ টবল ব শ বক প প এসজ
এছাড়াও পড়ুন:
বিশ্বকাপ বাছাইয়ে ফ্রান্স দলে ফিরলেন এন’গোলো কান্তে
বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এন’গোলো কান্তে আবারও জায়গা করে নিয়েছেন ফ্রান্স জাতীয় দলে। ইউক্রেন ও আজারবাইজানের বিপক্ষে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতে দেখা যাবে এই পরিশ্রমী তারকাকে।
গত বছর নভেম্বরে ইসরায়েলের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচেই সর্বশেষ, অর্থাৎ এক বছর আগে ৬৪তমবারের মতো ফ্রান্সের জার্সি গায়ে তুলেছিলেন কান্তে। এরপর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকলেও সৌদি প্রো লিগে আল ইত্তিহাদের হয়ে নিয়মিত খেলে যাচ্ছেন তিনি।
আরো পড়ুন:
ক্ষুদ্র দ্বীপদেশ কেপ ভার্দের ‘বিশ্বকাপ’ স্বপ্ন ছোঁয়ার ইতিহাস
২০২৬ বিশ্বকাপের টিকিট পেল সালাহর মিশর
দলের ২৪ সদস্যের স্কোয়াড ঘোষণার পর ফ্রান্স কোচ দিদিয়ের দেশম বলেন, “সে এখন দারুণ ফর্মে আছে। আমি কান্তেকে শুধু দলের অংশ হিসেবে নয়, বরং গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্যই দলে ডেকেছি।”
ইউরোপীয় অঞ্চল ‘ডি’ গ্রুপে শীর্ষে থাকা ফ্রান্স আগামী ১৩ নভেম্বর পার্ক দে প্রিন্সে ইউক্রেনের বিপক্ষে জয় পেলে সরাসরি নিশ্চিত করবে আগামী বছরের বিশ্বকাপের টিকিট। তিন দিন পর আজারবাইজানের বিপক্ষে বাকুতে খেলবে দেশমের দল।
তবে আক্রমণভাগে কিছুটা চ্যালেঞ্জের মুখে আছেন কোচ দেশম। চোটের কারণে বাইরে পিএসজি ফরোয়ার্ড দেজিরে দোয়ে ও উসমান দেম্বেলে। তবু দলে রয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা টটেনহ্যাম স্ট্রাইকার র্যান্ডাল কোলোমুয়ানি ও রিয়াল মাদ্রিদ সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে। যারা যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম।
গোলরক্ষক:
লুকাস শেভালিয়ে (পিএসজি), মাইক মাইগান (এসি মিলান) ও ব্রাইস সাম্বা (রেঁস)।
রক্ষণভাগ:
লুকাস দিন (অ্যাস্টন ভিলা), মালো গুস্তো (চেলসি), লুকাস হার্নান্দেজ (পিএসজি), থিও হার্নান্দেজ (আল হিলাল), ইব্রাহিমা কোনাতে (লিভারপুল), জুল কুন্দে (বার্সেলোনা), উইলিয়াম সালিবা (আর্সেনাল) ও দায়ো উপামেকানো (বায়ার্ন মিউনিখ)।
মধ্যমাঠ:
এদুয়ার্দো কামাভিঙ্গা (রিয়াল মাদ্রিদ), এন’গোলো কান্তে (আল ইত্তিহাদ), মানু কোনে (রোমা), মাইকেল অলিসে (বায়ার্ন মিউনিখ) ও ওয়ারেন জায়রে-এমেরি (পিএসজি)
আক্রমণভাগ:
ম্যাগনেস আকলিউশ (মোনাকো), ব্র্যাডলি বারকোলা (পিএসজি), রায়ান চেরকি (ম্যানচেস্টার সিটি), হুগো একিতিকে (লিভারপুল), র্যান্ডাল কোলোমুয়ানি (টটেনহ্যাম), জ্যঁ-ফিলিপ মাতেতা (ক্রিস্টাল প্যালেস), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ) ও ক্রিস্টোফার এনকুনকু (এসি মিলান)।
ঢাকা/আমিনুল