মানিকগঞ্জে পেশাগত দায়িত্ব পালনের সময় আইনজীবীর বিরুদ্ধে সাংবাদিককে কাজে বাঁধা দেওয়ার অভিযোগ ওঠেছে।

শুক্রবার (৭ নভেম্বর)  দুপুর দেড়টার দিকে মানিকগঞ্জ আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের সামনে দায়িত্ব পালনের সময় মানিকগঞ্জ জজ কোর্টের আইনজীবী মো. জাহাঙ্গীর আলম সিদ্দিকী মাইটিভির রির্পোটার আজিজুল হাকিমকে কাজে বাঁধা দেন এবং তার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

আরো পড়ুন:

সাংবাদিকের ওপর হামলা: স্বেচ্ছাসেবক দলের ২ নেতা বহিষ্কার

প্রয়োজনে প্রথম আলোর সম্পাদককে মনোনয়ন দেবে এনসিপি: নাসীরুদ্দীন

এসময় ঢাকা পোস্ট ডটকমের রির্পোটার সোহেল হোসাইন ও মোহনা টিভির সাধন সূত্রধরসহ কয়েকজন আইনজীবী এগিয়ে গিয়ে জাহাঙ্গীর আলমকে শান্ত করার চেষ্টা করেন।

মাইটিভির সাংবাদিক আজিজুল হাকিম জানান, একটি রিপোর্টের জন্য কয়েকজন ভুক্তভোগীর বক্তব্য আনতে শুক্রবার দুপুরে মানিকগঞ্জ আইনজীবী ১ নম্বর ভবনের সামনে যান। ১ নম্বর ভবনের ভেতর থেকে এক নারী কাঁদতে কাঁদতে বের হন। তার সঙ্গে আরা কয়েজন নারী-পুরুষ ছিলেন। বিষয়টি নিয়ে জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে আদালত চত্বর থেকে চলে যেতে বলেন।

“ওই নারী ও পুরুষদের ভিডিও করায় ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করে আজিজুল হাকিম বলেন, তখন তাকে বাঁধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে সাংবাদিককের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি করেন এবং আইনজীবী সমিতির ভবনের ভেতরে নিয়ে যেতে চান,” বলেন তিনি।

ঘটনার পরম্পরার বর্ণনা দিতে গিয়ে ভুক্তভোগী সাংবাদিক আজিজুল হাকিম বলেন, এ সময় আদালত চত্বরে থাকা অপর দুই সাংবাদিক ঢাকা পোস্ট ডটকমের রির্পোটার সোহেল হোসাইন ও মোহনা টিভির সাধন সূত্রধরসহ কয়েকজন আইনজীবী এগিয়ে এলে আইনজীবী জাহাঙ্গীর আলম আরো ক্ষিপ্ত হয়ে যান। তখন সবার উপস্থিতিতে আবার মাইটিভির সাংবাদিকের ওপর চড়াও হন এবং ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

তিনি জানান, তখন আশপাশের লোকজন এগিয়ে এলে তার সঙ্গে থাকা অন্য আইনজীবীরা তাকে সেখান থেকে চলে যেতে বলেন এবং আইনজীবী জাহাঙ্গীর আলমের এক সহকর্মী তাকে আদালত চত্বর থেকে নিয়ে যান।

জাহাঙ্গীর আলম প্রথমেই সাংবাদিক পরিচয় দেওয়া হয় জানিয়ে আজিজুল হাকিম বলেন, “পরিচয় দেওয়ার সময় আমার হাতে মাইটিভির মাইক্রোফোন ও স্ট্যান্ডসহ ক্যামেরা ছিল। তারপরও তিনি পেশাগত কাজে বাঁধা দেন এবং ক্যামেরা ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টায় ধাক্কা দেন।”

অভিযোগের বিষয়ে জানতে জাহাঙ্গীর আলমের সঙ্গে কথা হলে বলেন, “শুক্রবার দুপুরে আমার চেম্বার (আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের ১০১ নম্বর কক্ষ)  থেকে একটি যৌতুক মামলার সালিশ শেষে বের হয়ে আসার সময় ১ নম্বর ভবনের গেটে বিষয়টি নিয়ে জানতে সাংবাদিকরা আমাকে প্রশ্ন করেন। অনুমতি না নিয়ে ভিডিও ধারণ করতে থাকেন। এ নিয়ে প্রশ্ন করলে সাংবাদিকদের সঙ্গে কথা কাটাকাটি হয়।”

তবে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন জাহাঙ্গীর আলম।

এ বিষয়ে মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো.

জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, “সাংবাদিকের পেশাগত কাজে বাঁধা দেওয়া অন্যায়। আমরা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

ঢাকা/চন্দন/রাসেল 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জ হ ঙ গ র আলম আজ জ ল হ ক ম ম ন কগঞ জ ম ইট ভ র র ভবন র আইনজ ব র সময়

এছাড়াও পড়ুন:

নায়িকা তিশার বিরুদ্ধে মামলা

প্রতারণার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।  

বুধবার (৫ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১৮ নম্বর কোর্টে ৪২০/৪০৬ ধারায় তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন এ্যাপোনিয়ার ফ্যাশনের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম। সি. আর মামলা নম্বর ৯৬২/২০২৫। 

আরো পড়ুন:

বিরতির কারণ জানালেন তানজিন তিশা

গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক: তানজিন তিশা

মামলায় দণ্ডবিধির ৪২০/৪০৬ ধারায় অপরাধ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ চাওয়া হলে, ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত তিশার বিরুদ্ধে মামলাটি আমলে নিয়ে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা সংস্থাকে (ডিবি) তদন্তের নির্দেশ দিয়েছেন। 

এ সম্পর্কে বাদী পক্ষের আইনজীবী বাংলাদেশের সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার গণমাধ্যমে বলেন, “তানজিন তিশার মতো তারকা একজন নারী উদ্যোক্তার সঙ্গে যে ধরনের প্রতারণা করেছেন তা কাম্য নয়। উনি চাইলেই বিষয়টি সমাধান করতে পারতেন। কিন্তু সেটা না করে তার ভেরিফায়েড ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস দিয়ে সামাজিকভাবে হেয় করেছেন। একজন নারী উদ্যোক্তাকে যেখানে উনার পেট্রোনাইজ করার কথা, সেখানে প্রতারণা করলেন। এ জন্য তাকে আইনি নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু আইনি নোটিশের কোনো জবাব দেননি। তাই আমার মক্কেল তিশার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা করেছেন।” 

‘এ্যাপোনিয়া’ নামে একটি অনলাইন ফ্যাশন পেজ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তিশা। কথা ছিল শাড়িটির টাকা না দিয়ে তিনি প্রতিষ্ঠানটির প্রমোশন করবেন নিজের ফেসবুক পেজে। কিন্তু তিশা তা করেননি, টাকাও দেননি। একপর্যায়ে যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্যই প্রতারণার অভিযোগ আনেন ফ্যাশন পেজটির কর্ণধার।  

ওই নারী উদ্যোক্তার সঙ্গে তিশার ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও ভয়েস মেসেজে কথোপকথন পর্যালোচনা করে প্রতারণার সত্যতা পাওয়া গেছে। যা নিয়ে সংবাদ প্রকাশ হলে সম্প্রতি তুমুল সমালোচনার মুখে পড়েন তিশা। বিষয়টি নিয়ে তিশা তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে দাবি করেছিলেন, “ওই শাড়িটি নাকি উপহার দিয়েছেন নারী উদ্যোক্তা।”  

এরপর প্রতারণা, মানহানিকর কথা ও ছলচাতুরীর অভিযোগে এক লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে তানজিন তিশাকে (তানজিন নাহার তিশা) আইনি নোটিশ দিয়েছিলেন ‘এ্যাপোনিয়া’ অনলাইন ফ্যাশন পেজের কর্ণধার ঝিনুকের হয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী সলিমুল্লাহ সরকার। গত ২২ অক্টোবর তানজিন তিশার বাসার ঠিকানায় ডাকযোগে এবং তিশার হোয়াটসঅ্যাপে আইনি নোটিশটি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছিলেন এ্যাপোনিয়া কর্তৃপক্ষ।  

আইনি নোটিশে এক সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণের পাশাপাশি ওই নারী উদ্যোক্তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার করার জন্য ক্ষমা চাইতে বলা হয় তিশাকে। কিন্তু আইনি নোটিশে বেধে দেওয়া নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও বিষয়টি নিয়ে কোনো সমাধানে যাননি তিশা। উল্টো বলেছেন, “গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক।” 

ফ্যাশন পেজের কর্ণধার ঝিনুক গণমাধ্যমে বলেন, “যে কোনো পেশাতেই একটা ইথিক্স থাকে। সেই অনুযায়ী কাজ না করলে পেশার সম্মান থাকে না। শিল্পীরা তো পানির মতো সহজ সরল হওয়ার কথা। তারা মানুষের জন্যই কাজ করেন। তাদেরকে মানুষ ফলো করেন। কিন্তু শিল্পী যদি এভাবে প্রতারণা করেন, মানুষের বিশ্বাস ভঙ্গ করেন সেটা আসলে দুঃখজনক। যেহেতু বিষয়টি মামলায় গড়িয়েছে। আমি আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। আমার বিশ্বাস ন্যায় বিচার পাব।” 

তিশা তার ক্যারিয়ারে দারুণ সময় পার করছেন। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে বড় পর্দায় পা রাখতে যাচ্ছেন। ‘সোলজার’ শিরোনামের সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • যুক্তরাষ্ট্রে ৬ বছরের ছাত্রের গুলিতে আহত শিক্ষককে কোটি ডলার ক্ষতিপূরণের নির্দেশ
  • আইনজীবীদের নিয়ে আপত্তিকর মন্তব্য, মেজবাহউদ্দীন ফরহাদকে ক্ষমা চাওয়ার আহ্বান
  • পদে থেকেও নির্বাচন করা যায়: অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান
  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলমের হাইকোর্টে জামিন
  • সজলকে ধরে রাখে রনি, পরে একটি গুলির শব্দ পাই
  • নায়িকা তিশার বিরুদ্ধে মামলা
  • ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী: কে কেন কীভাবে
  • ভালো কাজের বিনিময়ে কারামুক্তি, কেমন আছেন তাঁরা
  • সংবিধানের ৫৩ বছর: বাস্তবায়ন নিশ্চিত করতে সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কৃতি বদলের আহ্বান