সরকারের শাটডাউন কর্মকাণ্ডের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে দুই হাজারেরও বেশি ফ্লাইট বিলম্বিত কিংবা যাত্রা বাতিল হয়েছে। শুক্রবার দেশের বাইরে বা দেশের অভ্যন্তরে ১ হাজার ২৩৮টি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং আরো ৮২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে বিবিসি জানিয়েছে।

শিকাগো ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং আরো ৫৭টি বিলম্বিত হয়েছে। জর্জিয়ার হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৮টি বাতিল এবং ৩০টি বিলম্ব হয়েছে।

যুক্তরাষ্ট্রে বর্তমানে যে শাটডাউন চলছে, তা দেশটির ইতিহাসে সবচেয়ে বড়। এর আগে সর্বোচ্চ ৩৫ দিন ছিল তবে এবার ৩৬ দিনে গড়িয়েছে। এ সময়ের মধ্যে ১৩ হাজার এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং ৫০ হাজার ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ) কর্মী বিনা বেতনে কাজ করছেন। ফলে কর্মীসংকট মারাত্মক আকার ধারণ করেছে, বিমান চলাচলে দেরি হচ্ছে এবং নিরাপত্তা তল্লাশিতে দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, ফেডারেল সরকারের বন্ধের সময় বিমান চলাচল নিয়ন্ত্রণের নিরাপত্তা বজায় রাখার জন্য এই পদক্ষেপটি প্রয়োজনীয়। এখনো পর্যন্ত সমাধানের কোনো লক্ষণ নেই।

বিমান সংস্থাগুলো অভ্যন্তরীণ ফ্লাইট কমাতে শুরু করলে নিউ ইয়র্কের জেএফকে এবং লস অ্যাঞ্জেলেসের এলএএক্স-এর মতো বিশ্বব্যাপী কেন্দ্রগুলোপ্রভাবিত হবে, যার অর্থ বিলম্ব এবং আকস্মিক পরিবর্তন। এই পরিবর্তন আন্তর্জাতিক বিমান চলাচলের উপর বিপর্যয়কর প্রভাব ফেলতে পারে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের প্রশাসক ব্রায়ান বেডফোর্ড বলেছেন, “আমরা সিস্টেমে চাপের লক্ষণ দেখতে পাচ্ছি, তাই আমেরিকান জনগণ যাতে নিরাপদে উড়তে পারে তা নিশ্চিত করার জন্য আমরা সক্রিয়ভাবে ফ্লাইটের সংখ্যা কমিয়ে আনছি।”

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ ল ইট ব

এছাড়াও পড়ুন:

বিএনপি নেতা রিজভীকে পা ছুঁয়ে সালাম করা সেই সার্জেন্ট সাময়িক বরখাস্ত

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করা সেই সার্জেন্টকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আরিফুল ইসলাম নামের ওই সার্জেন্ট পুলিশের মিরপুর ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। যদিও পুলিশ বলছে, পা ছুঁয়ে সালাম করার সঙ্গে বরখাস্ত হওয়ার সম্পর্ক নেই। দায়িত্বে অনুপস্থিত থাকায় তাঁকে এই শাস্তি দেওয়া হয়েছে।

আজ শুক্রবার রাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান মুঠোফোনে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে শুক্রবার সকাল দশটার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রুহুল কবির রিজভীসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে গাড়িতে ওঠার সময় তাঁর পা ছুঁয়ে সালাম করেন সার্জেন্ট আরিফুল ইসলাম। এই ঘটনার ভিডিও মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে মোহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ডিউটিতে অনুপস্থিত থাকায় আরিফুল ইসলাম নামে একজন সার্জেন্টকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁকে ডিএমপি সদর দপ্তরের প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে। ভিডিওর সঙ্গে বরখাস্তের সম্পর্ক নেই।’

তবে পুলিশের ট্রাফিক বিভাগ সূত্র জানায়, আজ শুক্রবার সকালে মিরপুরের টোলারবাগ এলাকায় উচ্ছেদ অভিযানে থাকার কথা ছিল আরিফুলের। কিন্তু তিনি উচ্ছেদ অভিযানে অংশ না নিয়ে শেরেবাংলা নগরের জিয়াউর রহমানের সমাধিস্থল এলাকায় ছিলেন। সেখানে তিনি বিএনপি নেতা রিজভীর পা ছুঁয়ে সালাম করেন। এ কারণেই তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ