৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কমিটির আয়োজনে সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এই শোভাযাত্রায় খাঁচায় বন্দী অবস্থায় প্রতীকী শেখ হাসিনাকে প্রদর্শন করেছেন দলটির নেতা–কর্মীরা।

আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রা–পূর্ববর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়। বেলা তিনটার দিকে সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, একটি খাঁচার ভেতরে একজন নারী শেখ হাসিনার সাজে দাঁড়িয়ে আছেন। তাঁকে কারাবন্দী হিসেবে দেখানো হয়েছে। তাঁর মুখের দুই পাশ থেকে বেরিয়ে ছিল কৃত্রিম বড় দুটি দাঁত। খাঁচার সামনে কাগজে লেখা ছিল, ‘আমি ভোটচোর’, ‘আমি দলের সমস্ত নেতা–কর্মীদের ফেলে পালিয়ে যাই’, ‘আমি দেশের নিরীহ মানুষ খুন করি’, ‘আমি হেলিকপ্টার থেকে গুলি করে শিশু ও নারীদের হত্যা করি’ ইত্যাদি।

এ ছাড়া ঢাকা কেন্দ্রীয় কারাগারের একটি প্রতীকী খাঁচাও প্রদর্শন করা হয়। এর ভেতরে প্রতীকী হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি, শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে দেখানো হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের একটি প্রতীকী খাঁচাও প্রদর্শন করা হয়। এর ভেতরে প্রতীকী হিসেবে কয়েকজনকে ওবায়দুল কাদের, আনিসুল হক, শাজাহান খান, হাসানুল হক ইনু, সালমান এফ রহমান, জুনাইদ আহমেদ পলক হিসেবে দেখানো হয়। ৭ নভেম্বর.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ফিফা দ্য বেস্ট জয়ের দৌড়েও দেম্বেলে–ইয়ামাল দ্বৈরথ

ব্যালন ডি’অরের পর এবার ফিফা ‘দ্য বেস্ট’ এর লড়াইয়েও মুখোমুখি উসমান দেম্বেলে ও লামিনে ইয়ামাল। ফিফা গতকাল রাতে ‘বেস্ট’ পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশের পরই তৈরি হয়েছে দুজনের লড়াইয়ের মঞ্চ। এর আগে ইয়ামালকে হারিয়ে ব্যালন ডি’অরের পুরস্কার জেতেন দেম্বেলে।

ফিফার এবারের বর্ষসেরার পুরস্কার জয়ের দৌড়েও দেম্বেলের পাল্লাই ভারি। গত মৌসুমে পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগসহ ‘ট্রেবল’ জেতা দেম্বেলে ৫৩ ম্যাচে ৩৫ গোল করার পাশাপাশি ১৬টি গোল করিয়েছেন। বার্সেলোনার হয়ে ঘরোয়া ‘ট্রেবল’ জেতা ইয়ামাল ৫৫ ম্যাচে ১৮ গোল করার পাশাপাশি ২৫টি গোল করিয়েছেন।

মনোনীতদের তালিকায় পিএসজি থেকে আছেন আশরাফ হাকিমি, ভিতিনিয়া এবং নুনো মেন্দেস। রিয়াল মাদ্রিদ থেকে জায়গা পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে, বায়ার্ন মিউনিখ থেকে হ্যারি কেইন, চেলসি থেকে কোল পালমার, বার্সেলোনা থেকে পেদ্রি ও রাফিনিয়া এবং লিভারপুল থেকে মোহাম্মদ সালাহ। তবে শেষ পর্যন্ত এই পুরস্কারটি দেম্বেলে কিংবা ইয়ামালের হাতে উঠবে বলেই ধারণা করা হচ্ছে।

প্রথম আলো গ্রাফিকস

সম্পর্কিত নিবন্ধ