নাটোরে বাসচাপায় সিএনজি অটোরিকশার চালকসহ চারজন নিহতের ঘটনায় বাসচালক মামুনুর রশিদকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। 

আজ বুধবার (২৫ জুন) দুপুরে গ্রেপ্তারকৃত মামুনুর রশিদকে আদালতে পাঠানো হয়।

এর আগে, মঙ্গলবার (২৪ জুন) রাত আটটার দিকে রাজশাহীর চকপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামুনুর রশিদ রাজশাহীর পুঠিয়া থানার ভাংড়া গ্রামের আশরাফ আলীর ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুর রহমান জানান, গত ২০ জুন বিকেল সাড়ে চারটার দিকে রাব্বী পরিবহনের যাত্রীবাহী বাস নাটোর-রাজশাহী মহাসড়কের বনবেলঘড়িয়া এলাকায় একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে চালকসহ মোট চারজন নিহত হন।

এ ঘটনায় সিএনজি চালক বাবুর স্ত্রী বাদী হয়ে সড়ক আইনে একটি মামলা দায়ের করেন। পরে ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় বাসচালক মামুনুর রশিদকে গ্রেপ্তার করে। পরে আজ বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

ঢাকা/আরিফুল/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ঘটন য

এছাড়াও পড়ুন:

ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পিকআপ, চালকসহ নিহত ২

ঢাকার ধামরাইয়ে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।

রবিবার (২১ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার পাড়াগ্রাম-ধানতারা আঞ্চলিক সড়কের কান্দাপটল এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

আরো পড়ুন:

মাদারীপুরে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

জানাজায় অংশ নিতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

নিহত দুইজনের নামই মনির হোসেন। একজন দেপাশাই এলাকার মৃত কছিমুদ্দিনের ছেলে, অপরজন চাপিল এলাকার সৈকত হোসেনের ছেলে। 

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রাতে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি প্রথমে সড়কের পাশের গাছে ধাক্কা দেয়। এরপর সেটি পুকুরে পড়ে যায়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত দুইজনকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। 

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। আহত দুইজনের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

ঢাকা/সাব্বির/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পিকআপ ভ্যান, চালকসহ নিহত ২
  • ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পিকআপ, চালকসহ নিহত ২