নাটোরে বাসচাপায় সিএনজি অটোরিকশার চালকসহ চারজন নিহতের ঘটনায় বাসচালক মামুনুর রশিদকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। 

আজ বুধবার (২৫ জুন) দুপুরে গ্রেপ্তারকৃত মামুনুর রশিদকে আদালতে পাঠানো হয়।

এর আগে, মঙ্গলবার (২৪ জুন) রাত আটটার দিকে রাজশাহীর চকপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামুনুর রশিদ রাজশাহীর পুঠিয়া থানার ভাংড়া গ্রামের আশরাফ আলীর ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুর রহমান জানান, গত ২০ জুন বিকেল সাড়ে চারটার দিকে রাব্বী পরিবহনের যাত্রীবাহী বাস নাটোর-রাজশাহী মহাসড়কের বনবেলঘড়িয়া এলাকায় একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে চালকসহ মোট চারজন নিহত হন।

এ ঘটনায় সিএনজি চালক বাবুর স্ত্রী বাদী হয়ে সড়ক আইনে একটি মামলা দায়ের করেন। পরে ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় বাসচালক মামুনুর রশিদকে গ্রেপ্তার করে। পরে আজ বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

ঢাকা/আরিফুল/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ঘটন য

এছাড়াও পড়ুন:

মামুন মাহমুদের সাথে ঢাবি হল শাখা ছাত্রদলের কমিটিতে স্থান পাওয়া সিদ্ধিরগঞ্জের নেতাদের শুভেচ্ছা বিনিময়

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের সাথে ঢাবি ছাত্রদলের নবগঠিত হল কমিটিতে স্থান পাওয়া সিদ্ধিরগঞ্জে নেতৃবৃন্দ ফুলেল শুভেচছা বিনিময় করেছেন। 

শনিবার (৯ আগস্ট) রাত ১০ টায় জেলা বিএনপির কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় হয়।

ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের যুগ্ন আহ্ববায়ক ইয়াসিন আরাফাত, মাস্টারদা সূর্যসেন হলের যুগ্ন আহ্বায়ক জাহিদুল ইসলাম পান্থ ও তরিকুল ইসলাম তারেক, 

মুজিব হলের যুগ্ন আহবায়ক হেদায়েত উল্লাহ আবীর।

এসময়ে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্তমান কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শাকের আহমেদ সোহান, মোঃ আবুল কাশেম, রিয়াজ উদ্দিন।

শুভেচ্ছা বিনিময়ের সময়ে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ নবগঠিত কমিটির নেতাদের স্বাগত জানান এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মেধাভিত্তিক তারুণ্য নির্ভর আগামীর  বাংলাদেশের ভাবনার বিষয়টি স্মরণ করিয়ে দেন। জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্রদলের ঐতিহাসিক ভুমিকা ও ত্যাগের কথাও তিনি স্মরণ করে তাদের প্রতি রক্তিম শুভেচ্ছা জানান।

ঢাবি ছাত্রদলের নারায়ণগঞ্জে বসবাসকারী সকলের যেকোনো প্রয়োজনে তিনি সর্বদা পাশে থাকবেন বলে জানান অধ্যাপক মামুন মাহমুদ।

সম্পর্কিত নিবন্ধ