সম্মিলিতভাবে কাজ করলে আরও সফলভাবে ক্যানসার মোকাবিলা সম্ভব
Published: 25th, June 2025 GMT
বাংলাদেশে ক্যানসার রোগ ও চিকিৎসা নিয়ে যে ভুল ধারণা ও কুসংস্কার ছিল, তা ধীরে ধীরে বদলাচ্ছে। গণমাধ্যম মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে বড় ভূমিকা রাখছে। সবাই মিলে কাজ করলে ক্যানসার মোকাবিলা আরও সফলভাবে করা সম্ভব।
এসকেএফ অনকোলোজি আয়োজন করে ‘বিশ্বমানের ক্যানসার চিকিৎসা এখন বাংলাদেশে’ শীর্ষক অনলাইন আলোচনায় এ কথা উঠে আসে।
প্রতিবছর জুন মাসের তৃতীয় বৃহস্পতিবার বিশ্বজুড়ে পালিত হয় ‘ওয়ার্ল্ড কিডনি ক্যানসার ডে’। এ বছর দিনটি পালিত হয় ১৯ জুন। এই বিশেষ দিবস ঘিরে সবার মধ্যে ক্যানসারবিষয়ক সচেতনতা তৈরিতে শনিবার (২১ জুন) ওই অনলাইন আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন নাসিহা তাহসিন। অতিথি হিসেবে ছিলেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিকেল অনকোলজিস্ট ও চিফ মেডিকেল অফিসার ডা.
এ পর্বে আলোচনার বিষয় ছিল ‘রেনাল সেল কার্সিনোমা’। বাংলাদেশে কিডনি ক্যানসারের বর্তমান পরিস্থিতি, ডায়াগনোসিস, আধুনিক চিকিৎসাব্যবস্থা, সচেতনতা, প্রতিরোধব্যবস্থা ইত্যাদি নিয়ে পরামর্শ দেন ডা. এ টি এম কামরুল হাসান। পর্বটি সরাসরি প্রচারিত হয় প্রথম আলো ডটকম এবং প্রথম আলো, এসকেএফ অনকোলোজি ও এসকেএফের ফেসবুক পেজে।
অনুষ্ঠানের শুরুতেই উপস্থাপক নাসিহা তাহসিন বলেন, ‘কিডনি ক্যানসার সম্পর্কে জনসচেতনতা বাড়ানো ও রোগ শনাক্তকরণে সময়মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে এ দিবসের উদ্দেশ্য। একই সঙ্গে জুন মাসজুড়ে বিশ্বব্যাপী পালিত হয় “ন্যাশনাল ক্যানসার সারভাইভার মান্থ”, যা ক্যানসার জয় করে বেঁচে থাকা লাখো মানুষকে সম্মান জানানো এবং তাদের সাহস ও সংগ্রামের গল্প তুলে ধরার একটি সুযোগ।’
‘ক্যানসার সারভাইভার মান্থ’ প্রসঙ্গে ডা. এ টি এম কামরুল হাসান বলেন, ‘ক্যানসার নিয়ে মোটামুটি আমরা সবাই এখন সচেতন। ক্যানসারের যুদ্ধ সেই দীর্ঘ পরিক্রমা—অর্থাৎ রোগ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসা পর্যন্ত। এই সময়টাতে রোগী শারীরিক, মানসিক ও মানবিক বিভিন্ন স্তরের মধ্য দিয়ে যায়। চিকিৎসার পর যত দিন পর্যন্ত রোগী স্বাভাবিক জীবনে ফিরে আসে, তত দিন তাঁর মানসিক, শারীরিক ও আর্থিক সহায়তা প্রয়োজন। এ সচেতনতা সবার মধ্যে তুলে ধরতেই পালিত হয় ক্যানসার সারভাইভার মান্থ।’
ক্যানসার সারভাইভার হিসেবে কাদের ধরা হয়? এমন প্রশ্নের উত্তরে ডা. এ টি এম কামরুল হাসান বলেন, ‘একজন রোগী যখন চিকিৎসা শুরু করেন, তখন থেকেই তাঁকে ক্যানসার সারভাইভার হিসেবে ধরা হয়। কারণ, তখন থেকেই তিনি আমাদের সারভাইভারশিপ প্রোগ্রামের আওতায় চলে আসেন। এই প্রোগ্রাম পুরো চিকিৎসাজুড়ে রোগীকে সহায়তা দেওয়ার জন্য তৈরি। রোগী সম্পূর্ণ সুস্থ হতে পারেন, আংশিক নিয়ন্ত্রণে থাকতে পারেন কিংবা ক্যানসার ছড়িয়ে যেতে পারে—তিন ক্ষেত্রেই তিনি সারভাইভারশিপ কাঠামোর অংশ। এমনকি “পেলিয়েটিভ কেয়ারের” মাধ্যমে কষ্ট লাঘব করাও এই ধারার মধ্যে পড়ে।’
ক্যানসারের সঙ্গে সারভাইভ করার হারে প্রতিবছর বাংলাদেশ কী ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যায়? জানতে চাওয়া হলে ডা. এ টি এম কামরুল হাসান বলেন, ‘বাংলাদেশে ক্যানসার রোগ ও চিকিৎসা নিয়ে যে ভুল ধারণা ও কুসংস্কার ছিল, তা ধীরে ধীরে বদলাচ্ছে। আগে ক্যানসার মানেই মানুষ ধরে নিত মৃত্যু অনিবার্য। আজও রোগীরা আসেন এবং বলেন, পাশের বাড়ির লোক বলেছে কেমোথেরাপি নিলে আর বাঁচা যাবে না। কিন্তু এখন সেই মানসিকতা থেকে আমরা অনেকটাই বের হয়েছি।’
ডা. এ টি এম কামরুল হাসান বলেন, ‘গত কয়েক বছরে ক্যানসার চিকিৎসায় এসেছে পদ্ধতিগত পরিবর্তন, রোগীদের মানসিকতায় এসেছে সাহস ও সচেতনতা। এখন রোগীরা নিজেরাই চিকিৎসা নিতে আসছেন। ক্যানসার এখন চিকিৎসাযোগ্য—এটা মানুষ বিশ্বাস করতে শিখছে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশে এখন প্রায় সব ধরনের ক্যানসারের চিকিৎসা পাওয়া যাচ্ছে। সার্জিক্যাল, মেডিকেল, রেডিয়েশনসহ সীমিত রিসোর্সে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এই বার্তাগুলো মানুষের কাছে পৌঁছানো খুব জরুরি।’
এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকাকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে ডা. কামরুল হাসান বলেন, ‘গণমাধ্যম মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে বড় ভূমিকা রাখছে। সবাই মিলে কাজ করলে ক্যানসার মোকাবিলা আরও সফলভাবে করা সম্ভব।’
বাংলাদেশে কিডনি ক্যানসারের বর্তমান পরিস্থিতি, ডায়াগনোসিস, আধুনিক চিকিৎসাব্যবস্থা, সচেতনতা, প্রতিরোধব্যবস্থা ইত্যাদি নিয়ে পরামর্শ দেন ডা. এ টি এম কামরুল হাসানউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের মানুষ অসাধারণ, খাবার অসাধারণ: বিদায়বেলায় হানিয়া আমির
প্রথমবারের মতো বাংলাদেশে এসেই আলোচনার ঝড় তুলেছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে উন্মাদনার শেষ নেই।
পাকিস্তানে ফেরার আগে বাংলাদেশের মানুষের পাশাপাশি খাবারেরও প্রশংসা করেছেন হানিয়া। গতকাল মঙ্গলবার রাত ১১টা ৫৭ মিনিটে এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, পাকিস্তানে ফিরে যাওয়ার সময় এসেছে। বাংলাদেশের ভক্ত ও জনগণকে বিদায় জানানো খুব কঠিন, যারা আমাকে সত্যিই ভালোবাসে এবং সমর্থন করে।’
হানিয়া লিখেছেন, ‘তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। খাবার অসাধারণ ছিল, মানুষগুলো অসাধারণ। অনেক ধন্যবাদ।’
আরও পড়ুনহানিয়া আমির কি পুরোনো প্রেমে ফিরছেন০১ জুলাই ২০২৫একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে ঢাকায় এসেছিলেন হানিয়া। ইতিমধ্যে তাঁর পাকিস্তানে ফেরার কথা রয়েছে।
পাকিস্তানের গণ্ডি পেরিয়ে বাংলাদেশ ও ভারতেও তুমুল জনপ্রিয় হানিয়া। অভিনয় থেকে স্টাইল—সবখানেই তাঁকে নিয়ে অনুরাগীদের উন্মাদনা দেখা যায়।
২০১৬ সালে ‘জনান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে হানিয়ার। এক দশকের ক্যারিয়ারে ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’-এর মতো ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পেয়েছেন তিনি।
হানিয়া আমির