ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে দোকানকর্মী নিহতের ঘটনায় করা মামলায় কারাবন্দি চট্টগ্রামের সাবেক তিন এমপিসহ ১০ নেতাকে গ্রেপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশের করা আবেদনের ওপর শুনানি শেষে গতকাল বুধবার এ আদেশ দেন চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মোস্তফা।

১০ জন হলেন– চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী, চট্টগ্রাম-১১ আসনের সাবেক এমপি এম এ লতিফ, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু, রেখা আলম চৌধুরী, আওয়ামী লীগ নেতা আবুল বশর, মোহাম্মদ এমরান ও তাঁর স্ত্রী জিনাত সোহানা চৌধুরী, আকবর আলী ও রেজাউল হাসান সবুজ।

দোকানকর্মী শহিদুল ইসলাম ২০২৪ সালের ৩ আগস্ট সন্ধ্যায় চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকার কাঁচা বাজার থেকে বাসায় ফিরছিলেন। পথে সড়ক অবরোধ করে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে আসামিরা এলোপাতাড়ি গুলি চালান। ৭টা ২৫ মিনিটের দিকে গুলিবিদ্ধ হন শহিদুল। পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ১৯ আগস্ট চান্দগাঁও থানায় মামলা করেন শহিদুলের ভাই।

মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, শহিদুল নিহতের ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা চান্দগাঁও থানার এসআই নুরুল হক এজাহারবহির্ভূত ১০ জনকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করেন। আদালত শুনানি শেষে শ্যোন অ্যারেস্টের আদেশ দিয়েছেন।

তদন্তে ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা ও আন্দোলন দমাতে অর্থায়নের তথ্য পাওয়ায় জিজ্ঞাসাবাদের স্বার্থে গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। ১০ জনের মধ্যে ফজলে করিম চৌধুরী ছাড়া বাকিদের শুনানির সময় আদালতে হাজির করা হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে থাকায় তাঁকে ভার্চুয়ালি শুনানিতে যুক্ত করা হয়।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ১০ জন

এছাড়াও পড়ুন:

এক রাতে ইউক্রেনে ৪৫০ ড্রোন, ৪৫ ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, নিহত ১১

রাজধানী কিয়েভসহ ইউক্রেনজুড়ে শুক্রবার রাতে ৪৫০টির বেশি বিস্ফোরক বোঝাই ড্রোন আর ৪৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এর মধ্যে কয়েকটি ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও আবাসিক ভবনে আঘাত হেনেছে। নিহত হয়েছেন অন্তত ১১ জন। আহত অনেকে।

বিবিসি বলছে, দিনিপ্রো শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে হামলায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। জাপোরিঝিয়ায় রুশ হামলায় তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রাতভর রাজধানী কিয়েভসহ ইউক্রেনের ২৫টি জায়গায় রুশ হামলার খবর মিলেছে। হামলার ফলে অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো টেলিগ্রামে বলেন, রুশ হামলায় দেশটির পোলতাভা, খারকিভ ও কিয়েভ অঞ্চলে প্রধান জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধারের কাজ চলছে।

আল–জাজিরা জানিয়েছে, এক রাতে ইউক্রেনজুড়ে রুশ হামলায় নিহত হয়েছেন মোট ১১ জন।

ইউক্রেনের বিমান বাহিনী শনিবার সকালে জানায়, এক রাতে রাশিয়া ৪৫০টিরও বেশি বিস্ফোরক বোঝাই ড্রোন ও ৪৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে নয়টি ক্ষেপণাস্ত্র ও ৪০৬টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

তবে ইউক্রেনের বেসামরিক স্থাপনায় হামলার কথা অস্বীকার করেছে রাশিয়া। দেশটি দাবি করেছে, ইউক্রেনের সামরিক বাহিনীকে লক্ষ্যবস্তু বানিয়ে হামলা করা হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী শুক্রবার রাতে ইউক্রেনের ৭৯টি ড্রোন ভূপাতিত করেছে।

আরও পড়ুনরাশিয়ার পক্ষে দেড় হাজার আফ্রিকান যুদ্ধ করছে, দাবি ইউক্রেনের১০ ঘণ্টা আগেআরও পড়ুনইউক্রেনকে টমাহক দেওয়ার বিষয়ে ট্রাম্প কী ভাবছেন০৩ নভেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ