চট্টগ্রামের সাবেক তিন এমপিসহ ১০ জন শ্যোন অ্যারেস্ট
Published: 26th, June 2025 GMT
ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে দোকানকর্মী নিহতের ঘটনায় করা মামলায় কারাবন্দি চট্টগ্রামের সাবেক তিন এমপিসহ ১০ নেতাকে গ্রেপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশের করা আবেদনের ওপর শুনানি শেষে গতকাল বুধবার এ আদেশ দেন চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মোস্তফা।
১০ জন হলেন– চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী, চট্টগ্রাম-১১ আসনের সাবেক এমপি এম এ লতিফ, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু, রেখা আলম চৌধুরী, আওয়ামী লীগ নেতা আবুল বশর, মোহাম্মদ এমরান ও তাঁর স্ত্রী জিনাত সোহানা চৌধুরী, আকবর আলী ও রেজাউল হাসান সবুজ।
দোকানকর্মী শহিদুল ইসলাম ২০২৪ সালের ৩ আগস্ট সন্ধ্যায় চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকার কাঁচা বাজার থেকে বাসায় ফিরছিলেন। পথে সড়ক অবরোধ করে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে আসামিরা এলোপাতাড়ি গুলি চালান। ৭টা ২৫ মিনিটের দিকে গুলিবিদ্ধ হন শহিদুল। পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ১৯ আগস্ট চান্দগাঁও থানায় মামলা করেন শহিদুলের ভাই।
মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, শহিদুল নিহতের ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা চান্দগাঁও থানার এসআই নুরুল হক এজাহারবহির্ভূত ১০ জনকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করেন। আদালত শুনানি শেষে শ্যোন অ্যারেস্টের আদেশ দিয়েছেন।
তদন্তে ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা ও আন্দোলন দমাতে অর্থায়নের তথ্য পাওয়ায় জিজ্ঞাসাবাদের স্বার্থে গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। ১০ জনের মধ্যে ফজলে করিম চৌধুরী ছাড়া বাকিদের শুনানির সময় আদালতে হাজির করা হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে থাকায় তাঁকে ভার্চুয়ালি শুনানিতে যুক্ত করা হয়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ১০ জন
এছাড়াও পড়ুন:
নোয়াখালীতে আগুনে পুড়ল ১১টি দোকান ও একটি কারখানা
নোয়াখালীর সেনবাগে একটি কাঠের আসবাবপত্র তৈরির কারখানা, গোডাউনসহ অন্তত ১১টি দোকান আগুনে পুড়ে গেছে। শনিবার (৯ আগস্ট) রাত ১টার দিকে উপজেলার সেবারহাট বাজারে ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিসের সেনবাগ, চৌমুহনী ও মাইজদীর পাঁচটি ইউনিট প্রায় সাড়ে ৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ১টার দিকে সেবারহাটে একটি আসবাবপত্র তৈরির কারখানা থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন আশপাশের ১১টি দোকানে ছড়িয়ে পড়ে। আজ সকাল সাড়ে ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
আরো পড়ুন:
নেত্রকোণার ধলাই নদীতে বাল্কহেড ডুবে ২ শ্রমিক নিখোঁজ
মানিকগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন, ৬০ কোটি টাকার ক্ষতি
আগুনে আসবাবপত্র তৈরির কারখানা, মেশিনারিজ সামগ্রী, থাই অ্যালুমিনিয়াম পণ্য বিক্রির দোকানসহ অন্তত ১১টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে ভুক্তভোগী ব্যবসায়ীদের ৩৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সেনবাগ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো.সাব্বির হোসেন বলেন, “পাঁচটি ইউনিট প্রায় সাড়ে ৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ডের কারণ তদন্ত শেষে বলা যাবে।”
ঢাকা/সুজন/মাসুদ