বাস্তবের প্রকল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা
Published: 26th, June 2025 GMT
সারা দুনিয়ায় প্রযুক্তির নতুন মাত্রা হিসেবে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের বিভিন্ন জিজ্ঞাসার দিকে ঠেলে দিচ্ছে। এই ক’দিন আগে চ্যাটজিপিটির উদ্ভাবন শক্তি নিয়ে অন্যান্য বিশ্বের মতো বাংলাদেশেও বেশ আলোচনার ঝড় উঠেছিল। প্রযুক্তির এই নতুন নতুন উদ্ভাবন আমাদের জীবনযাপনকে যেমন সহজ করেছে, তেমনি বহু সংকটেরও সৃষ্টি করেছে। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে চ্যাটজিপিটি দিয়ে শত শত গল্প লিখে জমা দেওয়ার প্রমাণ সাপেক্ষে মার্কিন অনলাইন ফ্যান্টাসি ও সায়েন্স ফিকশন ম্যাগাজিন বন্ধ হয়ে গেছে। মানুষ ও প্রযুক্তি কোনো কোনো ক্ষেত্রে যে মুখোমুখি হয়ে পড়ছে, এ ঘটনা তারই প্রমাণ।
বুধবার অন্তর্বর্তী সরকারপ্রধান ড.
একদিক থেকে সরকারের এই সিদ্ধান্ত অভূতপূর্ব ও সাধুবাদযোগ্য। একইভাবে এটাও জিজ্ঞাসা, বাংলাদেশ এআই প্রযুক্তি ব্যবহার করে এ ধরনের প্রকল্প বাস্তবায়নে কতটা প্রস্তুত? আমরা হলিউডের অনেক সিনেমায় দেখেছি, যেখানে প্রোটাগনিস্ট বিভিন্ন কৌশলে বিশেষ এক প্রযুক্তির উদ্ভাবন করেন, যা ঘটনাচক্রে দানব হয়ে হাজির হয়। একটা পর্যায়ে সেই দানব সৃজনকারীর নিয়ন্ত্রণে আসে কিংবা তা ধ্বংস করে দেওয়া হয়। আমরাও এআই ব্যবহার করতে গিয়ে দানবের মুখোমুখি হচ্ছি কিনা?
বর্তমানে দেশের বিভিন্ন খাত এখনও আধুনিক সুযোগ-সুবিধার বাইরে। এখানে আধুনিক মানে কেবল প্রযুক্তির উৎকর্ষ নয়, বরং আমাদের মনস্তাত্ত্বিক অবস্থাও এখানে যুক্ত। কাজকর্মে গতিশীল হওয়া, অব্যবস্থাপনা দূর করা, সক্ষমতা বৃদ্ধি আধুনিকতারই অংশ। কিন্তু আমরা রাষ্ট্রীয় প্রকল্প বাস্তবায়নে যেভাবে এআই ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছি, আদতে তার পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর ব্যাপারে সচেতন কিনা? যেমন প্রকল্পে এআই ব্যবহার হলে খরচ কমে আসতে পারে এবং কাজের গতিও বাড়তে পারে। একইভাবে তদারকির জন্য যোগ্য ও সক্ষম ব্যক্তি না হলে এআই-নির্ভরতায় উল্টো ফল দেওয়ারও আশঙ্কা রয়েছে।
এ ছাড়া এআই ব্যবহারে জনবল কমে আসবে। এতে কর্মসংস্থান-সংক্রান্ত সংকট তৈরি হতে পারে। তবে সরকারের এআই ব্যবহারের উদ্দেশ্য কর্মসংস্থানে জনবলের
বদলে প্রযুক্তির স্থানান্তর নয়, বরং বিদ্যমান কাজে প্রধানত গতি ও সক্ষমতা বৃদ্ধি করা।
এআই মানুষের মতো বিদ্যমান জ্ঞান দিয়ে সমস্যার মীমাংসা করতে উদ্যোগী হয়।
এআই কম পরিচিত প্রকল্প নিয়ে কাজ করতে গিয়ে স্বাভাবিকভাবেই দুর্বল পরামর্শ দেবে। সে যাই হোক, কাজের সক্ষমতা ও গতি বাড়াতে এআই ব্যবহার দেশবাসীর জন্য সুখবর। সে ক্ষেত্রে সরকারকে বাড়তি কিছু ব্যাপারে সচেতন থাকতে হবে। যেমন রাষ্ট্রীয় গোপনীয় বিষয়গুলোতে এআই ব্যবহার করলে আন্তর্জাতিক নজরদারি সহজ হয়ে উঠতে পারে। খুব সহজে তথ্য পাচারের আশঙ্কাও থেকে যায়।
উন্নত বিশ্বে এআই ব্যবহার এখন মুহূর্তের ঘটনায় রূপ নিয়েছে। কিন্তু সেখানে যেভাবে ধীরে ধীরে নিজস্ব জ্ঞান সৃজন, শিক্ষা ও উদ্ভাবনের উৎকর্ষের মধ্য দিয়ে প্রযুক্তি বর্তমান পর্যায়ে দাঁড়িয়েছে, সে রকম অভিজ্ঞতা আমাদের নেই। এর মানে, প্রযুক্তি ব্যবহারে বড় ধরনের একটা উল্লম্ফন আমাদের মধ্যে ঘটছে। অর্থাৎ আমাদের মধ্যে একটা ফাঁপা জায়গা রয়ে যাচ্ছে।
বাস্তবতা হলো, এআই ব্যবহার করে প্রকল্প খরচ ও কাজের গতি বাড়িয়ে তোলার সমূহ সম্ভাবনা থাকলেও উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি সেটি নিশ্চিতে বাধা হয়ে দাঁড়াবে। এই সমস্যা আমাদের সেই অভিজ্ঞতাহীন উল্লম্ফনের পরিণতি বলে চিহ্নিত করা যায়।
প্রযুক্তির যথাযথ ব্যবহার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হলে দুর্বৃত্তায়নের অনানুষ্ঠানিক অর্থনৈতিক খাতগুলো আনুষ্ঠানিক পর্যায়ে আনা জরুরি, যার সঙ্গে যুক্ত রয়েছে স্বচ্ছতা ও জবাবদিহি।
ইফতেখারুল ইসলাম: সহসম্পাদক, সমকাল
Iftekarulbd@gmail.com
উৎস: Samakal
কীওয়ার্ড: প রকল প আম দ র সরক র
এছাড়াও পড়ুন:
রায় প্রত্যাখ্যান আওয়ামী লীগের
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে দুই নম্বর অভিযোগে শেখ হাসিনার মৃত্যুদণ্ড আদেশ দেওয়া হয়েছে। এই রায়কে প্রত্যাখ্যান করেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ।
সোমবার (১৭ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিও বার্তায় দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক বলেন, “আজ যে রায় ঘোষণা করেছে এ রায় বাংলার জনগণ প্রত্যাখ্যান করে। বাংলার জনগণ এ রায় মানে না, মানবে না।”
আরো পড়ুন:
রায়কে ‘পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বললেন শেখ হাসিনা
হাসিনার মৃত্যুদণ্ডের রায় ‘অতীতের প্রতিশোধ নয়’: প্রধান কৌঁসুলি
তিনি বলেন, “অবৈধ আদালত যে মামলার রায় দিয়েছে সেটি ১৪ অগাস্ট শুরু করে ১৭ নভেম্বর মামলা শেষ করেছে। ৮৪ জন সাক্ষীকে সামনে রেখে ৫৪ জনকে হাজির করে ২০ দিনে মামলা শেষ করেছে। এই দুই মাসের মধ্যে মাত্র ২০ দিন আদালত চলেছে।”
“এর প্রধান বিচারক গত এক মাস অনুপস্থিত ছিলেন। তারপরেও প্রতিশোধের লক্ষ্য নিয়ে মানুষের প্রিয় নেত্রীর বিরুদ্ধে যে রায় দিয়েছে।”
জাহাঙ্গীর কবীর নানক বলেন, “অচিরেই সরকারকে পদত্যাগে বাধ্য করব”।
এর আগে সোমবার (১৭ নভেম্বর) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে ২ নম্বর অভিযোগে শেখ হাসিনার মৃত্যুদণ্ড আদেশ দেওয়া হয়েছে।
এছাড়া মামলার অন্য আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার পর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে ৪৫৩ পৃষ্ঠার রায় পড়া শুরু হয়। দুপুর ২টা ৫০ মিনিটে এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল।
বিচারিক প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা এটিই প্রথম মামলা, যার রায় ঘোষণা হলো আজ।
ঢাকা/এসবি