প্রথম ইউনিটের রিঅ্যাক্টরের সুরক্ষা ব্যূহের পরীক্ষা সম্পন্ন
Published: 26th, June 2025 GMT
পাবনার ঈশ্বরদীতে বাস্তবায়নাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর কম্পার্টমেন্টের সুরক্ষা ব্যূহের অভেদ্যতা ও দৃঢ়তার পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে নকশা অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তামান পাওয়া গেছে বলে গতকাল বুধবার জানিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ।
সংশ্লিষ্টরা জানান, এ পরীক্ষার লক্ষ্য ছিল কোনো অস্বাভাবিক পরিস্থিতিতে কন্টেইনমেন্টের ভেতর চাপ বেড়ে গেলে তা কতটুকু সহ্য করতে সক্ষম, তা যাচাই করা। এ জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি কম্প্রেসারের মাধ্যমে কন্টেইনমেন্টের ভেতর চাপ বাড়ানো হয়। পরীক্ষায় অবকাঠামোর দৃঢ়তা ও অভেদ্যতার নিশ্চয়তা পাওয়া গেছে। পরমাণু জ্বালানি লোডিংয়ের আগে এটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা।
তারা আরও জানান, প্রিস্ট্রেসড রিইনফোর্সড কংক্রিট দিয়ে নির্মিত রিঅ্যাক্টর কন্টেইনমেন্ট অতি সুদৃঢ় একটি কাঠামো। এর ভেতরের দেয়ালে রয়েছে একটি শক্ত ইস্পাতের আবরণ। রিঅ্যাক্টর কমপার্টমেন্টটি এমনভাবে নকশা করা, যাতে বাহ্যিক আঘাত বা কোনো জরুরি পরিস্থিতিতে তেজস্ক্রিয় পদার্থ এর বাইরে বের হতে না পারে।
এদিকে রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে শিগগির আরও কিছু পরীক্ষা চালানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিরাপত্তা-সংশ্লিষ্ট এসব পরীক্ষার সময় উচ্চ শব্দ উৎপন্ন হবে। এ নিয়ে স্থানীয়দের আতঙ্কিত না হতে অনুরোধ করেছেন প্রকল্প-সংশ্লিষ্টরা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প বন প রকল প পর ক ষ
এছাড়াও পড়ুন:
ক্ষমতা নয়, জনগণের ভোট ফেরত দেওয়ার জন্য নির্বাচনের কথা বলছি: টুকু
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, “আমি ক্ষমতার জন্য কথা বলছি না বা সুষ্ঠু নির্বাচন চাচ্ছি না। আমরা জনগণের ভোট জনগণকে ফেরত দিতে চাই। এ রাষ্ট্রের মালিক হচ্ছে দেশের জনগণ। যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন, তাদের দেশের মানুষের মুখের ভাষা বুঝতে হবে। এই দেশের মানুষ ২০১৪, ১৮ ও ২৪ সালে ভোট দিতে পারেনি। এ দেশের মানুষ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে স্থিতিশীল বাংলাদেশ চায়।”
সোমবার (১১ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের শিল্পকলা একাডেমিতে স্বেচ্ছাসেবী সংগঠন টিএসএফ আয়োজনে ৬৪ জেলার স্বেচ্ছাসেবীদের নিয়ে আয়োজিত মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “ভোট নিয়ে যারাই ষড়যন্ত্র করেছে, তারাই জনগণের কাছে থেকে বিচ্ছিন্ন হয়েছে। জনগণের জন্য রাজনীতি করলে জনগণের অধিকার জনগণকে ফেরত দিতে হবে। আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। যে বাংলাদেশে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই।”
আরো পড়ুন:
হিট প্রকল্পে বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের বাদ দেওয়ার অভিযোগ
‘অধিকাংশ মানুষ বিএনপিকে ভোট দেবে’
তিনি আরো বলেন, “বিগত দিনে এ টাঙ্গাইল ছিল সন্ত্রাসীদের। টাঙ্গাইলের অনেক মানুষকে সন্ত্রাসীরা হত্যা করেছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলতে চাই। ফ্যাসিবাদের দোসররা আবার দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। আমরা নিরাপদ গণতান্ত্রিক জনগণের বাংলাদেশ চাই। জনগণের জন্য যারা কাজ করবে, সবাই মিলে এ রকম একটি সরকার চাই।”
এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুবদলের আহবায়ক রাশেদুল আলম।
অনুষ্ঠানে চার জন সাংবাদিক ও বিভিন্ন সামাজিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও ২০ জন অসহায় মানুষকে হুইল চেয়ার প্রদান করা হয়।
ঢাকা/কাওছার/মেহেদী