‘ধর্ষক আপনার বাপ হলেও প্রতিবাদ করেন’
Published: 29th, June 2025 GMT
কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে বসতঘরের দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ খবর প্রকাশ্যে আসার পর সারাদেশে তোলপাড় চলছে। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরা। শোবিজ অঙ্গনের তারকারাও ব্যতিক্রম নন।
রবিবার (২৯ জুন) দুপুরে জনপ্রিয় অভিনেতা নাসির উদ্দিন খান তার ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে ধর্ষণের মতো অপকর্ম নিয়ে কড়া সমালোচনা করেছেন ‘সিন্ডিকেট’ তারকা।
নাসির উদ্দিন খান বলেন, “যেকোনোভাবেই হোক নিজেকে চাপমুক্ত রাখার চেষ্টা করা উচিত’—আমার মেনে চলা নিয়মনীতির মধ্যে এটি অন্যতম। পরিবার-পরিজন কিংবা আশেপাশের শুভাকাঙ্ক্ষীদের সাথে আমার আলাপ আলোচনার কমন বিষয়ও এটি। কিন্তু দেশ-বিদেশের বর্তমান এই অস্থির সময়ে চাইলেই কি নিজেকে চাপমুক্ত রাখা যায়! নিজেকে যতই নানান ফান-ফুর্তিতে নিয়োজিত রেখে এইসব অস্থির বিষয় এড়িয়ে চলার চেষ্টা করি না কেন, তবু চোখের সামনে এসে হাজির হয় যুদ্ধ, ধর্মীয় বিদ্বেষ, নারী বিদ্বেষ, খুন, সংখ্যালঘু নির্যাতন, অসহায়ের উপর অত্যাচার, বিচারহীনতা, ইত্যাদি-ইত্যাদি-ইত্যাদি।”
আরো পড়ুন:
মুরাদনগরে দরজা ভেঙে নারীকে ধর্ষণের অভিযোগ
সাতক্ষীরায় শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১
কিছু মানুষ অপকর্মকে নানাভাবে আড়াল করার চেষ্টা করেন। তাদের উদ্দেশ্যে নাসির উদ্দিন খান বলেন, “সবচেয়ে বেশি খারাপ লাগে যখন দেখি লোকে এইসব অপকর্মকে ঢাকার জন্য নিজেকে কিংবা নিজের পছন্দের জাতি-গোষ্ঠীকে নানান অজুহাতে বা যুক্তিতর্কের মাধ্যমে রক্ষা করার চেষ্টা করে, অন্যের ঘাড়ে দোষ চাপাতে চায়। মনে রাখবেন, এই সব ঘটনা যেকোনো সময় যেকোনো মুহূর্তে আপনার আমার পরিবারের সাথেও ঘটতে পারে।”
নানা অজুহাতে ধর্ষণকে যারা ন্যায্যতা দিতে চান, তারাও ধর্ষক বলে মনে করেন নাসির উদ্দিন খান। তার ভাষায়, “ধর্ষক আপনার বাপ হলেও পারলে প্রতিবাদ করেন, নয়তো চুপ থাকেন। এটাওটা বলে এইসব অপকর্মকে ন্যায্যতা দিতে আইসেন না। ধর্ষকের পক্ষে কথা বলা কিংবা নানান অজুহাতে ধর্ষণকে ন্যায্যতা দেয়ার চেষ্টা করা প্রত্যেকটা মানুষও একেকজন ধর্ষক।”
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আমার নাকি মন খারাপ শাকিব খানের জন্য: মিষ্টি জান্নাত
চিত্রনায়িকা মিষ্টি জান্নাত কিছুদিন আগে বাবাকে হারিয়েছেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক আবেগঘন পোস্ট দিয়ে চলেছেন নায়িকা। এর আগে নানা সময়ে শাকিব খানের সঙ্গে তোলা ছবি শেয়ার করে আলোচনা ও সমালোচনায় ভাসছিলেন নায়িকা। শাকিব খান যখন আমেরিকায় বুবলী ও বীরের সঙ্গে সময় কাটাচ্ছেন সেই সময় মিষ্টি জান্নাতের একের পর এক আবেগঘন পোস্টকে নেটিজেনরা নাকি শাকিব খান কেন্দ্রিক করে ফেলেছেন— এমনই মনে করছেন মিষ্টি জান্নাত।
বুধবার রাতে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন মিষ্টি জান্নাত। তিনি পোস্টের সঙ্গে শাকিব খানের সঙ্গে তোলা একটি সেলফিও জুড়ে দিয়েছেন। মিষ্টি জান্নাত লিখেছেন, ‘‘আমার বাবা আজ ১৪ দিন হলো এই পৃথিবীতে নেই। আমি আমার বাবা-মায়ের রাজকন্যা। আমার পৃথিবী বলতে তারা দু’জনই। আমার কোনো আপন ভাইবোন নেই (যদিও আমার কাজিনরা আপন ভাইবোনের চেয়েও বেশি)। কোনোভাবেই আমি বা আমার পরিবার এই শোক কাটিয়ে উঠতে পারছি না। এর মধ্যে শাকিব খান আর আমাকে নিয়ে কত নিউজ হচ্ছে—বলছে, আমার নাকি মন খারাপ শাকিব খানের জন্য!’’
মিষ্টি জান্নাত ওই পোস্ট থেকে জানা যায়, তিনি বাবাকে নিয়ে স্ট্যাটাস দেন, আর নেটিজেনরা বলেন, মিষ্টি জান্নাত নাকি শাকিবের জন্য সুইসাইড করতে যাচ্ছেন! এদিকে মিষ্টি জান্নাতের বাবার মৃত্যুতে শাকিব খানসহ দেশের অনেক তারকা মিষ্টি জান্নাতকে সমবেদনা জানিয়ে মেসেজ দিয়েছেন। কিন্তু মিষ্টি জান্নাত সেই সব মেসেজের উত্তর দিতে পারেননি। কারও সঙ্গে কথা বলার মতো অবস্থায় তিনি নেই।
আরো পড়ুন:
বাবা হারালেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত
দয়া করে শাকিব খানকে প্রশ্নটি করুন: মিষ্টি জান্নাত
মিষ্টি জান্নাত আরও লিখেছেন, ‘‘ আমাকে নিয়ে এইসব ফালতু কমেন্ট, স্ট্যাটাস, নিউজ, ব্লগ করা বন্ধ করুন! কারও সাথে কোনো কিছু নিয়ে আমার কোনো পরিস্থিতি নেই। মিডিয়ার সবার সাথে আমার ভালো ফ্রেন্ডশিপ আছে। কিছু মানুষ আমাকে দেখতে পারে না—কারণ আমি তাদের চেয়ে অনেক বেশি সুন্দর, যোগ্য এবং মানসম্পন্ন। তাই তারা আমার স্ট্যাটাসে পৌঁছাতে পারে না, পারবেও না—এই কারণে দূর থেকে টাকা দিয়ে বা ব্যক্তিগত সম্পর্ক (লেডিজ) দিয়ে আমার বিরুদ্ধে লোক লাগায়।এইসব যারা করছে, সবার প্রমাণ রেখে দিয়েছি—প্রয়োজনে কাজে লাগাবো। শাকিব খানের সাথে আমার অনেক ছবি আছে—তাতে কী? বারবার কিসের প্রমাণ চান? আমি তার ব্যাপারে আর কোনো মন্তব্য বা কথা বলতে চাই না। আমি আপাতত কোনো কিছুর মন-মানসিকতায় নেই। একটু থামুন—অনেক হয়েছে।’’
মিষ্টি জান্নাত নেটিজেনদের উদ্দেশ্যে লিখেছেন, ‘‘আপনাদের কি বাবা-মা নেই? তারা যখন থাকবেন না, তখন বুঝতে পারবেন পৃথিবীটা কত কঠিন! বাবা ছিলেন—বুঝতে পারিনি কিছু। বাবা-মা থাকলে সব কিছু এমনিতেই হয়ে যায়। এখন বুঝতে পারছি। আর কিছু বাঙালি জাতির চেয়ে রাস্তায় পশুও মানুষের মন ও কষ্ট বোঝে। শান্তি চাই, শান্তি দিন।’’
ঢাকা/লিপি