ভালো সাংবাদিকতা করলে ছাপা পত্রিকারও সম্ভাবনা আছে
Published: 1st, July 2025 GMT
পাঠকের জন্য ভালো কিছু করতে পারলে, ভালো মানের সাংবাদিকতা উপহার দিলে ছাপা পত্রিকাও সম্ভাবনা তৈরি করতে পারে। অনেকে বলেন, ছাপা পত্রিকার দিন শেষ। আমি মনে করি, মানসম্পন্ন কনটেন্টই যে কোনো মাধ্যমের টিকে থাকার মূল চাবিকাঠি।
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান মঙ্গলবার তাঁকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন। রাজধানীর তেজগাঁওয়ে টাইমস মিডিয়া ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়।
জুলাই গণঅভ্যুত্থানের সময় সাহসী সাংবাদিকতা, তরুণ পাঠকদের যুক্ত করা এবং পরে নানামুখী সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগের জন্য দক্ষিণ এশিয়ায় সেরা পত্রিকা হিসেবে ‘ইনমা গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’ পায় প্রথম আলো। এটি গণমাধ্যমের জন্য সর্বোচ্চ আন্তর্জাতিক স্বীকৃতি। তা উদযাপন করতে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এ সংবর্ধনার আয়োজন করে। নোয়াব সদস্যরা প্রথম আলো সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াবের সভাপতি এ.
অনুষ্ঠানে মতিউর রহমানের সাংবাদিকতা পেশা নিয়ে আলোকপাত করেন এ. কে. আজাদ। তিনি বলেন, মতিউর রহমান গণতন্ত্রকে সুসংহত করা, মতপ্রকাশের স্বাধীনতা এবং মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আপসহীন সম্পাদকীয় নীতি অনুসরণ করছেন।
এ. কে. আজাদ বলেন, এসিড সহিংসতার বিরুদ্ধে গণসচেতনতা তৈরিতে নিরলস লড়াইয়ের জন্য তিনি র্যা মন ম্যাগসেসে পুরস্কার পান। সামাজিক ও নাগরিক আন্দোলনেও ভূমিকা রেখেছেন মতিউর রহমান। তিনি সাহস, সততা ও পেশাদারিত্বের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা দেশের সংবাদপত্র শিল্পের জন্য গর্বের।
সংবর্ধিত অতিথি মতিউর রহমান বলেন, সাংবাদিকতা জীবনের ৫০ বছর পার করে ফেলেছি। যা কিছু করেছি ভালো ভেবে, ভালোর জন্য করেছি। ভুলও আছে অনেক। নানামুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি আমরা। সে সময়ে এমন একটা পুরস্কার পাওয়া সংবাদপত্রের শক্তিকেই তুলে ধরে।
মতিউর রহমান বলেন, গত জুলাই-আগস্টে অনলাইনে প্রথম আলোর পাঠক হয়েছিল ৩১ কোটি। পত্রিকার প্রচার সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্য সংখ্যায়। এটি প্রমাণ করে, প্রিন্ট পত্রিকার চ্যালেঞ্জের যুগেও ঠিক সময়ে ঠিক কাজটি করতে পারলে পত্রিকার সার্কুলেশন বাড়ানো যায়।
নোয়াবের সহসভাপতি এ এস এম শহীদুল্লাহ খান বাদল বলেন, মতিউর রহমান রাজনীতি করেছেন, সমাজ বদলের চেষ্টা করেছেন, লিখেছেন। তিনি আসলে আমাদের মাথার ওপর বটগাছের মতো। নিজের পথচলাতেই আমাদের জন্য দিশা তৈরি করেছেন তিনি।
যুগান্তর ও যমুনা টেলিভিশনের পরিচালক শামীম ইসলাম বলেন, মতিউর রহমান যা করে দেখিয়েছেন, তা এককথায় অসাধারণ ও অনুকরণীয়। সাহস, দূরদৃষ্টি ও দায়িত্ববোধ নিয়ে তিনি শুধু প্রথম আলো নয়, পুরো সাংবাদিকতাকেই এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শামসুল হক জাহিদ, দেওয়ান হানিফ মাহমুদ, জাফর সোহবান ও শাহেদ মুহাম্মদ আলী।
উৎস: Samakal
কীওয়ার্ড: স ব দ কত প রথম আল অন ষ ঠ ন কর ছ ন স বর ধ র জন য ব দ কত
এছাড়াও পড়ুন:
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পৃথক ব্যানারে দলীয় কর্মসূচি, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি
পৃথক ব্যানারে কর্মসূচি করায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতাকে সাময়িকভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাতে সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অব্যাহতি পাওয়া নেতার নাম মো. সোহাগ। তিনি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতির দায়িত্ব ছিলেন। তিনি পুর ও পরিবেশ কৌশল বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের মাধ্যমে পৃথক ব্যানার ব্যবহার করে কর্মসূচি পালনের কারণে শাবিপ্রবি ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. সোহাগকে সাংগঠনিক পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হলো। জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। ছাত্রদলের সব পর্যায়ের নেতা–কর্মীদের তাঁর সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
সাময়িক অব্যাহতির বিষয়ে জানতে মো. সোহাগের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, কেন্দ্রঘোষিত দলীয় কর্মসূচিগুলো তিনি (মো. সোহাগ) পৃথকভাবে পালন করছেন দীর্ঘদিন থেকেই। এতে তিনি দলীয় নির্দেশনা অমান্য করছেন। এ জন্য কেন্দ্রীয় সংগঠন তাঁকে পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে।