নাটোরে দুর্ঘটনায় নিহতদের দাফন পাশাপাশি কবরে
Published: 24th, July 2025 GMT
নাটোরের বড়াইগ্রামে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নিহত আটজনের মরদেহ তাদের গ্রামের বাড়িতে পৌঁছেছে। নিহত আটজনের মধ্যে একই পরিবারের পাঁচজন রয়েছেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে স্থানীয় কবরস্থানে পাশাপাশি কবরে তাদের দাফন সম্পন্ন হবে। ইতোমধ্যে কবর খুঁড়ে প্রস্তুত করা হয়ছে।
এর আগে বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামে নিহতদের মরদেহ পৌঁছায়। এসময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরিবার, স্বজন ও স্থানীয়দের শোক আর কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম (৫৫), তার স্ত্রী সেলিনা খাতুন (৫০), তার ভাই শহিদুল ইসলামের স্ত্রী আনোয়ারা খাতুন আন্না (৫৫), তার ভাই মিজানুর রহমানের স্ত্রী আনোয়ারা খাতুন আনু (৫০), নিহত জাহিদুলের বোন গ্রাগপুর গ্রামের রফেজ চৌধুরীর স্ত্রী ইতি খাতুন (৪০), একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সাহাব হোসেন (৩৫), মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়ীয়া গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী আঞ্জুমানারা (৭৫) এবং মেয়ে সীমা খাতুন (৩৫)।
তারা মাইক্রোবাসে করে বাড়ি থেকে সিরাজগঞ্জে অসুস্থ রোগীকে দেখতে যাচ্ছিলেন। পথে একটি সিমেন্ট ভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে তাদের সকলের মৃত্যু হয়।
বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার আইড়মারী এলাকার তরমুজ পাম্পের সামনে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদুলের চাচাতো ভাই অবসরপ্রাপ্ত সেনা সদস্য জানারুল ইসলাম বলেন, “বুধবার সকাল ৭টার দিকে মাইক্রোবাসে করে সিরাজগঞ্জে রোগী দেখতে যাচ্ছিলেন সবাই। জাহিদুলের ছেলে সোহানের অসুস্থ স্ত্রীকে দেখতে যাচ্ছিলেন তারা। এসময় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসে থাকা সবার মৃত্যু হয়।”
ঢাকা/কাঞ্চন/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
প্রয়াত বিএনপি নেতা মাহমুদের স্মরণে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির দোয়া
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির প্রয়াত মাহমুদুর রহমানের স্মরণে দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) বাদ জোহর শহরের আমলাপাড়া আশরাফিয়া জামে মসজিদ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময়ে প্রয়াত মাহমুদুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত ও বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত এবং বিএনপি'র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
দোয়া মাহফিল পূর্বে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু প্রয়াত মাহমুদুর রহমানের স্মৃতিচারণ করে বলেন, মাহমুদুর রহমান ছিলেন বিএনপির একনিষ্ঠ কর্মী। মৃত্যুর দিন পর্যন্ত তিনি স্বৈরাচারী শেখ হাসিনার পতনের আন্দোলনে ঢাকার রাজপথে ছিলেন।
রাজপথে মিছিল করতে করতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। আমরা একজন জাতীয়তাবাদের আদর্শের সৈনিককে হারিয়েছি। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
দোয়া করবেন আল্লাহ যেন মাহমুদুর রহমানকে বেহেস্ত দান করেন আমিন। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। নমহানগর বিএনপি সব সময় মাহমুদুর রহমানের পরিবারের পাশে আছে এবং থাকবে।
এসময়ে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফহেত মোহাম্মদ রেজা রিপন, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. মজিবুর রহমান, বরকত উল্লাহ, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর বিএনপি নেতা আক্তার হোসেন, সাইফুল ইসলাম বাবু, হিরা সরদার, মাহবুবুর রহমান, আল আরিফ, শাহাবুদ্দিন , মাসুম মিয়া, মনির হোসেনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।