টেস্ট ক্রিকেটে রানের পাহাড়ে রুট, হুমকির মুখে শচীনের রেকর্ড
Published: 25th, July 2025 GMT
ইংল্যান্ডের ব্যাটিং মায়েস্ত্রো জো রুট টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়তে চলেছেন। জ্যাক ক্যালিস এবং রাহুল দ্রাবিড়কে টপকে তিনি এখন টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। বর্তমানে তার সংগ্রহ ১৩,২৯০ রান, যা ইংল্যান্ডের ইতিহাসেও সর্বোচ্চ।
চলতি ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচের তৃতীয় দিনে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে জো রুট প্রথমে ৫৭তম ওভারে জসপ্রিত বুমরাহর বলে এক রান নিয়ে রাহুল দ্রাবিড়ের (১৩,২৮৮) রেকর্ডকে পেছনে ফেলেন। পরের ওভারে মোহাম্মদ সিরাজের বলে আরও এক রান নিয়ে ছাড়িয়ে যান জ্যাক ক্যালিসের (১৩,২৮৯) রানের রেকর্ডও।
ওল্ড ট্র্যাফোর্ডের গ্যালারি দাঁড়িয়ে সম্মান জানায় এই যুগের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যানকে। একসময় যিনি ছিলেন ‘ফ্যাব ফোর’— বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথদের ছায়ায়, সেই রুটই এখন টেস্ট ক্রিকেটে তাদের সবার চেয়ে এগিয়ে, রান এবং সেঞ্চুরির সংখ্যায়।
আরো পড়ুন:
সোধির জাদুতে কিউইদের দুর্দান্ত জয়, পেছনে পড়লেন সাকিব
টি-টোয়েন্টির ঝড়ে কক্সের ঐতিহাসিক কীর্তি, এসেক্সের দুর্দান্ত জয়
শচীন টেন্ডুলকারের রেকর্ড কি ভাঙবেন রুট?
যেভাবে ধারাবাহিকভাবে রান করে চলেছেন জো রুট এবং ইংল্যান্ডের টেস্ট ম্যাচের সংখ্যাও যে হারে বাড়ছে, তাতে শচীন টেন্ডুলকারের সর্বোচ্চ টেস্ট রানের রেকর্ড (১৫,৯২১) এখন আর কল্পনার বিষয় নয়।
রুটের বর্তমান সংগ্রহ ১৩,২৯০ রান, অর্থাৎ তিনি শচীনের চেয়ে মাত্র ২,৬০০ রানে পিছিয়ে। আগামী দুই বছরে যদি তিনি অন্তত ২৫টি টেস্ট ম্যাচ খেলতে পারেন এবং বর্তমান ফর্ম বজায় থাকে, তাহলে রেকর্ডটা ছোঁয়া অসম্ভব কিছু হবে না।
এই মুহূর্তে তিনি শুধু রিকি পন্টিংয়ের (১৩,৩৭৮) চেয়ে ৮৮ রান পিছিয়ে আছেন। এই ব্যবধান ঘুচালেই তিনি টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন।
জো রুটের টেস্ট ক্যারিয়ার এক নজরে:
ম্যাচ: ১৫৬,
ইনিংস: ২৮৫,
রান: ১৩,২৯০*,
গড়: ৫৭.
সেঞ্চুরি: ৩৮*।
টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকরা:
১. শচীন টেন্ডুলকার – ১৫,৯২১ রান,
২. রিকি পন্টিং – ১৩,৩৭৮ রান,
৩. জো রুট – ১৩,২৯০* রান,
৪. জ্যাক ক্যালিস – ১৩,২৮৯ রান,
৫. রাহুল দ্রাবিড় – ১৩,২৮৮ রান।
সময় যত যাচ্ছে, ততই রুট এগিয়ে যাচ্ছেন কিংবদন্তিদের কাতারে— হয়তো একদিন ক্রিকেট ইতিহাসের চূড়ায় তার নামই থাকবে সবচেয়ে উঁচুতে।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক র ক ট র কর ড র র কর ড
এছাড়াও পড়ুন:
শনি গ্রহের একাধিক চাঁদে কার্বন ডাই–অক্সাইডের সন্ধান
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে শনি গ্রহের আটটি মাঝারি আকারের চাঁদে কার্বন ডাই–অক্সাইড শনাক্ত করেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। বর্তমানে মিমাস, এনসেলাডাস, ডায়োন, টেথিস, রিয়া, হাইপেরিয়ন, লাপেটাস ও ফিবি নামের চাঁদগুলোর তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তনের তথ্য টেলিস্কোপের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। তথ্য বিশ্লেষণ করার পাশাপাশি চাঁদগুলোর ওপরে নিয়মিত নজরও রাখছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীদের তথ্যমতে, ডায়োন ও রিয়া চাঁদে থাকা কার্বন ডাই–অক্সাইড শনির প্রধান বলয়ের বরফের অনুরূপ। ফিবি চাঁদে কার্বন ডাই–অক্সাইড জৈব পদার্থের বিকিরণের মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে। লাপেটাস ও হাইপেরিয়নের অন্ধকার অঞ্চলে কার্বন ডাই–অক্সাইড দেখা যায়। বরফযুক্ত এসব চাঁদে কার্বন ডাই–অক্সাইডের অবস্থা সম্পর্কে আরও জানতে আগ্রহী বিজ্ঞানীরা।
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী মাইকেল ব্রাউন ও তাঁর সহকর্মীরা এক গবেষণাপত্রে লিখেছেন, কঠিন কার্বন ডাই–অক্সাইড সৌরজগতের প্রান্তসীমার বিভিন্ন জায়গায় দেখা যায়। যদিও সেই অবস্থানে কার্বন ডাই–অক্সাইড স্থিতিশীল নয়। আমরা শনির উপগ্রহে কার্বন ডাই–অক্সাইডের অবস্থান জানার মাধ্যমে ভিন্ন পরিবেশ বোঝার চেষ্টা করছি। বিভিন্ন গ্রহে কার্বন ডাই–অক্সাইড কীভাবে আটকে আছে, তা জানার সুযোগ আছে এখানে।
বিজ্ঞানীরা মনে করছেন, শনির চাঁদে আটকে থাকা কার্বন ডাই–অক্সাইড থেকে আদর্শ ল্যাবের মতো তথ্য পাওয়া যাবে। ধারণা করা হচ্ছে, শনি গ্রহের বিভিন্ন চাঁদে কমপক্ষে দুটি পৃথক উৎস থেকে কার্বন ডাই–অক্সাইড তৈরি হয়েছে।
সূত্র: এনডিটিভি