ঘরের মাঠে আর্জেন্টিনার হয়ে ‘শেষ’ ম্যাচটা খেলতে পারবেন তো মেসি
Published: 5th, August 2025 GMT
লিগস কাপে গত পরশু নেকাক্সার বিপক্ষে চোটে পড়েন লিওনেল মেসি। বাধ্য হয়েই ১২ মিনিটের মাথায় মাঠ ছাড়তে হয় তাঁকে। তখনই প্রশ্নটি উঠেছে, কত দিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে ইন্টার মায়ামি তারকাকে?
বেশির ভাগ সংবাদমাধ্যম তখন জানিয়েছিল, মেসিকে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হতে পারে। এমনও হতে পারে, লিগস কাপের বাকি সময়ে মেসিকে না–ও পাওয়া যেতে পারে। তবে ইন্টার মায়ামি পরশু সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডান পায়ের মাংসপেশিতে ছোটখাটো চোট পেয়েছেন মেসি। এটুকু পড়ে মেসির ভক্তরা প্রশান্তি পেলেও দুশ্চিন্তায় পড়তে পারেন অন্য কারণে। আর্জেন্টাইন কিংবদন্তি চোট থেকে কবে সেরে উঠতে পারেন, কবে মাঠে ফিরতে পারেন—সে বিষয়ে মায়ামি কিছুই জানায়নি। সংবাদ বিজ্ঞপ্তিতে শুধু এতটুকু বলা হয়েছে, মেসির ‘মেডিকেল ছাড়পত্র নির্ভর করছে চিকিৎসাগত দিক থেকে তার উন্নতি এবং (চিকিৎসায়) তার সাড়া দেওয়ার ওপর।’
অর্থাৎ, মেসির চোট গুরুতর কিছু নয়। কিন্তু কবে সেরে উঠবেন, তা এখনো মায়ামি নিশ্চিত করে বলতে না পারায় আরও একটি দুশ্চিন্তার জায়গা আছে। সেপ্টেম্বরে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে আর্জেন্টিনার। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ৫ সেপ্টেম্বর, প্রতিপক্ষ ভেনেজুয়েলা। অর্থাৎ, আজ থেকে ঠিক এক মাস পরই জাতীয় দলের হয়ে মাঠে নামতে হবে মেসিকে। সে ম্যাচের মাঝে চার দিন বিরতি দিয়ে ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
নেকাক্সার বিপক্ষে চোটে পড়েন লিওনেল মেসি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আর জ ন ট
এছাড়াও পড়ুন:
বিহার রাজ্যে কবে ভোট হবে, জানিয়ে দিল ইসি
ভারতের বিহার রাজ্যে বিধানসভার নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৬ ও ১১ নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গণনা ও ফল ঘোষণা করা হবে ১৪ নভেম্বর। আজ সোমবার ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) এই ঘোষণা দিয়েছে।
২৪৩ আসনের বিহার বিধানসভার বর্তমান মেয়াদ আগামী ২২ নভেম্বর শেষ হবে। ছট্ পূজার পরপরই যাতে ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়, এ জন্য রাজনৈতিক দলগুলো কমিশনের কাছে অনুরোধ জানিয়েছিল।
রাজনৈতিক দলগুলোর দাবি, ছট্ পূজা উপলক্ষে রাজ্যের বাইরে থাকা বিপুলসংখ্যক মানুষ ঘরে আসেন। তাই পূজার পরপর ভোট গ্রহণের ব্যবস্থা করা হলে বিপুলসংখ্যক মানুষ ভোট দিতে পারবেন। ইন্ডিয়া টু-ডের তথ্যমতে, চলতি বছর বিহারে ২৫ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত চার দিনব্যাপী ছট্ পূজা উদ্যাপিত হবে।
আজ নির্বাচনের তারিখ ঘোষণার আগে গত শনিবার ও রোববার প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশি সংশ্লিষ্টদের সঙ্গে টানা বৈঠক করেন। তাঁরা বিহারের রাজধানী পাটনায় রাজ্য প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নিরাপত্তা, ভোট গ্রহণের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন।
আজকের ঘোষণায় কমিশন জানিয়েছে, ‘স্বাধীন, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত পরিবেশে’ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে অনেক দল দুই দফার বদলে এক দফায় ভোট গ্রহণের জন্য দাবি জানিয়ে আসছিল।
জনতা দলের (ইউনাইটেড) ভারপ্রাপ্ত সভাপতি সঞ্জয় কুমার ঝা বলেন, ‘আমরা কমিশনকে অনুরোধ করেছি, যেন এক দফায় ভোট গ্রহণ করা হয়। এটা সম্ভব। বিহারে বর্তমানে আইনশৃঙ্খলার কোনো সমস্যা নেই, নকশালদের সহিংসতাও নেই। তাই মহারাষ্ট্রে এক দফায় ভোট হতে পারলে এখানে কেন নয়?’
বিজেপির নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) এবং কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধীদের জোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া) শিগগিরই আসন ভাগাভাগির ঘোষণা দেবে বলে বলে ধারণা করা হচ্ছে। ইন্ডিয়া জোটের শরিক ও বিহারের অন্যতম প্রধান রাজনৈতিক দল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) জানিয়েছে, ‘জোটের আসন ভাগাভাগি প্রায় চূড়ান্ত। শিগগিরই তা প্রকাশ করা হবে।’
২০২০ সালের বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি ৭৪ আসন ও নীতীশ কুমারের জনতা দল (ইউনাইটেড) ৪৩ আসন পেয়েছিল। অপরদিকে মহাগঠবন্ধন (আরজেডি, কংগ্রেস ও বাম দলগুলোর জোট) পেয়েছিল ১১০ আসন। এর মধ্যে আরজেডি পেয়েছিল ৭৫টি, কংগ্রেস ১৯টি ও বাম দলগুলো ১৬টি আসন।