জামালপুরে বিএনপির মিছিলের কারণে যানজট নিয়ে ক্ষোভ, পদ হারালেন ছাত্রদল নেতা
Published: 6th, August 2025 GMT
গণ–অভ্যুত্থান দিবসে জামালপুর সদর উপজেলায় বিএনপির বিজয় মিছিল ও সমাবেশের কারণে তীব্র যানজট হওয়ায় ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেন ছাত্রদলের এক নেতা। এর জেরে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাঁকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
ওই নেতার নাম অমিত হাসান ওরফে রবিন। তিনি সদর উপজেলার শরিফপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। গতকাল মঙ্গলবার গভীর রাতে ছাত্রদল জামালপুর সদর উপজেলা পূর্ব শাখার আহ্বায়ক সাব্বির আহম্মেদ ও সদস্যসচিব আসলাম উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই অব্যাহতির তথ্য জানানো হয়।
এর আগে গতকাল বিকেলে বিএনপির মিছিল ও সমাবেশের কারণে সদর উপজেলার নান্দিনা বাজার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শত শত যানবাহন আটকে পড়ার ছবিসহ ক্ষোভ প্রকাশ করে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেন অমিত হাসান।
অব্যাহতির বিষয়ে অমিত হাসান প্রথম আলোকে বলেন, ‘আমার সঙ্গে চরম অন্যায় করা হয়েছে। ওই সমাবেশ ও মিছিলের কারণে এক কিলোমিটার লম্বা যানজটের সৃষ্টি হয়। শুধু তাই নয়, রোগীবাহী অ্যাম্বুলেন্সও আটকা পড়েছিল। ওই যানজট ছাড়তে ১ ঘণ্টার বেশি সময় লাগে। মানুষের ভোগান্তির কথা চিন্তা করে, আমি কয়েকটি ছবিসহ ফেসবুকে একটা পোস্ট করেছিলাম। “সমাবেশ নাকি সাধারণ জনগণের ভোগান্তি”—এ কথাটুকুই লিখেছিলাম। আর এ কারণে আমাকে কোনো ধরনের শোকজ না করেই, সরাসরি অব্যাহতি দেওয়া হয়েছে।’
অমিত হাসান আরও বলেন, ‘দেখুন এই দলের কারণে হামলা-মামলার শিকার হয়েছি। পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছি। এখনো আমার নামে তিনটি মামলা আছে। টানা ১৭ বছর আন্দোলন সংগ্রামের কারণে নির্যাতন সহ্য করতে হয়েছে। সেখানে এখন দল থেকে অব্যাহতি দেয়। এর চেয়ে দুঃখের আর কী হতে পারে।’
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে (অমিত হাসান) অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্রঘোষিত একটি কর্মসূচি নিয়ে ওই ধরনের স্ট্যাটাস তিনি কীভাবে দেন? আমাদের কাছে সন্দেহ হয়, তিনি আমাদের লোক কি না।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: সদর উপজ ল ছ ত রদল য নজট
এছাড়াও পড়ুন:
ডমিনেজ স্টিলের নরসিংদীর কারখানা বন্ধ
পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি ডমিনেজ স্টিল অ্যান্ড বিল্ডিং সিস্টেমস লিমিটেডের নরসিংদীর কারখানা বন্ধ পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
গত মঙ্গলবার (৪ নভেম্বর) ডিএসইর একটি পরদির্শক দল সরেজমিনে পরিদর্শনে কারখানা বন্ধ পায়। তবে সাভারের কারখানাটি চালু আছে।
বুধবার (৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, সাধারণত নিয়মিতভাবে কোম্পানি সম্পর্কিত তথ্য প্রকাশ করছে না বা স্টক এক্সচেঞ্জের সঙ্গে যোগাযোগ নেই- এমন কারণে কোম্পানি পরিদর্শন করে থাকে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। এরই ধরাবাহিকতায় গত ৪ নভেম্বর ডমিনেজ স্টিল অ্যান্ড বিল্ডিং সিস্টেমস লিমিটেডের নরসিংদীর কারখানা পরিদর্শনে যায় ডিএসইর একটি প্রতিনিধিদল। তবে পরিদর্শনে গিয়ে ডিএসইর প্রতিনিধি দল কারখানাটি বন্ধ পায়।
২০২০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ডমিনেজ স্টিলের পরিশোধিত মূলধনের পরিমাণ ১০২ কোটি ৬০ লাখ টাকা। এরমধ্যে ৬৯.৮০ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ছাড়া) বিনিয়োগকারীদের হাতে। কোম্পানিটির মঙ্গলবার (৪ নভেম্বর) শেয়ার দর দাঁড়িয়েছে ২২.৯০ টাকায়।
ঢাকা/এনটি/ইভা