আড়াইহাজারে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১১জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৫ আগষ্ট) রাতে আড়াইহাজার উপজেলার উজান গোপিন্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- গোপিন্দী এলাকার শাহজাহানের ছেলে জাবেদ (২২), ঝাউগড়া এলাকার ছাত্তারের ছেলে ছাব্বির (১৮), সোহেলের ছেলে সাইদুল (২০), মো.

বাদল মিয়ার ছেলে সাইদুল ইসলাম জিহাদ (১৭), নুর মোহাম্মদের ছেলে মো. আরাফাত (১৮), ছোট বিনায়ের চর এলাকার হারুনের ছেলে আফসার (১৮), বড় বিনাইর চর এলাকার আবু তালেবের ছেলে জুনায়েদ (১৯), ঝাউগড়া এলাকার মানিকের ছেলে ফাহাদ (১৫), মহসিনের ছেলে তামীম (১৫), আবু দায়েনের ছেলে অনিক(১৮), শাহ্ আলমের ছেলে আব্দুল্লাহ (১৮)।

জানা যায়, রাতে আড়াইহাজারের সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর ঘনিষ্ঠ অনুসারী ও ব্রহ্মন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লাক মিয়ার ভাতিজা নাইমের নেতৃত্বে মিছিল বের করার চেষ্টা করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিদের আটক করে পুলিশ।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, মিছিলের সময় তাদের আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। 
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ আওয় ম ল গ এল ক র

এছাড়াও পড়ুন:

পাবজি মোবাইল ক্যাম্পাস ক্লাব চ্যাম্পিয়নশিপে সেরা শান্ত–মারিয়াম বিশ্ববিদ্যালয়

‘পাবজি মোবাইল ক্যাম্পাস ক্লাব (পিএমসিসি) ল্যান চ্যাম্পিয়নশিপ’ গেমিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশকে (এআইইউবি) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শান্ত–মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ‘পিএক্স ইস্পোর্টস’ দল। প্রতিযোগিতায় ২০২৫ সালের ‘পিএমসিসি ক্যাম্পাস ক্লাব চ্যাম্পিয়ন’ ও ‘ইউনিভার্সিটি ক্ল্যাশ চ্যাম্পিয়ন’ শিরোপাও জিতেছে দলটি। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এ গেমিং প্রতিযোগিতার আয়োজন করে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ইনফিনিক্স। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠানটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাবজি মোবাইল ক্যাম্পাস ক্লাব (পিএমসিসি) ল্যান চ্যাম্পিয়নশিপ বিশ্ববিদ্যালয় পর্যায়ের সবচেয়ে বড় গেমিং প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বাংলাদেশের শতাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৬০০টির বেশি দলে অংশ নেন। অনলাইন রাউন্ডের বাছাই শেষে গত সোমবার রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ গেমিং প্রতিযোগিতায় শীর্ষ ১৬টি দল অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডেভিড ডাউল্যান্ড ও ইনফিনিক্স বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রতিযোগিতার বিষয়ে ইনফিনিক্সের এক মুখপাত্র বলেন, ‘এটা কেবল একটি গেমিং টুর্নামেন্ট নয়; বরং তরুণদের আত্মপ্রকাশের একটি বড় প্ল্যাটফর্ম। আমরা দেখেছি, কীভাবে প্রতিটি ক্যাম্পাস থেকে তরুণেরা উঠে এসেছেন জাতীয় মঞ্চে। পিএমসিসির মাধ্যমে আমরা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছি, যেখানে গেমিং শুধুই বিনোদন নয়, এটি হতে পারে নেতৃত্ব, উদ্ভাবন ও ক্যারিয়ার গঠনের মাধ্যম।’

সম্পর্কিত নিবন্ধ