রমেক ক্যাম্পাসে অনৈতিক কর্মকাণ্ডের সময় ড্যাব নেতা আটক
Published: 6th, August 2025 GMT
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কোয়ার্টারে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) এক নেতাকে স্থানীয়রা আটক করে পুলিশ দিয়েছে। তিনি ড্যাবের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালের চিকিৎসকদের কোয়ার্টার থেকে অপ্রীতিকর অবস্থায় এক নারীসহ রমেকের আইসিইউ ইউনিটের ইনচার্জ চিকিৎসক এবিএম মারুফুল হাসান আটক করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হাসপাতালে কর্মরত চিকিৎসকদের ব্যবহৃত কোয়ার্টারে নারীর সঙ্গে অবস্থান করছিলেন ডা.
আরো পড়ুন:
কাঙ্ক্ষিত বাজেট চেয়ে বেরোবির শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
চার দাবিতে মানববন্ধনে রংপুর জিলা স্কুলের শিক্ষার্থীরা
খবর পেয়ে ঘটনাস্থলে যান রংপুর মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান। তিনি উপস্থিত থেকে বিস্তারিত খোঁজখবর নেন এবং পরে দুইজনকে পুলিশের কাছে সোপর্দ করেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
রংপুর মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, “যেহেতু একটা ঘটনা ঘটেছে। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য তাদের পুলিশে দিয়েছি। পুলিশ ব্যবস্থা নেবে।”
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শফিকুল ইসলাম বলেন, “এমন একটি ঘটনার কথা শুনে আমরা হতবাক। পুলিশ আইনগত বিষয়টি দেখছে। তবে কেনো তিনি এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত হলেন, সে বিষয়ে কলেজে কর্তৃপক্ষের সমন্বয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/আমিরুল/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আটক র প র ম ড ক ল কল জ ব যবস থ
এছাড়াও পড়ুন:
দেশের প্রথম চিকিৎসকদের ডিজিটাল ডিরেক্টরি DoctorBangladesh.com
দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের খুঁজে পাওয়া সহজ কাজ নয়। এই কঠিন কাজটি সহজ করে দিয়েছে DoctorBangladesh.com.
এটি একটি তথ্যনির্ভর, গ্রহণযোগ্য ডিজিটাল ডিরেক্টরি।
২০১৯ সালে একজন প্রাথমিক শিক্ষকের হাত ধরে তৈরি হওয়া এই ডিরেক্টরি আজ দেশের সবচেয়ে বড় চিকিৎসকদের তথ্যভান্ডারে পরিণত হয়েছে। এখানে দেশের বিভিন্ন জেলার নিবন্ধিত ও অভিজ্ঞ চিকিৎসকদের তথ্য এক জায়গায় পাওয়া যায়। যে কারণে রোগী সঠিক চিকিৎসক খুঁজে পান খুব দ্রুত এবং সহজেই।
DoctorBangladesh.com এই ওয়েবসাইটে প্রতিটি চিকিৎসকের শিক্ষাগত যোগ্যতা, বিশেষত্ব, কর্মস্থল, চেম্বারের ঠিকানা ও চিকিৎসা ক্ষেত্র (যেমন—হৃদরোগ, ডায়াবেটিস, চর্মরোগ, গাইনোকোলজি, শিশুরোগ, স্নায়ুরোগ ইত্যাদি) বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। ফলে রোগীর জন্য সঠিক চিকিৎসক খুঁজে পাওয়া, এবং সিদ্ধান্ত নেওয়া সহজ।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, যখন কোনো রোগী ডাক্তারের জন্য গুগলে সার্চ করেন তখন DoctorBangladesh.com এর পেইজ প্রথম দিকে দেখা যায়। এই শক্তিশালী সার্চ উপস্থিতি প্রমাণ করে যে প্ল্যাটফর্মটি ইতোমধ্যেই দেশের সবচেয়ে নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য উৎসে পরিণত হয়েছে।
ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা রতন মিয়া। তিনি পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি বলেন, ‘‘আমি ক্লাসে শিশুদের পড়াই। আর সময় পেলেই এই ওয়েবসাইট নিয়ে কাজ করি। আমার লক্ষ্য ছিল খুব সহজভাবে মানুষ যেন নির্ভরযোগ্য চিকিৎসকের তথ্য পায়। দেশের অনেক মানুষ এখনো ভুল তথ্য বা ভুয়া বিজ্ঞাপনে বিভ্রান্ত হয়—এই সমস্যা সমাধান করতেই আমি এই প্ল্যাটফর্ম তৈরি করেছি।’’
DoctorBangladesh.com এখন শুধু একটি ওয়েবসাইট নয়, বরং এক প্রাথমিক শিক্ষকের স্বপ্ন, যার লক্ষ্য দেশের স্বাস্থ্য তথ্যকে সবার নাগালে নিয়ে আসা।
ঢাকা/স্বরলিপি