মুঠোফোন, ল্যাপটপ-কম্পিউটার যখন ছিল না, এখনকার মতো ঘরে ঘরে যখন টেলিভিশন, বিদ্যুৎ ও ইন্টারনেট ছিল না; তখন কেমন ছিল শৈশব-কৈশোর ও তারুণ্যের সেই সব দিন; মানুষের যাপিত জীবন। সেই সময়ের কর্মজীবী তরুণ তিন বন্ধুর গল্প, ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন, হত্যা ও বিচারহীনতার করুণ বাস্তবতা ‘উড়াল’ সিনেমায় চিত্রিত হয়েছে।
একনজরেচলচ্চিত্র: উড়াল
পরিচালক: জোবায়দুর রহমান
গল্প: সম্রাট প্রামাণিক
অভিনয়ে: মাহাফুজ মুন্না, সোহেল তৌফিক, শান্ত চন্দ্র সূত্রধর, কাব্যকথা, কে এম আবদুর রাজ্জাক, করবী দাশ প্রমুখ
চিত্রগ্রহণ: ইবাদত আলীম
সম্পাদনা: আশিকুর রহমান
সংগীত: খৈয়াম সানু সন্ধি
সিনেমার শুরুতেই স্বাস্থ্যবান এক তরুণকে পুরোনো ভাঙাচোরা সাইকেল চালাতে দেখা যায়। গাছপালায় ঠাসা দূরে গ্রাম। দুই পাশে সবুজ ধানখেত, মাঝখানে সরু মেঠো পথ দিয়েই ওই তরুণ সাইকেল চড়ে যাচ্ছে। সে এক অনিন্দ্য সুন্দর গ্রামীণ দৃশ্য। মন যেন অস্ফুট স্বরে বলে ওঠে, ‘ইশ্.
কিশোরী কুমকুমের ভীষণ প্রেমপ্রার্থী বাচ্চু। কুমকুম যখন স্কুলে যায়, পৃথিবীর সব মনোযোগ তার দিকে দিয়ে হাঁ করে তাকিয়ে থাকে বাচ্চু। পাম্পার দিয়ে সাইকেলের চাকায় পাম্প দিতে দিতে চাকা ফাটিয়ে ফেলে। এ জন্য ভোম্বলকে শুনতে হয়, ‘শালা, চেংড়ি (মেয়ে) দেখোচো।’
‘উড়াল’ সিনেমায় উঠে এসেছে বন্ধুত্বের গল্পউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ওষুধ আনতে বেরিয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত
হাসপাতাল থেকে ওষুধ আনতে বাসা থেকে স্ত্রীসহ বেরিয়েছিলেন আবদুর রশীদ (৭৯)। তবে হাসপাতাল পর্যন্ত পৌঁছানো হয়নি তাঁর। এর আগেই পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ হারিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবদুর রশীদ পরিবারের সঙ্গে ডেমরার ডগাইর পশ্চিমপাড়ায় থাকতেন।
আবদুর রশীদের নাতি তাহসিন আহমেদ প্রথম আলোকে বলেন, তাঁর দাদা-দাদি সকালে ডেমরার কোনাপাড়ার বাসা থেকে বের হন। তাঁরা রিকশায় ডেমরার কোনাপাড়া বাসস্ট্যান্ডে যান। সেখানে রিকশা থেকে নেমে বঙ্গবাজারসংলগ্ন সরকারি কর্মচারী হাসপাতালে ওষুধ নিতে যাওয়ার জন্য বাসে উঠতে হাঁটতে থাকেন। একপর্যায়ে বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যান বৃদ্ধ রশীদকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন।
তাহসিন জানান, তাঁর দাদির সামনে দাদা দুর্ঘটনার শিকার হন। তবে তিনি অক্ষত আছেন। তাঁর দাদাকে প্রথমে সরকারি কর্মচারী হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে বেলা আড়াইটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, বৃদ্ধ রশীদকে ধাক্কা দেওয়া যানটি শনাক্তের চেষ্টা চলছে।