নাটোর সদর উপজেলায় মিনি স্টেডিয়াম উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উদ্বোধন অনুষ্ঠানে গোয়েন্দা পুলিশের (ডিবি) বাধার মুখে পড়ে তা বয়কট করেছে জেলা বিএনপি।

শনিবার (১০ আগস্ট) সকালে নাটোর শহরের কানাইখালি মিনি স্টেডিয়ামে প্রবেশের সময় ডিবি কর্মকর্তা অসৌজন্যমূলক আচরণ করেছেন, এ অভিযোগ তুলে জেলা বিএনপির শীর্ষ নেতারা সেখান থেকে চলে যান।

জেলা বিএনপি সূত্র জানিয়েছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠি দিয়ে বিএনপি নেতাদের সদর উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবল চৌধুরী, মুস্তাফিজুর রহমান শাহীন, মো.

সাইফুল ইসলাম ও মিজানুর রহমান ডিউকসহ কয়েকজন নেতা শনিবার সকাল সোয়া ১০টার দিকে কানাইখালি মিনি স্টেডিয়ামে যান। তারা স্টেডিয়ামের প্রধান ফটক হয়ে উদ্বোধনী অনুষ্ঠানস্থলে ঢোকার সময় ডিবির ওসি হাসিবুল্লাহ হাসিব তাদেরকে বাধা দেন। এর পর বিএনপি নেতারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

আরো পড়ুন:

তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী: ফখরুল

দেশ পরিচালনার সম্ভাবনা সবচেয়ে বেশি বিএনপির: তারেক রহমান 

পরে দুপুরে শহরের হরিশপুরে নিজ কার্যালয়ে জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ সাংবাদিকদের বলেছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা বিএনপির ১০ জন নেতাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু, ডিবি সেখানে যেতে বাধা দিয়েছে। এ কারণে মিনি স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠান ও জেলা পরিষদের আলোচনা সভা বর্জন করা হয়েছে।

এ বিষয়ে নাটোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ হাসিব বলেছেন, নিরাপত্তা দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। আমন্ত্রণ থাকলেও দলবল নিয়ে প্রবেশের অনুমতি দেওয়া সম্ভব হয়নি।

ঢাকা/আরিফুল/রফিক 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ অন ষ ঠ ন ব এনপ র রহম ন

এছাড়াও পড়ুন:

নাটোরে ক্রীড়া উপদেষ্টার স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে বিএনপি

নাটোর জেলা বিএনপি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার সদর উপজেলা স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠান বয়কট করেছে। পুলিশ প্রশাসনের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে তারা আজ শনিবার সকালে অনুষ্ঠানটি বর্জন করে। জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার সকাল সাড়ে ১০টায় উপদেষ্টা শহরের কানাইখালি এলাকায় উপস্থিত হয়ে স্টেডিয়ামটি সরাসরি উদ্বোধন করেন এবং ভার্চুয়ালি দেশের অন্য ১৩টি মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেন।

জেলা বিএনপি সূত্রে জানা যায়, জেলা প্রশাসন থেকে চিঠি দিয়ে বিএনপি নেতাদের সদর উপজেলা স্টেডিয়াম উদ্বোধনের আমন্ত্রণ জানানো হয়। সে মোতাবেক জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামানসহ কয়েকজন নেতা শনিবার সকাল সোয়া ১০টার দিকে কানাইখালি মিনি স্টেডিয়ামে যান। তাঁরা স্টেডিয়ামের প্রধান ফটক দিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক হাসিবুল্লাহ হাসিব বাধা দেন। পরিচয় দিয়ে আমন্ত্রণ স্মরণ করিয়ে দিলেও তিনি বলেন, ‘আমি আপনাদের চিনি, ভেতরে যাওয়া যাবে না।’ এ ঘটনার পর বিএনপি নেতারা অনুষ্ঠান ত্যাগ করেন এবং বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান বলেন, ‘আমরা আমন্ত্রিত অতিথি। আমন্ত্রণ পেয়ে গিয়েছিলাম, কিন্তু ডিবির ওসির খারাপ আচরণ সহ্য করার মতো নয়। আমরা চরম অপমানিত হয়েছি। এর প্রতিবাদে স্টেডিয়াম উদ্বোধন ও আলোচনা সভা বয়কট করেছি। এ ছাড়া আমরা স্টেডিয়ামের নাম শহীদ সুজনের নামে করার অনুরোধ করেছিলাম, যা প্রশাসন গ্রহণ করেনি। এর প্রতিবাদও জানাচ্ছি।’

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন ও ডিবির ওসিকে বারবার ফোন দেওয়া হলেও তাঁরা ফোন ধরেননি।

সম্পর্কিত নিবন্ধ

  • নাটোরে ক্রীড়া উপদেষ্টার স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে বিএনপি