নাটোরে ক্রীড়া উপদেষ্টার অনুষ্ঠান বয়কট করল বিএনপি
Published: 9th, August 2025 GMT
নাটোর সদর উপজেলায় মিনি স্টেডিয়াম উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উদ্বোধন অনুষ্ঠানে গোয়েন্দা পুলিশের (ডিবি) বাধার মুখে পড়ে তা বয়কট করেছে জেলা বিএনপি।
শনিবার (১০ আগস্ট) সকালে নাটোর শহরের কানাইখালি মিনি স্টেডিয়ামে প্রবেশের সময় ডিবি কর্মকর্তা অসৌজন্যমূলক আচরণ করেছেন, এ অভিযোগ তুলে জেলা বিএনপির শীর্ষ নেতারা সেখান থেকে চলে যান।
জেলা বিএনপি সূত্র জানিয়েছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠি দিয়ে বিএনপি নেতাদের সদর উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবল চৌধুরী, মুস্তাফিজুর রহমান শাহীন, মো.
আরো পড়ুন:
তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী: ফখরুল
দেশ পরিচালনার সম্ভাবনা সবচেয়ে বেশি বিএনপির: তারেক রহমান
পরে দুপুরে শহরের হরিশপুরে নিজ কার্যালয়ে জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ সাংবাদিকদের বলেছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা বিএনপির ১০ জন নেতাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু, ডিবি সেখানে যেতে বাধা দিয়েছে। এ কারণে মিনি স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠান ও জেলা পরিষদের আলোচনা সভা বর্জন করা হয়েছে।
এ বিষয়ে নাটোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ হাসিব বলেছেন, নিরাপত্তা দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। আমন্ত্রণ থাকলেও দলবল নিয়ে প্রবেশের অনুমতি দেওয়া সম্ভব হয়নি।
ঢাকা/আরিফুল/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ অন ষ ঠ ন ব এনপ র রহম ন
এছাড়াও পড়ুন:
ময়মনসিংহ জেলা পরিষদের প্রকল্পে অনিয়ম, দুদকের অভিযান
এক ব্যক্তির নামে একাধিক ও অস্তিত্ববিহীন অনেক প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে ময়মনসিংহ জেলা পরিষদে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আব্দুস সালামের কাছ থেকে প্রকল্পের নথিপত্র সংগ্রহ করে মাঠ-তদন্তে বের হয় দুদকের কর্মকর্তারা।
আরো পড়ুন:
দুর্নীতি প্রতিরোধে দুদক-টিআইবির ৫ বছর মেয়াদি চুক্তি
বাগেরহাটের দুদক কর্মকর্তা আবুল হাশেম স্ট্যান্ড রিলিজ
ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক বুলু মিয়া বলেন, ‘‘জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পে ৮৬ লাখ ৫০ হাজার টাকা অনিয়মের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে দুদক। তদন্তে সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’
অভিযোগ সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলা পরিষদে ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব বাজেটের জনস্বাস্থ্য উপখাতে ৪৭টি প্রকল্পে ৮৬ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এরমধ্যে সদর উপজেলার ভাবখালী ইউনিয়নে নেওয়া হয় ৩৫ লাখ টাকা ব্যয়ে ১৭টি প্রকল্প। একটি ইউনিয়নে জেলা পরিষদ থেকে এত বরাদ্দ কীভাবে গেল, এ নিয়ে প্রশ্ন ওঠে।
দুদকের অভিযান চলাকালে ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কবীর হেসেন সরদারকে অফিসে পাওয়া যায়নি।
ঢাকা/মিলন/বকুল