ফতুল্লা এলাকায় জলাবদ্ধতা এখন নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। বিশেষ করে লালপুর, পৌষা পুকুরপাড়, টাগারপাড়, পুলিশ লাইন, ইসদাইর, বুড়ির দোকান, সস্তাপুর, মাসদাইর, শিয়াচর লালখা, ও কুতুবপুরের প্রায় গোটা এলাকা কোমরসমান পানিতে ডুবে আছে।

অলি-গলিতে এমন দৃশ্য, যেন বড় ধরনের বন্যা চলছে। কেউ কাজে যাচ্ছেন ভ্যানে, কেউবা নৌকা বেয়ে। এই পরিস্থিতির প্রতিবাদে লালপুর ও আলামিন বাগ টাগারপাড়,ইসদাইর সহনআশোশ এলাকার ভুক্তভোগী বাসিন্দারা সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন। তাদের একটাই দাবি, জলাবদ্ধতার স্থায়ী সমাধান। 

প্রসঙ্গত, ডিএনডি প্রকল্পের আওতায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রায় ১,৩০০ কোটি টাকার কাজ শেষ হলেও প্রকল্পের বাইরে রয়ে গেছে বিশাল অংশ, আর খালগুলো ভরাট হয়ে যাওয়ায় এর সুফলও পাওয়া যাচ্ছে না।

এমন পরিস্থিতিতে এলাকাবাসীর দুর্ভোগের সংবাদে  নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি নিজে এলাকায় যান। তিনি সরেজমিনে খালগুলোর বেহাল অবস্থা দেখে নিজস্ব উদ্যোগে ২৪ ঘণ্টার মধ্যে ভেকু মেশিন দিয়ে খাল পরিষ্কারের কাজ করার ব্যবস্থা করেন।

তার এই উদ্যোগে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, অন্তত কিছুটা হলেও পানি নিষ্কাশনের পথ খুলবে এবং দীর্ঘদিনের সমস্যার সমাধান মিলবে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

বিসিবি নির্বাচন: তামিমের কাউন্সিলরশিপসহ ৩০ আপত্তি জমা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের খসড়া ভোটার তালিকার ওপর ৩০টি আপত্তি জমা পড়েছে। নির্বাচন কমিশনের কোন প্রতিনিধি এইদিন বিসিবির নির্বাচন কমিশন কার্যালয়ে উপস্থিত ছিলেন না। তিন সদস্যার প্রতিনিধির পরিবর্তে আপত্তি গ্রহণ করেন সিআইডির একজন প্রতিনিধি।

খোঁজ নিয়ে জানা যায়, কমিশনের দেয়া দায়িত্ব তিনি পালন করেছিলেন। দুইটি কাউন্সিলরশিপ নিয়ে তুমুল আলোচনা হয়েছে দিনভর। ওল্ড ডিওএইচএস ক্লাবের হয়ে তামিম ইকবালের কাউন্সিলরশিপ নিয়ে আপত্তি জমা পড়েছে। আপত্তিতে জানানো হয়েছে, আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর না নেয়াতে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তামিম কাউন্সিলর হতে পারেন না। যদিও এ বছরের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তামিম।

আরো পড়ুন:

বিসিবি নির্বাচন নিয়ে ক্রিকেটাররা একাট্টা

৬ জেলা ও ১৫ ক্লাবের কাউন্সিলর ছাড়া খসড়া ভোটার তালিকা প্রকাশ

এছাড়া ফারুক আহমেদের কাউন্সিলরশিপ নিয়ে আপত্তি জমা হয়েছে। রেঞ্জার্স ক্রিকেট একাডেমির কাউন্সিলর সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ। কিন্তু নির্ধারিত সময়ের পর তার ফর্ম জমা পরে বিসিবিতে। খসড়া তালিকায় রাখা হয়নি ১৫টি ক্লাবকে। সেই ১৫টি ক্লাবের পক্ষেও নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি পড়েছে। সিলেট জেলা ক্রীড়া সংস্থাসহ আরও দু-একটি জেলা ক্রীড়া সংস্থা থেকে তাদের তালিকাভুক্ত করার অনুরোধ এসেছে নির্বাচন কমিশনের কাছে। তফসিল অনুযায়ী আগামিকাল আপত্তির উপর শুনানি হবে সকাল ১০ টা থেকে ৫ টা পর্যন্ত।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ