শেষ জীবনে সন্তানেরাও ছেড়ে চলে যান আলোচিত এই নায়িকার
Published: 10th, August 2025 GMT
রাজ কাপুর আর যশ চোপড়ার ছবিতে ছিলেন তিনি; অভিনয় করেছেন রাজেশ খান্না, দেব আনন্দদের মতো তারকাদের সঙ্গে। অথচ ব্যক্তিজীবনে তিনি হয়ে পড়েছিলেন অবহেলিত—সন্তানদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর একাই কাটিয়েছেন জীবনের শেষ ১২ বছর।
অভিনেত্রী অচলা সচদেবের চলচ্চিত্রজীবন যেন সিনেমার মতোই। দেব আনন্দ, রাজ কাপুর, যশ চোপড়া, রাজেশ খান্না—বলিউডের সেরা–সেরাদের সঙ্গে একের পর এক হিট ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-তে কাজলের দাদির চরিত্রে তাঁকেই দেখা গিয়েছিল। আবার ১৯৬৫ সালের ‘ওয়াক্ত’ ছবির অমর গান ‘আয়ে মেরি জোহরা জবীন’-এর নায়িকাও ছিলেন অচলা। বয়সের সঙ্গে সঙ্গে অন্য অনেক অভিনেত্রীর মতোই তাঁকেও মা-দাদির চরিত্রে সীমাবদ্ধ হতে হয়েছিল, তবু ২০০০-এর দশকের শুরু পর্যন্ত কাজ চালিয়ে গেছেন—করণ জোহরের ‘কাভি খুশি কাভি গম’ ছিল তাঁর শেষ দিকের আলোচিত কাজগুলোর একটি।
পঞ্চাশের দশকে শুরু হওয়া অচলার ছিল দীর্ঘ ক্যারিয়ার; কিন্তু শেষ জীবনটা ভীষণ কষ্টে কাটাতে হয় তাঁকে। পুনের নিজস্ব দুই কামরার ফ্ল্যাটে একাই থেকেছেন এক দশকেরও বেশি সময়, পাশে ছিলেন কেবল এক সেবিকা। দুই সন্তানের কেউই তাঁর খোঁজ নিতেন না। মৃত্যুর আগে নিজের বাড়িটি দান করে দেন একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে। বলিউডের জন্য জীবনের বহু বছর দেওয়া অনেক শিল্পীর মতো তিনিও ছিলেন অবহেলার শিকার।
অচলা সচদেব। আইএমডিবি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিসিবি নির্বাচন: তামিমের কাউন্সিলরশিপসহ ৩০ আপত্তি জমা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের খসড়া ভোটার তালিকার ওপর ৩০টি আপত্তি জমা পড়েছে। নির্বাচন কমিশনের কোন প্রতিনিধি এইদিন বিসিবির নির্বাচন কমিশন কার্যালয়ে উপস্থিত ছিলেন না। তিন সদস্যার প্রতিনিধির পরিবর্তে আপত্তি গ্রহণ করেন সিআইডির একজন প্রতিনিধি।
খোঁজ নিয়ে জানা যায়, কমিশনের দেয়া দায়িত্ব তিনি পালন করেছিলেন। দুইটি কাউন্সিলরশিপ নিয়ে তুমুল আলোচনা হয়েছে দিনভর। ওল্ড ডিওএইচএস ক্লাবের হয়ে তামিম ইকবালের কাউন্সিলরশিপ নিয়ে আপত্তি জমা পড়েছে। আপত্তিতে জানানো হয়েছে, আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর না নেয়াতে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তামিম কাউন্সিলর হতে পারেন না। যদিও এ বছরের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তামিম।
আরো পড়ুন:
বিসিবি নির্বাচন নিয়ে ক্রিকেটাররা একাট্টা
৬ জেলা ও ১৫ ক্লাবের কাউন্সিলর ছাড়া খসড়া ভোটার তালিকা প্রকাশ
এছাড়া ফারুক আহমেদের কাউন্সিলরশিপ নিয়ে আপত্তি জমা হয়েছে। রেঞ্জার্স ক্রিকেট একাডেমির কাউন্সিলর সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ। কিন্তু নির্ধারিত সময়ের পর তার ফর্ম জমা পরে বিসিবিতে। খসড়া তালিকায় রাখা হয়নি ১৫টি ক্লাবকে। সেই ১৫টি ক্লাবের পক্ষেও নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি পড়েছে। সিলেট জেলা ক্রীড়া সংস্থাসহ আরও দু-একটি জেলা ক্রীড়া সংস্থা থেকে তাদের তালিকাভুক্ত করার অনুরোধ এসেছে নির্বাচন কমিশনের কাছে। তফসিল অনুযায়ী আগামিকাল আপত্তির উপর শুনানি হবে সকাল ১০ টা থেকে ৫ টা পর্যন্ত।
ঢাকা/ইয়াসিন/আমিনুল