হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ আজ
Published: 10th, August 2025 GMT
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ১০ আগস্ট বাদ পড়া সাড়ে ৪৪ লাখের মতো ভোটারের খসড়া তালিকা রবিবার প্রকাশ করা হবে এবং মৃত ভোটারদের বাদ দেওয়া হবে। দাবি আপত্তি নিষ্পত্তি ৩১ আগস্টের মধ্যে চূড়ান্ত হবে।
এর আগে গত ৪ আগস্ট ইসির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এছাড়া সংশোধনের পর আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
এতে আরো বলা হয়, ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত ভোটার ডাটাবেজে অন্তর্ভুক্ত ১ জানুয়ারি ২০০৭ তারিখ বা তার পূর্বে যাদের জন্ম এমন নিবন্ধিত ভোটারের সম্পূরক ভোটার তালিকা এবং ভোটার কর্তনের জন্য মৃত ভোটারদের তালিকা প্রকাশ করা হবে আগামী ১০ আগস্ট। সম্পূরক ভোটার তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা, মৃত্যুজনিত বা অন্তর্ভুক্তি হওয়ার অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং ইহাতে কোনো অন্তর্ভুক্তি সংশোধন বা ত্রুটি-বিচ্যুতি দূর করার জন্য দরখাস্ত দাখিলের শেষ তারিখ ২১ আগস্ট। সম্পূরক তালিকাসহ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট।
দেশে এখন ভোটার রয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এদিকে যাদের বয়স ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ হবে, তারাও ভোটার তালিকায় যুক্ত হবেন।
ঢাকা/হাসান/ইভা
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঋণ নিয়ে ৮ হাজার কৃষকের পাশে রয়েছে ‘উইগ্রো’
অষ্টম শ্রেণিতে পড়ার সময় ফেনীতে নানাবাড়িতে যান উইগ্রোর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহমুদুর রহমান। ছোটবেলায় নানাবাড়িতে গিয়ে দেখেছেন কীভাবে নিজের জমিতে বর্গা চাষ করাত তাঁর নানার পরিবার। তখন থেকেই মাহমুদুর রহমানের মাথায় গেঁথে যায় এই বর্গা চাষ পদ্ধতি। পরে ঢাকায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছেন তিনি। তখন থেকেই স্বপ্ন ছিল উদ্যোক্তা হওয়ার।
মাহমুদুর রহমান ছিলেন মধ্যবিত্ত পরিবারের সন্তান। এ ধরনের পরিবার থেকে সরাসরি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখা তাঁর জন্য কঠিনই ছিল। তাই ২০১৫ সালে পড়াশোনা শেষে বেছে নেন চাকরি। টানা ছয় বছর দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছেন। চাকরি করলেও মনে মনে ছিল কৃষি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন। সেই স্বপ্ন থেকে একসময় বিনিয়োগ করেন চুয়াডাঙ্গায় বন্ধুর এক গরুর খামারে। সেখান থেকে হাতেকলমে উদ্যোক্তা হওয়ার শিক্ষা নেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ২০১৯ সালে ‘গোশত’ নামে একটি স্টার্টআপ কোম্পানি প্রতিষ্ঠা করেন। নতুন এই কোম্পানি গঠনের পরপর শুরু হয় করোনা। তখন অনলাইনে ভালো ক্রয়াদেশ পেলেও পণ্য সরবরাহ করতে গিয়ে নানা বাধার মুখে পড়তে হয়। তাই ব্যবসাটি আর বেশি দিন চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।
নতুন কোম্পানি গঠনের আগে মাহমুদুর চাকরি করতেন অনলাইনে দেশীয় পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান ‘খাসফুড’-এ। তখন পরিচয় হয় আলভী রহমানের সঙ্গে। পরে আলভী রহমানকে সঙ্গে নিয়ে ২০২১ সালে চালু করেন কৃষি খাতনির্ভর স্টার্টআপ প্রতিষ্ঠান ‘উইগ্রো’। সম্প্রতি রাজধানীর নিকেতনে প্রতিষ্ঠানটির কার্যালয়ে উইগ্রো নিয়ে কথা হয় মাহমুদুর রহমানের সঙ্গে। তিনি জানান, শুরুতে ২০০ বর্গফুটের কার্যালয় ছিল তাঁদের। এখন সেই আয়তন বেড়ে হয়েছে পাঁচ হাজার বর্গফুট। শুরুতে উইগ্রোতে বিনিয়োগের পরিমাণ ছিল ১০ লাখ টাকা। পরে ক্রাউড ফান্ডিংয়ের (গণ অর্থায়ন) মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয়। প্রথম মাসেই পরিচিত ও আত্মীয়স্বজন থেকে প্রতিষ্ঠানটি দুই কোটি টাকা বিনিয়োগ পায়। বর্তমানে প্রতিষ্ঠানটি ৪০টির বেশি উপজেলায় ৮ হাজার কৃষককে ৮০ কোটি টাকা অর্থায়ন করেছে। বর্তমানে উইগ্রোতে কাজ করছেন ১১০ জন কর্মকর্তা।
প্রতিষ্ঠানটি ৪০টির বেশি উপজেলায় ৮ হাজার কৃষককে ৮০ কোটি টাকা ঋণ দিয়েছে। আগামী পাঁচ বছরে এক কোটি কৃষককে সহায়তা করার লক্ষ্য।আলাপকালে মাহমুদুর রহমান বলেন, ‘প্রতিবছর বাংলাদেশ ব্যাংক কৃষিঋণের সীমা বেঁধে দেয়। তবে বেশির ভাগ ব্যাংক কৃষিঋণ বিতরণ করে বিভিন্ন ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে। কারণ, দেশের ৯০ শতাংশ কৃষকের কোনো ব্যাংক হিসাব নেই। আবার ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ নিয়ে গুনতে হয় চড়া সুদ। কৃষকের জন্য ব্যাংক থেকে সরাসরি ঋণ নেওয়ার প্রক্রিয়াটি সহজ নয়। তাই সহজে কৃষকের হাতে ঋণ পৌঁছে দেওয়ার তাগিদ থেকে উইগ্রো গড়ে তুলি। বর্তমানে উইগ্রোর নিবন্ধিত কৃষকের সংখ্যা প্রায় ২০ হাজার। তাঁদের প্রত্যেকের ৫০ ধরনের তথ্য রয়েছে প্রতিষ্ঠানটির কাছে। সেই তথ্য ব্যবহার করেই ইউসিবি, ব্র্যাক ব্যাংকসহ মোট সাতটি ব্যাংক ও ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ৪ থেকে ১৩ শতাংশ সুদে ঋণ দেয়। উইগ্রোর মাধ্যমে কৃষক চাইলে ৪৮ ঘণ্টার মধ্যেও ঋণ নিতে পারেন।’
উইগ্রো কৃষিঋণের পাশাপাশি কৃষকের উৎপাদিত পণ্যও বিক্রি করে দেয়। বর্তমানে ১৯ জেলার ৪০টি স্থান থেকে ধান, ভুট্টা, আলু ও পাট সংগ্রহ করে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানে সরবরাহ করে। ফলে কৃষকেরা তাঁদের পণ্য বিক্রির নিরাপত্তাসহ বাড়তি দাম পান। এ ছাড়া কেউ চাইলেই উইগ্রো অ্যাপের মাধ্যমে কৃষিতে বিনিয়োগ করতে পারেন। বিনিয়োগকারীরা বার্ষিক মুনাফার সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত পাবেন।
কৃষককে যে ঋণ বা বিনিয়োগ দেয়, সেই অর্থের পুরোটা নগদে দেয় না উইগ্রো। কৃষির ধরনভেদে কিছু অংশ নগদে ও বাকি অংশ কৃষিবীজ, সার ও অন্যান্য ব্যয় হিসেবে দিয়ে থাকে। দুর্যোগের ঝুঁকি কমাতে উইগ্রো স্থানীয় বিমা কোম্পানির সঙ্গে মিলে তিন ধরনের বিমা-সুবিধাও দিচ্ছে কৃষকদের। পশুর জন্য জীবনবিমা, খারাপ আবহাওয়ার কারণে ক্ষতির হাত থেকে ফসল সুরক্ষায় আবহাওয়া বিমা, পোকা ও রোগের কারণে ফলন কমে গেলে ফলনসূচক বিমা।
পাঁচ বছরের মধ্যে আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরির স্বপ্ন দেখি, যা দেশের অন্তত এক কোটি কৃষককে আর্থিক সহায়তা করবে। এই সময়ের মধ্যে আমরা ৫০ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ কৃষিঋণ হিসেবে বিতরণ করতে চাই। ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ কৃষি বিনিয়োগ ব্যাংক গড়ে তোলার ইচ্ছা রয়েছে আমাদের।মাহমুদুর রহমান, সহপ্রতিষ্ঠাতা ও সিইও, উইগ্রোমাহমুদুর রহমান জানান, ২০২৩ সালে উইগ্রো সিঙ্গাপুরভিত্তিক অ্যাকসেলেটর ‘অ্যাক্সিলারেটিং এশিয়ায়’ অংশ নেয়। সেখানে প্রতিষ্ঠানটির সঙ্গে পরিচয় হয় বিদেশি এক বিনিয়োগকারী জন বাকলির। ২০২৪ সালে বিনিয়োগের মাধ্যমে তিনিও যুক্ত হন উইগ্রোর সঙ্গে। জন বাকলি প্রথম আলোকে বলেন, ‘অবসরের পর আমি চেয়েছিলাম তরুণ উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে। এখন তাদের ব্যবসা পরিচালনা, বিস্তার ও টেকসই করতে কৌশল নির্ধারণে সাহায্য করে যাচ্ছি। আমাদের চেষ্টা কৃষিকে আরও সহজ করা। শুধু দারিদ্র্য হ্রাস নয় বরং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাও আমাদের লক্ষ্য।’
উইগ্রোর আরেক সহপ্রতিষ্ঠাতা আলভী রহমান বলেন, ‘আমাদের সব সময়ই চোখে পড়ত গ্রামের হাজারো কৃষক ঋণের বোঝায় জর্জরিত। এ ছাড়া অধিকাংশ কৃষক বাজারের অনিশ্চয়তার সঙ্গে লড়াই করছেন। কৃষকদের ঋণের বোঝা ও বাজারের দুশ্চিন্তা থেকে বাঁচাতে উইগ্রো প্রতিষ্ঠার কথা চিন্তায় আসে আমাদের। শুরুর দিকে হাতে গোনা কয়েকজন কৃষক আর ছোট একটা দল ছিল। ধীরে ধীরে আমরা প্রযুক্তির ব্যবহার করে কৃষকদের জন্য সহজ অর্থায়ন, মানসম্পন্ন উপকরণ ও বাজার সংযোগ তৈরি করতে পেরেছি। আজ আমরা হাজার হাজার কৃষকের পাশে আছি।’
তরুণ উদ্যোক্তাদের জন্য উইগ্রোর সহপ্রতিষ্ঠাতা মাহমুদুর রহমানের পরামর্শ, যে সমস্যার সমাধান করবেন, সেটিকে ভালোবাসতে হবে। এরপর সেই সমস্যা নিয়ে গভীরভাবে কাজ করা, পরীক্ষা-নিরীক্ষা করা, নিজের ওপর আস্থা তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। এ কাজ করতে গিয়ে ধৈর্যও রাখতে হবে। কারণ, সমস্যা সমাধানে সাত দিনও লাগতে পারে, আবার সাত বছরও লাগতে পারে।
মাহমুদুর রহমান বলেন, ‘পাঁচ বছরের মধ্যে আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরির স্বপ্ন দেখি, যা দেশের অন্তত এক কোটি কৃষককে আর্থিক সহায়তা করবে। এই সময়ের মধ্যে আমরা ৫০ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ কৃষিঋণ হিসেবে বিতরণ করতে চাই। ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ কৃষি বিনিয়োগ ব্যাংক গড়ে তোলার ইচ্ছা রয়েছে আমাদের।’