‘আমাদের সম্পর্কটা শুধুই ভাই–বোনের’—এমন কথা তাঁরা বলে আসছেন অনেক আগে থেকেই। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা সেটা বিশ্বাস করলে তো! যখনই মোহাম্মদ সিরাজের সঙ্গে জানাই ভোসলেকে দেখা গেছে, ভার্চ্যুয়াল দুনিয়ায় উঠেছে পুরোনো গুঞ্জন—তাঁরা হয়তো প্রেমেই জড়িয়েছেন।

অবশেষে গুঞ্জনে বিশ্বাস রাখা সেই নেটিজেনদের সামনে ‘প্রমাণ’ হাজির করলেন জানাই। সিরাজের হাতে রাখি পরিয়ে প্রমাণ দিলেন, তাঁদের দুজনের সম্পর্ক ভাই–বোনেরই।

সম্প্রতি ইংল্যান্ডে দুর্দান্ত সিরিজ কাটানো (সর্বোচ্চ ২৩ উইকেট) সিরাজ দেশে ফিরেছেন। গতকাল জানাই ভোসলের ইনস্টাগ্রাম পোস্টের একটি ভিডিওতে সিরাজের দেখা মেলে। ভিডিওতে দেখা যায়, সবুজ রঙের পোশাক পরা জানাই সোফায় সাদা পাঞ্জাবি–পাজামা পরে বসে থাকা সিরাজের হাতে রাখি বাঁধছেন। এরপর সিরাজ জানাইয়ের হাতে একটি উপহার তুলে দেন।

জানাই ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলের নাতনি। তিনিও সংগীতশিল্পী। ভিডিওতে জানাই ‘জিগরা’ সিনেমার গান ‘তেনু সঙ্গ রাখনা’ যুক্ত করেছেন। ক্যাপশনে ভাই-বোনকে নিয়ে বিখ্যাত গান ‘এক হাজারো ম্যায় মেরি বেহনা হ্যায়.

..’-এর প্রথম লাইন লিখে সঙ্গে আরও যোগ করেছেন, ‘এর চেয়ে ভালো কিছু হতে পারত না’। একই ভিডিও ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে লিখেছেন, ‘সবচেয়ে ভালো ভাই’।

জানাই ভোসলের স্টোরিটি শেয়ার করেছেন সিরাজও। তবে কেউ যাতে কোনো মন্তব্য করতে না পারেন, সে জন্য জানাই ও সিরাজ এই ভিডিওর কমেন্ট সেকশন বন্ধ রেখেছেন।

কমেন্টের ঘর বন্ধ করার মাধ্যমে সিরাজ ও জানাই হয়তো এটাই বোঝাতে চেয়েছেন, আমাদের মধ্যকার সম্পর্কের বিষয়টি এখন প্রমাণিত। এ নিয়ে আর কোনো কথা শুনতে চাই না।

সিরাজ–জানাইকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন জোরালো হয় এ বছরের জানুয়ারিতে। সে সময় জানাইয়ের জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বলিউড ও ক্রিকেট অঙ্গনের অনেকে। তবে সিরাজের সঙ্গে জানাইয়ের ছবি নিয়ে শুরু হয় গুঞ্জন। দুজনে প্রেম করছেন কি না, বিয়ে করতে চলেছেন কি না—এমন প্রশ্নে ভরে ওঠে মন্তব্যের ঘর। এ বিষয়ে তখনই একে অপরকে ‘ভাই–বোন’ বলে উল্লেখ করেছিলেন সিরাজ–জানাই।

অবশেষে এবার রাখি পরিয়েই প্রমাণ দিলেন তাঁরা—সিরাজ–জানাই ভাই–বোন।

আরও পড়ুনসিরাজের মাত, বুমরার ঘাত আর তাসকিনের দুকুল রক্ষা৫ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ ঞ জন

এছাড়াও পড়ুন:

জনগন সচেতন থাকলে রাষ্ট্র কখনো দূর্নীতিগ্রস্থ হবে না : জোসেফ

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও যুবদল নেতা এ কে এম মাজহারুল ইসলাম জোসেফ বলেছেন, জনগন হলো সকল ক্ষমতার মালিক। জনগন সচেতন থাকলে রাষ্ট্র কখনো দূর্নিতীগ্রস্থ হবে না। জুলাই আন্দোলনের সময় মাদ্রাসার শিক্ষার্থীরা যে ভূমিকা রেখেছে তা ইতিহাসের বিরল।

আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। আপনারা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন করা হবে। পরিশেষে তিনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।

রোববার (১০ আগস্ট) বেলা ১১টায় বন্দর ইসলামিয়া ফাযিল মাদ্রাসা হল রুমে ২১ নং ওয়ার্ড যুবদল কর্তৃক আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ২০২৫ইং বন্দর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার দাখিল পরীক্ষা উত্তীর্ন শিক্ষার্থীদের  সম্মননা  স্মরক প্রদান উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

বন্দর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ শেখ মোহাম্মদ আতিকুল্লাহ সভাপতিত্বে ও বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষারের সঞ্চালনায় সম্মননা স্মারক প্রদান ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক কমিটি সদস্য এড: শিপলু, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি আমির হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা আতিকুর রহমান সবুজ, ২২ নং ওয়ার্ড বিএনপি সহ সভাপতি নজরুল ইসলাম, ২১ নং ওয়ার্ড যুবদল নেতা সেলিম, লিটন, এমারত, ২২ নং ওয়ার্ড যুবদল নেতা কাজী সোহাগ, সেলিম ও বন্দর উপজেলা য্বুদলের সাবেক প্রচার সম্পাদক আশাবুদ্দিনসহ উল্লেখিত মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।  
 

সম্পর্কিত নিবন্ধ