পরিবেশের জন্য ক্ষতিকর প্রকল্পে বিনিয়োগ করে না শাহ্জালাল ইসলামী ব্যাংক
Published: 14th, August 2025 GMT
শাহ্জালাল ইসলামী ব্যাংক দেশের আর্থিক খাতে পরিবেশবান্ধব ব্যাংকিং ও টেকসই অর্থায়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে। দেশের অন্যতম শীর্ষস্থানীয় একটি বেসরকারি ব্যাংক হিসেবে আমরা সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নকে আরও বিস্তৃত, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করার লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করছি। আমাদের সব কার্যক্রম জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত হচ্ছে।
আমরা বিশ্বাস করি, প্রকল্পে অর্থায়নের আগে তার পরিবেশগত প্রভাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা আবশ্যক। তাই জলবায়ুগত চ্যালেঞ্জ মোকাবিলায় পরিবেশবান্ধব বিনিয়োগ ও দায়িত্বশীল ব্যাংকিংয়ের ওপর জোর দেয় শাহ্জালাল ইসলামী ব্যাংক। আমাদের কার্যক্রমে পরিবেশ, সামাজিক ও সুশাসনের (ইএসজি) বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। এর অংশ হিসেবে যেকোনো প্রকল্পে অর্থায়নের আগে সেটির পরিবেশ ও সামাজিক প্রভাবের মূল্যায়ন নিশ্চিত করা হয়।
নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশবান্ধব ভবন নির্মাণ এবং বিদ্যুৎ-সাশ্রয়ী মূলধনি যন্ত্রপাতি–সংক্রান্ত পরিবেশবান্ধব প্রকল্পে অর্থায়ন বৃদ্ধি করতে ভূমিকা জোরালো করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক। পাশাপাশি পরিবেশের জন্য ক্ষতিকর প্রকল্পে বিনিয়োগ থেকে সম্পূর্ণ বিরত থাকছে ব্যাংকটি। যেমন ইটের ভাটায় বা পাঁচ বছরের বেশি পুরোনো যানবাহনে কোনো অর্থায়ন করছে না তারা।
ইতিমধ্যে অনেকগুলো টেকসই প্রকল্পে অর্থায়ন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক। এসব প্রকল্পের মধ্যে রয়েছে হাইড্রো–অক্সাইড নিটওয়্যার (সোয়েটার উৎপাদন), হ্যামস গার্মেন্টস লিমিটেড (কম্পোজিট নিট), কনসিস্ট অ্যাপারেলস লিমিটেড (নিট), লোগোস অ্যাপারেলস লিমিটেড (কম্পোজিট নিট), লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রি লিমিটেড (নিট), লিডা টেক্সটাইল অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রি লিমিটেড (নিট ও ওভেন), এক্সক্লুসিভ ক্যান (প্লাস্টিক ও টিনের ক্যান প্রস্তুতকারক) এবং র্যাডিয়েন্ট অ্যালায়েন্স লিমিটেড (সৌর পিভি মডিউল উৎপাদক)।
শাহ্জালাল ইসলামী ব্যাংকের প্রকল্প অর্থায়নে গড়ে ওঠা ইস্ট-কোস্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান র্যাডিয়েন্ট অ্যালায়েন্স সম্প্রতি যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো নিজেদের উৎপাদিত পিভি মডিউল রপ্তানি শুরু করেছে। এটি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের জন্য গর্বের বিষয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক মনে করে, এর মাধ্যমে বিশ্বব্যাপী নবায়নযোগ্য জ্বালানি সরবরাহক হিসেবে বাংলাদেশের নাম উজ্জ্বল হয়েছে। এ ছাড়া ‘এক্সক্লুসিভ ক্যান’ প্রকল্পটিতে শুরু থেকেই বিনিয়োগ করে আসছে শাহ্জালাল ইসলামী ব্যাংক। এটি সম্পূর্ণ পরিবেশবান্ধর কারখানা হিসেবে ইএসজিবিসির লিড সনদ অর্জন করেছে।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক বিভিন্ন উদ্যোগ নিয়ে আসছে। আমরা ২০২৪ সালে পরিবেশ, চিকিৎসা ও শিক্ষা খাতে প্রায় ৩১ কোটি ৬১ লাখ ৮০ হাজার টাকা ব্যয় করেছি। প্রতিবছর দেশের ১০০টির বেশি শাখার মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করে আমরা পরিবেশসচেতনতা বাড়াতে কাজ করছি।
এসব ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ব্যাংকের মর্যাদাপূর্ণ ‘সাসটেইনেবল রেটিং ২০২৪’-এ স্থান করে নিয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক। এই মর্যাদা আমাদের দায়বদ্ধতা আরও বাড়িয়েছে। সবুজ অর্থায়ন, টেকসই বিনিয়োগ ও কার্বন নিঃসরণ কমাতে আমাদের ব্যাংক আরও দৃঢ় ও দায়িত্বশীল কার্যক্রম বাস্তবায়ন করবে।
মূলধন ও সক্ষমতাকে সঠিকভাবে কাজে লাগিয়ে বৈশ্বিক পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় শাহ্জালাল ইসলামী ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি, টেকসই ও দায়িত্বশীল ব্যাংকিংয়ের মাধ্যমে একটি পরিবেশবান্ধব, অন্তর্ভুক্তিমূলক ও কার্বনমুক্ত অর্থনীতি গড়ে তোলা সম্ভব।
টেকসই অর্থায়ন রেটিং শুধু একটি র্যাঙ্কিং নয়, এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা। সেটি হলো ব্যাংকিং খাতকে আর শুধু মুনাফার বিচারে নয়, বরং সামাজিক ও পরিবেশগত দায়িত্ব পালনের দৃষ্টিকোণ থেকেও মূল্যায়ন করা জরুরি।
এম এম সাইফুল ইসলাম
প্রধান, সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিট, শাহ্জালাল ইসলামী ব্যাংক
উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ হ জ ল ল ইসল ম প রকল প পর ব শ আম দ র উৎপ দ ট কসই
এছাড়াও পড়ুন:
যার হাতের নখের দৈর্ঘ্য জিরাফের গড় উচ্চতার চেয়ে বেশি
৩৪ বছর ধরে তার দুই হাতের নখ বড় করেছেন ভিয়েতনামের এক চিত্রশিল্পী। তার নাম লিউ কং হুয়েন । সম্প্রতি লিউয়ের সব নখের মোট দৈর্ঘ্য দাঁড়িয়েছে ৫৯৪ দশমিক ৪৫ সেন্টিমিটার। এতে তিনি বিশ্বে জীবিত কোনো পুরুষের মধ্যে দীর্ঘতম হাতের নখের রেকর্ড গড়েছেন। লিউয়ের হাতের নখের দৈর্ঘ্য প্রাপ্তবয়স্ক জিরাফের গড় উচ্চতার চেয়ে বেশি।
চীনের ডিন প্রদেশের গিয়াও থুই জেলার বাসিন্দা লিউ। তিনি চলতি বছরের শুরুতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রধান সম্পাদক ক্রেগ গ্লেনডে হুয়েনের বাড়িতে গিয়ে নখ পরিমাপ করেন। গিনেজের তথ্য- লিউয়ের বাম হাতের নখের দৈর্ঘ্য ৩৮৮ দশমিক ৮৫ সেন্টিমিটার, তার ডান হাতের ২০৫ দশমিক ৬ সেন্টিমিটার। সবচেয়ে বড় নখটি বাম হাতের বুড়ো আঙুলে—যার দৈর্ঘ্য ১২৭ দশমিক ৫ সেন্টিমিটার (৪ ফুট ২ ইঞ্চি)।
আরো পড়ুন:
সকালে এক গ্লাস নাকি চার গ্লাস পানি পান করা ভালো?
যে দেশে ভাড়ায় স্ত্রী পাওয়া যায়
লিউ হুয়েন স্থানীয় বাড়িঘরের দেয়ালে চিত্রকর্ম করে আয় করেন। তার বয়স৬৭ বছর। তিনি ৩৪ বছর আগে বাবার মতো শামান হতে চেয়েছিলেন। শামান এমন ব্যক্তি, যিনি আত্মা বা প্রাকৃতিক শক্তি ব্যবহার করে রোগ নিরাময় ও আধ্যাত্মিক অনুষ্ঠান পরিচালনা করেন। পরে বাবার পরামর্শে শামান হওয়ার ইচ্ছা ত্যাগ করেন।
লিউ তার নখের যত্ন নেন। ভিজলে নখ নরম হয়ে ভেঙে যেতে পারে, তাই শুষ্ক রাখতে হয়। জামা পরা, শোয়া বা অন্যান্য দৈনন্দিন কাজেও সতর্ক থাকেন তিনি। তার স্ত্রী থি থুয়ান নখের যত্নে প্রতিনিয়ত সাহায্য করেন। হুয়েন বলেন, ‘‘আমার স্ত্রী না থাকলে এই নখ ঠিক রাখতে পারতাম না। তিনি সব সময় পাশে আছেন।’’
ঢাকা/লিপি