মাদারীপুরে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি জাহিদুল ইসলাম খোকন ও জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহাদাত হোসেন মিঠু।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাদারীপুরে গণভোজের আয়োজন করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। একত্রিত হয়ে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেন, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরো পড়ুন:

ঢাকায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

চিকিৎসক দেখিয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় বউ-শাশুড়ি আহত

ওসি আদিল হোসেন বলেন, ‘‘স্থিতিশীলতা বজায় রাখার জন্য এই অভিযান। জাহিদুল ইসলাম খোকন ও কাজী শাহাদাত হোসেন মিঠুর নামে একাধিক মামলা রয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালত পাঠানো হবে।’’

ঢাকা/বেলাল/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

এভাবে লুচি বানালে ফুলবেই ফুলবে, জেনে নিন রেসিপি

উপকরণ

ময়দা: ২ চামচ

আটা: দেড় চামচ

চিনি: ১ চা-চামচ

ঘি: ১ চা-চামচ

তেল: ১ চা-চামচ।

প্রণালি

সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। একটু গরম পানি দিয়ে ময়ান বানাতে হবে। ময়ান পাঁচ মিনিটের মতো মেখে রাখুন। তারপর লুচি বেলে ডুবোতেলে ভেজে নিতে হবে।

আরও পড়ুনপূজায় অপু বিশ্বাসের প্রিয় খাবার মহাষ্টমীর ভোগের থালা, দেখুন তাঁর দেওয়া রেসিপি৩০ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ