Prothomalo:
2025-09-19@07:05:25 GMT
নিপীড়ক পুরুষদের খুন করেন তিনি
Published: 19th, September 2025 GMT
‘আ টাইগার ইন উইন্টার’, ‘মিস কন্সপিরেটর’ থেকে ‘দ্য অ্যাক্টেসেস’—একের পর এক সিনেমায় আভিজাত্যের দ্যুতি ছড়িয়েছেন কো হিউন-জং। বরাবরই তাঁকে শান্ত ও ধীরস্থির চরিত্রে দেখা গেছে।
সেই চেনা গণ্ডি ভেঙে দর্শকদের চমকে দিলেন কো হিউন-জং, এসবিএসের থ্রিলার সিরিজ ‘কুইন ম্যান্টিস’–এ ঠান্ডা মাথার ক্রমিক খুনির চরিত্রে রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছেন তিনি। খুনে চাহনি আর রহস্যময় অভিব্যক্তিতে চরিত্রটিকে জীবন্ত করে তুলেছেন।
জং ই–শিন নামের এক খুনির জীবনকে পর্দায় তুলে ধরা হয়েছে, চরিত্রটি ‘ম্যান্টিস’ নামে পরিচিত। এই চরিত্রে প্রাণ দিয়েছেন কো হিউন-জং। ম্যান্টিসের খুনের ধরনটা আলাদা—নারী ও শিশুদের ওপর নির্যাতনকারী পুরুষদের খুঁজে বের করে সে। তালিকা ধরে ধরে খুন করে।
‘কুইন ম্যান্টিস’–এর পোস্টার.উৎস: Prothomalo
কীওয়ার্ড: চর ত র
এছাড়াও পড়ুন:
নবজাতকের চোখে পুঁজ কেন হয়, কেন পানি পড়ে
ছবি: প্রথম আলো