Risingbd:
2025-09-19@07:34:57 GMT

লা রিভে সবার জন্য পূজার পোশাক

Published: 19th, September 2025 GMT

লা রিভে সবার জন্য পূজার পোশাক

হেমন্ত মানেই কাশের ফুল ফোটা মৃদু বাতাসে উৎসবের আমেজ। আর মাত্র কিছুদিন। এরপরই শুরু হবে সনাতন ধর্মালম্বীদের গুরুত্বপূর্ণ উৎসব-দুর্গাপূজা। এমনই সময়ে দেশের সেরা ফ্যাশন ও লাইফস্টাইল ব্র‌্যান্ড লা রিভ লঞ্চ করেছে পূজা কালেকশন ২০২৫।

লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, “দুর্গাপূজা বাংলাদেশের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব, যা শান্তি ও সম্প্রীতির প্রতীক। পূজার উৎসবে ঐক্য ও সহযোগিতার চেতনাই লা রিভ এর পূজা কালেকশনের অনুপ্রেরণা। আমি সবাইকে একটি আনন্দঘন দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানাই।”

পূজার ঐতিহ্যবাহী লাল-সাদা রঙকে প্রাধান্য দিয়ে এবার যোগ হয়েছে সম্প্রতি লঞ্চ হওয়া ফল’২৫ কালেকশনের ২টি সেন্টিমেন্ট কালার- আর্জেন্ট অরেঞ্জ ও গানাশ বা চকলেট ব্রাউন। এছাড়াও প্রাইমারি কালার প্যালেটে সাদা, কালো, সোনালী, পান্না সবুজ, গাঢ় নীল, ধুসর ও গোলাপীর সংমিশ্রণ দেখা যাবে। 

পূজা ২০২৫ কালেকশনে দেখা যাবে ডিজিটাল-প্রিন্টেড টাই-ডাই, চার্জড্ ক্রোমা, সাররিয়েল জিওমেট্রি, পাওয়ার ফ্লাওয়ার এর পাশাপাশি ক্লাসিক ইক্কাত, আরজাইল, মান্দালা ও পোলকা ডটের মত প্রিন্টস্টোরি। ড্রামাটিক স্লিভস, স্ট্যান্ড কলার, কাফতান কাট ও লেয়ার্ড কেপস আধুনিকতার ছোঁয়া এনেছে এই পূজার পোশাকে। এই স্টাইলগুলো কেবল পূজার জন্য নয়, সন্ধ্যার যেকোনো আয়োজনেও মানানসই।

পূজা উৎসবের এই কালেকশনে রয়েছে নারীদের প্যাটার্নড ও স্ট্রেইট সালোয়ার কামিজ এবং সিঙ্গেল কামিজ। টিউনিক সেকশনে পাওয়া যাবে মিড-লেংথ, লং ও শ্রাগ-স্টাইল টিউনিক। যারা শার্ট, টিশার্ট বা টপে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারাও পাবেন একদম নতুন সব ডিজাইন। যারা শাড়ি পরতে পছন্দ করেন, তারা এবার লা রিভের সংগ্রহ দেখলে মুগ্ধ হবেন। 

পুজোর বিভিন্ন পর্বকে মাথায় রেখে নানান বুননের শাড়ি যোগ হয়েছে এই সংগ্রহে। উৎসবের জন্য মানানসই মসলিন, কাতান ও হাফসিল্ক শাড়ি জুড়ে থাকবে এম্ব্রয়ডারি, প্যাচ ও কারচুপির কাজ। সকালের স্নিগ্ধ সময়ের জন্য থাকছে প্রিন্ট ও একরঙা সুতির শাড়ির সমাহার। যারা ফ্যাশনে ফিউশন পছন্দ করেন তারা ট্রেন্ডি কো-অর্ড, স্কার্ট-টপ সেট ও কাফতান পাবেন।

পুরুষের পূজার পাঞ্জাবিতেও উৎসবের উপহার এনেছে লা রিভ। এবারই প্রথম স্ট্রেচড্ জ্যাকার্ডের এক্সক্লুসিভ ফেব্রিকে তৈরি হয়েছে স্পেশাল পাঞ্জাবি কিউরেশন। ফিটিং, উৎসবের গ্ল্যামার ও ফ্লেক্সিবিলিটি নিশ্চিত করতে এই কাপড়ের বিকল্প নেই। এছাড়াও পাওয়া যাবে আর্ট-সিল্ক, টুইন-ফিটেড কটন ও ভিসকোস পাঞ্জাবি। ম্যাচ করার জন্য থাকছে ওয়েস্ট কোট, ক্লাসিক আলীগড়, প্রিমিয়াম প্যান্ট ও অ্যাঙ্কেল লেঙ্থ পাজামা। 

ক্যাজুয়াল অকেশনের জন্য ডিজাইন করা হয়েছে প্রিমিয়াম ফেব্রিকের ট্রেন্ডি শার্ট, টি-শার্ট ও পোলো শার্ট। শিশু ও কিশোর-কিশোরীদের জন্যও থাকছে পূজার ফ্রক, টিউনিক, টপ, পাঞ্জাবি, শার্ট ও পোলো ইত্যাদি। এছাড়াও লা রিভ হোম, অ্যাক্সেসরিজ, হ্যান্ডব্যাগ ও ফুটওয়ার সেগমেন্টে পূজা উপলক্ষ্যে নতুন নতুন ডিজাইন যুক্ত হয়েছে।

লা রিভ পূজা কালেকশন ঢাকা, নারায়নগঞ্জ, কুমিল্লা, খুলনা, সিলেট, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, রংপুর, ও চট্টগ্রামসহ সব স্টোর ও অনলাইনে (www.

lerevecraze.com)। বিস্তারিত জানতে এবং মেসেঞ্জারে যোগাযোগ করতে লগইন করুন লা রিভের অফিসিয়াল ফেসবুক পেজ www.facebook.com/lerevecraze

ঢাকা/এস
লা রিভে সবার জন্য পূজার পোশাক

হেমন্ত মানেই কাশের ফুল ফোটা মৃদু বাতাসে উৎসবের আমেজ। আর মাত্র কিছুদিন। এরপরই শুরু হবে সনাতন ধর্মালম্বীদের গুরুত্বপূর্ণ উৎসব-দুর্গাপূজা। এমনই সময়ে দেশের সেরা ফ্যাশন ও লাইফস্টাইল ব্র‌্যান্ড লা রিভ লঞ্চ করেছে পূজা কালেকশন ২০২৫।

লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, “দুর্গাপূজা বাংলাদেশের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব, যা শান্তি ও সম্প্রীতির প্রতীক। পূজার উৎসবে ঐক্য ও সহযোগিতার চেতনাই লা রিভ এর পূজা কালেকশনের অনুপ্রেরণা। আমি সবাইকে একটি আনন্দঘন দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানাই।”

পূজার ঐতিহ্যবাহী লাল-সাদা রঙকে প্রাধান্য দিয়ে এবার যোগ হয়েছে সম্প্রতি লঞ্চ হওয়া ফল’২৫ কালেকশনের ২টি সেন্টিমেন্ট কালার- আর্জেন্ট অরেঞ্জ ও গানাশ বা চকলেট ব্রাউন। এছাড়াও প্রাইমারি কালার প্যালেটে সাদা, কালো, সোনালী, পান্না সবুজ, গাঢ় নীল, ধুসর ও গোলাপীর সংমিশ্রণ দেখা যাবে। 

পূজা ২০২৫ কালেকশনে দেখা যাবে ডিজিটাল-প্রিন্টেড টাই-ডাই, চার্জড্ ক্রোমা, সাররিয়েল জিওমেট্রি, পাওয়ার ফ্লাওয়ার এর পাশাপাশি ক্লাসিক ইক্কাত, আরজাইল, মান্দালা ও পোলকা ডটের মত প্রিন্টস্টোরি। ড্রামাটিক স্লিভস, স্ট্যান্ড কলার, কাফতান কাট ও লেয়ার্ড কেপস আধুনিকতার ছোঁয়া এনেছে এই পূজার পোশাকে। এই স্টাইলগুলো কেবল পূজার জন্য নয়, সন্ধ্যার যেকোনো আয়োজনেও মানানসই।

পূজা উৎসবের এই কালেকশনে রয়েছে নারীদের প্যাটার্নড ও স্ট্রেইট সালোয়ার কামিজ এবং সিঙ্গেল কামিজ। টিউনিক সেকশনে পাওয়া যাবে মিড-লেংথ, লং ও শ্রাগ-স্টাইল টিউনিক। যারা শার্ট, টিশার্ট বা টপে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারাও পাবেন একদম নতুন সব ডিজাইন। যারা শাড়ি পরতে পছন্দ করেন, তারা এবার লা রিভের সংগ্রহ দেখলে মুগ্ধ হবেন। 

পুজোর বিভিন্ন পর্বকে মাথায় রেখে নানান বুননের শাড়ি যোগ হয়েছে এই সংগ্রহে। উৎসবের জন্য মানানসই মসলিন, কাতান ও হাফসিল্ক শাড়ি জুড়ে থাকবে এম্ব্রয়ডারি, প্যাচ ও কারচুপির কাজ। সকালের স্নিগ্ধ সময়ের জন্য থাকছে প্রিন্ট ও একরঙা সুতির শাড়ির সমাহার। যারা ফ্যাশনে ফিউশন পছন্দ করেন তারা ট্রেন্ডি কো-অর্ড, স্কার্ট-টপ সেট ও কাফতান পাবেন।

পুরুষের পূজার পাঞ্জাবিতেও উৎসবের উপহার এনেছে লা রিভ। এবারই প্রথম স্ট্রেচড্ জ্যাকার্ডের এক্সক্লুসিভ ফেব্রিকে তৈরি হয়েছে স্পেশাল পাঞ্জাবি কিউরেশন। ফিটিং, উৎসবের গ্ল্যামার ও ফ্লেক্সিবিলিটি নিশ্চিত করতে এই কাপড়ের বিকল্প নেই। এছাড়াও পাওয়া যাবে আর্ট-সিল্ক, টুইন-ফিটেড কটন ও ভিসকোস পাঞ্জাবি। ম্যাচ করার জন্য থাকছে ওয়েস্ট কোট, ক্লাসিক আলীগড়, প্রিমিয়াম প্যান্ট ও অ্যাঙ্কেল লেঙ্থ পাজামা। 

ক্যাজুয়াল অকেশনের জন্য ডিজাইন করা হয়েছে প্রিমিয়াম ফেব্রিকের ট্রেন্ডি শার্ট, টি-শার্ট ও পোলো শার্ট। শিশু ও কিশোর-কিশোরীদের জন্যও থাকছে পূজার ফ্রক, টিউনিক, টপ, পাঞ্জাবি, শার্ট ও পোলো ইত্যাদি। এছাড়াও লা রিভ হোম, অ্যাক্সেসরিজ, হ্যান্ডব্যাগ ও ফুটওয়ার সেগমেন্টে পূজা উপলক্ষ্যে নতুন নতুন ডিজাইন যুক্ত হয়েছে।

লা রিভ পূজা কালেকশন ঢাকা, নারায়নগঞ্জ, কুমিল্লা, খুলনা, সিলেট, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, রংপুর, ও চট্টগ্রামসহ সব স্টোর ও অনলাইনে (www.lerevecraze.com)। বিস্তারিত জানতে এবং মেসেঞ্জারে যোগাযোগ করতে লগইন করুন লা রিভের অফিসিয়াল ফেসবুক পেজ www.facebook.com/lerevecraze

ঢাকা/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক ল কশন র কর ন ত র য গ হয় ছ ম ন নসই উৎসব র ড জ ইন স গ রহ ট উন ক

এছাড়াও পড়ুন:

আজ থেকে বুসান উৎসব, নানাভাবে রয়েছে বাংলাদেশ

দক্ষিণ কোরিয়ার বিখ্যাত নির্মাতা পার্ক চ্যান-উকের ‘নো আদার চয়েজ’ সিনেমা দিয়ে আজ থেকে পর্দা উঠছে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ৩০তম এ আসরে মূল প্রতিযোগিতায় বাংলাদেশের কোনো সিনেমা না থাকলে দেশ থেকে বিভিন্ন শাখায় ও ফিল্ম বাজারে প্রতিনিধিত্ব করছে তিন সিনেমা ও স্বল্পদৈর্ঘ্য ছবি। এ ছাড়া বুসান উৎসবে প্রথমবারের মতো সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রবর্তন করা হয়েছে ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’।

বুসান উৎসবে এশিয়ার আলোচিত সিনেমা দিয়ে প্রতিবছর সাজানো হয় ‘আ উইন্ডো অন এশিয়ান’ সিনেমা বিভাগ। এ বিভাগে জায়গা পেয়েছে বাংলাদেশের সিনেমা বালুর নগরীতে। এটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মেহেদী হাসান। এটা তাঁর ক্যারিয়ারের প্রথম সিনেমা। এটি এ বছর ইউরোপের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব কার্লোভি ভেরি থেকে প্রক্সিমা প্রতিযোগিতা শাখায় ‘গ্র্যান্ড প্রিক্স’ পুরস্কার পেয়েছে।

‘আ উইন্ডো অন এশিয়ান’ সিনেমা বিভাগে রয়েছে মেহেদীর ‘বালুর নগরীতে’। ছবি: কোলাজ

সম্পর্কিত নিবন্ধ

  • একটি বিশেষ সিনেমা, আপনার মাকে সঙ্গে নিয়ে আসুন...
  • তিন বছর পর ‘ফেরেশতে’
  • চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশন নির্বাচনে উৎসবের আমেজ
  • ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী কারাম উৎসব অনুষ্ঠিত
  • উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
  • কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
  • কারও কোনো অপরাধ নাই
  • বিশ্বকর্মা পূজা: গাঙ্গেয় শিল্পের উৎসব
  • আজ থেকে বুসান উৎসব, নানাভাবে রয়েছে বাংলাদেশ